ETV Bharat / state

রক্ত মিলল থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর - kolkata

ETV ভারতের খবরের দৌলতে রক্ত পেলেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী । আপাতত সংকটমুক্ত তিনি ।

thala
থ্যালাসেমিয়া
author img

By

Published : Apr 10, 2020, 3:04 PM IST

কলকাতা, 10 এপ্রিল: গোটা দেশজুড়ে চলছে কোরোনার বিরুদ্ধে লড়াই । আর দক্ষিণ কলকাতার ছোট্টো একটা বাড়িতে চলছে বাঁচার লড়াই । বিধবা মা, যমজ দুই ভাই বোনের জন্য রক্ত জোগাড় করতে না পেরে প্রহর গুনছিলেন আশঙ্কায় । ওঁরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত । খবর প্রকাশিত হয় ETV ভারতে । নজরে পড়ে লালবাজারের এক শীর্ষ পুলিশ কর্তার । আর তারপরেই হয় সমস্যার সমাধান । লকডাউনের মধ্যে দু'বোতল A নেগেটিভ রক্তের জোগান দিল রিজেন্ট পার্ক থানা । আপাতত সংকটমুক্ত হয়েছেন অনুরণ সাহা । চিন্তা মুক্ত হয়েছেন বৃদ্ধা মা শুভ্রা সাহা ।

ওঁদের লড়াইটা অন্যরকম । যেটা চলে আসছে গত 38 বছর ধরে । জন্মের পরেই বোঝা যায় অরুণিমা সাহা ও অনুরণ সাহা থ্যালাসেমিয়ায় আক্রান্ত । তারপর থেকেই শুরু হয় সাহা পরিবারের লড়াই । একটু একটু করে দিন দিন অসুস্থ হয়েছেন অনুরণ । ক্ষয়ে যেতে শুরু করেছে হাড় । অসুখ হার্টেরও । তাঁকে 15 দিন অন্তর রক্ত দিতে হয় । শেষবার রক্ত দেওয়া হয়েছিল 19 মার্চ । রক্তের গ্রুপ A নেগেটিভ । পাওয়াটাও দুষ্কর । ETV ভারতে সেই খবর প্রকাশিত হয় 2 এপ্রিল । বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলিধর শর্মার । তারপরেই সক্রিয় হন তিনি ।

রিজেন্ট পার্ক থানা যোগাযোগ করে অনুরণের মা শুভ্রা সাহার সঙ্গে । এদিকে অরুণিমার রক্তের গ্রুপ O নেগেটিভ । তাঁকেও শেষবার ওই একই দিনে রক্ত দেওয়া হয়েছিল । অরুণিমাকে রক্ত দিতে হয় 20 দিন অন্তর । শুভ্রাদেবী জানিয়েছেন অরুণিমাকে দেওয়ার জন্য রক্ত আপাতত অন্য একটি মাধ্যমে জোগাড় হয়েছে। সবমিলিয়ে আপাতত সংকট কেটেছে সাহা পরিবারের । তিনি টেলিফোনে ETV ভারতকে ধন্যবাদ জানিয়েছেন । বলেন, "আপনাদের ধন্যবাদ । আপাতত সমস্যা মিটেছে । কিন্তু লকডাউন বাড়লে কী হবে জানি না? কারণ এই মাসের শেষেই আবার রক্ত লাগবে ।"

কলকাতা, 10 এপ্রিল: গোটা দেশজুড়ে চলছে কোরোনার বিরুদ্ধে লড়াই । আর দক্ষিণ কলকাতার ছোট্টো একটা বাড়িতে চলছে বাঁচার লড়াই । বিধবা মা, যমজ দুই ভাই বোনের জন্য রক্ত জোগাড় করতে না পেরে প্রহর গুনছিলেন আশঙ্কায় । ওঁরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত । খবর প্রকাশিত হয় ETV ভারতে । নজরে পড়ে লালবাজারের এক শীর্ষ পুলিশ কর্তার । আর তারপরেই হয় সমস্যার সমাধান । লকডাউনের মধ্যে দু'বোতল A নেগেটিভ রক্তের জোগান দিল রিজেন্ট পার্ক থানা । আপাতত সংকটমুক্ত হয়েছেন অনুরণ সাহা । চিন্তা মুক্ত হয়েছেন বৃদ্ধা মা শুভ্রা সাহা ।

ওঁদের লড়াইটা অন্যরকম । যেটা চলে আসছে গত 38 বছর ধরে । জন্মের পরেই বোঝা যায় অরুণিমা সাহা ও অনুরণ সাহা থ্যালাসেমিয়ায় আক্রান্ত । তারপর থেকেই শুরু হয় সাহা পরিবারের লড়াই । একটু একটু করে দিন দিন অসুস্থ হয়েছেন অনুরণ । ক্ষয়ে যেতে শুরু করেছে হাড় । অসুখ হার্টেরও । তাঁকে 15 দিন অন্তর রক্ত দিতে হয় । শেষবার রক্ত দেওয়া হয়েছিল 19 মার্চ । রক্তের গ্রুপ A নেগেটিভ । পাওয়াটাও দুষ্কর । ETV ভারতে সেই খবর প্রকাশিত হয় 2 এপ্রিল । বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলিধর শর্মার । তারপরেই সক্রিয় হন তিনি ।

রিজেন্ট পার্ক থানা যোগাযোগ করে অনুরণের মা শুভ্রা সাহার সঙ্গে । এদিকে অরুণিমার রক্তের গ্রুপ O নেগেটিভ । তাঁকেও শেষবার ওই একই দিনে রক্ত দেওয়া হয়েছিল । অরুণিমাকে রক্ত দিতে হয় 20 দিন অন্তর । শুভ্রাদেবী জানিয়েছেন অরুণিমাকে দেওয়ার জন্য রক্ত আপাতত অন্য একটি মাধ্যমে জোগাড় হয়েছে। সবমিলিয়ে আপাতত সংকট কেটেছে সাহা পরিবারের । তিনি টেলিফোনে ETV ভারতকে ধন্যবাদ জানিয়েছেন । বলেন, "আপনাদের ধন্যবাদ । আপাতত সমস্যা মিটেছে । কিন্তু লকডাউন বাড়লে কী হবে জানি না? কারণ এই মাসের শেষেই আবার রক্ত লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.