কলকাতা, 11 ডিসেম্বর: বাসে লেখা থাকে, "ব্যাগের দায়িত্ব আরোহীর" । এবার শোনা গেল, 'ব্যাগের দায়িত্ব পরীক্ষার্থীর' । পাঁচ বছর পর রাজ্যজুড়ে হওয়া টেট দিতে গিয়ে এমন কথাই শুনতে হল পরীক্ষার্থীদের । আর তা নিয়েই বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা । পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রের ভিতরে পুলিশ মোতায়েন থাকবে ৷ তাঁরা একটি টোকেনের মাধ্যমে পরীক্ষার্থীদের জিনিস জমা রাখবেন (Complications over tight security of TET Exam) । কিন্তু হেয়ার এবং হিন্দু স্কুলে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না ৷ ফলে সমস্যায় মধ্যে পড়তে হয় পরীক্ষার্থীদের ৷ তাঁদের বক্তব্য, অনেকেই পরীক্ষা দিতে একা এসেছে, সেক্ষেত্রে তাঁরা ব্যাগ রাখবেন কোথায় ? এনিয়েই সকালেই গোলমাল বাঁধে। সমস্যা তৈরি হয় বীরভূম-সহ আরও কয়েকটি জায়গায় । অশান্তি পিছু ছাড়েনি আরও একটা ব্যাপারকে কেন্দ্র করেও। তা হল, দেরিতে আসার পর ঢুকতে না-পাওয়া । পর্ষদের তরফে আগেই বলা হয়েছিল পরীক্ষা দিতে আসতে হবে সকাল 11টার মধ্যেই। কিন্তু কোনও কোনও জায়গায় পরীক্ষার্থীদের কয়েক মিনিট দেরি হয়ে যায় । আর সেখানে ঢুকতে না-পেরে বিক্ষাভ দেখান অনেকেই। অশান্তি ছড়িয়ে পড়ে হিন্দু স্কুলেও । এমনিতে পরীক্ষাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা পর্ষদের (TET Exam Tight Security) । 6টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বোলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে শ্রীনিকেতন রোড অবরোধ করেন টেট পরীক্ষার্থীরা ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ প্রশাসন পরীক্ষার্থীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ। অন্যদিকে, বোলপুর আহমেদপুর রাস্তাতেও ব্যাপক যানজট। জট কাটাতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বীরভূমে 10 হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছেন। মোট 87টি কেন্দ্র চলছে পরীক্ষা ৷ সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য এদিন পরীক্ষাকেন্দ্রগুলি সহ জেলার বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের আবহেই পাঁচ বছর বাদে আজ ফের রাজ্য জুড়ে টেট
বোলপুর উচ্চ বিদ্যালয়েও টেট পরীক্ষার কেন্দ্র রয়েছে। অভিযোগ, দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের ব্যাগ রাখাতে বাধা দেওয়া হচ্ছে ৷ প্রশাসন পরীক্ষার্থীদের সহযোগিতা করছে না, এই অভিযোগে পরীক্ষাকেন্দ্রের সামনে শ্রীনিকেতন রোড অবরোধ করে পরীক্ষার্থীরা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷ একই ভাবে, বোলপুর-আহমেদপুর রাস্তায় ব্যপক যানজটের সৃষ্টি হয় ৷ নাজেহাল হতে হয় পরীক্ষার্থীদের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সেখানেও ক্ষোভ করেন পরীক্ষার্থীরা ৷ পরে বাড়তি পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় । অন্যদিকে ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি হাইস্কুলেও ব্যাগ রাখা নিয়ে জটিলতা তৈরি হয় । পাশাপাশি এই স্কুলে অনেকে দেরিতে এসে পৌঁছন । তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় । তা নিয়েও বচসায় জড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা ।