ETV Bharat / state

নিম্নচাপের প্রভাবে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ বাড়বে তাপমাত্রা

author img

By

Published : May 29, 2021, 11:32 AM IST

আবারও অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে উত্তরপ্রদেশের পূর্বদিক ও তৎসংলগ্ন বিহারের মধ্যভাগের উপর ৷ তার জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে রাজ্যে ৷ উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি ৷ তবে কলকাতার তাপমাত্রা আগামী ক'দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিস
আলিপুর আবহাওয়া অফিস

কলকাতা, 29 মে : উত্তরপ্রদেশের পূর্বদিকে ও তৎসংলগ্ন বিহারের মধ্যভাগের উপর অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী 12 ঘণ্টায় আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।

এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । তবে কোচবিহার, আলিপুরদুয়ারের দু'জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে । আগামী তিন দিনে প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি বাড়বে তাপমাত্রা ।

আরও পড়ুন : রাজনীতি মুক্ত ত্রাণ পরিষেবা কার্যকর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে ত্রাণ' কী মাস্টার স্ট্রোক

আগামী তিন দিনে কলকাতা তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর । কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতা তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97% । কলকাতার আকাশ মেঘলা রয়েছে ।

উত্তরপ্রদেশের পূর্বদিকে ও সংলগ্ন বিহারের মধ্যভাগে ওপর অতি গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে আসছে । এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 29 মে : উত্তরপ্রদেশের পূর্বদিকে ও তৎসংলগ্ন বিহারের মধ্যভাগের উপর অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । আগামী 12 ঘণ্টায় আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।

এর প্রভাবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । তবে কোচবিহার, আলিপুরদুয়ারের দু'জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে । আগামী তিন দিনে প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি বাড়বে তাপমাত্রা ।

আরও পড়ুন : রাজনীতি মুক্ত ত্রাণ পরিষেবা কার্যকর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে ত্রাণ' কী মাস্টার স্ট্রোক

আগামী তিন দিনে কলকাতা তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর । কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতা তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97% । কলকাতার আকাশ মেঘলা রয়েছে ।

উত্তরপ্রদেশের পূর্বদিকে ও সংলগ্ন বিহারের মধ্যভাগে ওপর অতি গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে আসছে । এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.