কলকাতা, ১২ মার্চ : বাড়তে শুরু করেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী ক'দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫-এর কাছাকাছি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২-এর আশপাশে থাকবে। আগামীকাল আকাশ পরিষ্কার থাকলেও ১৪ ও ১৫ তারিখ মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে।
বঙ্গোপসাগরের উপর একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যার জেরে ১৩ ও ১৪ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ৭২ ঘণ্টা গরম বাড়বে। সঙ্গে সামান্য বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আগামী ২৪ ঘন্টা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। তারপর দু'দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়া আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।