ETV Bharat / state

কলকাতায় বাড়ল তাপমাত্রা, দক্ষিণবঙ্গের 3 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস । আজ 1 ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস । অন্যদিকে, পুরুলিয়া ,বীরভূম ও মুর্শিদাবাদে আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।

Weather report
আবহাওয়া
author img

By

Published : Dec 23, 2020, 11:12 AM IST

Updated : Dec 23, 2020, 11:47 AM IST

কলকাতা , 23 ডিসেম্বর : কলকাতায় কিছুটা হলেও বাড়ল তাপমাত্রা । তবে শীতের আমেজ বজায় থাকবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে গোটা ডিসেম্বর মাসজুড়ে । আজও দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস । আজ তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে কলকাতার তাপমাত্রা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস । সকালে ও সন্ধেয় হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম থাকবে । পুরুলিয়া ,বীরভূম ও মুর্শিদাবাদে আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে । আগামী বৃহস্পতিবার দিল্লি , পঞ্জাব ,হরিয়ানা ও চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । উত্তরপ্রদেশে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন, শীত পড়তেই ঘাটালে পরিযায়ী পাখির আনাগোনা শুরু

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 52 শতাংশ ।

কলকাতা , 23 ডিসেম্বর : কলকাতায় কিছুটা হলেও বাড়ল তাপমাত্রা । তবে শীতের আমেজ বজায় থাকবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেলেও কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে গোটা ডিসেম্বর মাসজুড়ে । আজও দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস । আজ তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে কলকাতার তাপমাত্রা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস । সকালে ও সন্ধেয় হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম থাকবে । পুরুলিয়া ,বীরভূম ও মুর্শিদাবাদে আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে । আগামী বৃহস্পতিবার দিল্লি , পঞ্জাব ,হরিয়ানা ও চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে মৌসম ভবন । অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । উত্তরপ্রদেশে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন, শীত পড়তেই ঘাটালে পরিযায়ী পাখির আনাগোনা শুরু

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 52 শতাংশ ।

Last Updated : Dec 23, 2020, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.