কলকাতা, 15 এপ্রিল : বৈশাখের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের আধিকারিক মলয় বোস রায়চৌধুরি বলেন, "আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি। এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বৈশাখের দাবদাহ থেকে এখনই রেহাই মিলছে না। তবে আগামী 24 ঘণ্টায় নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।" তিনি আরও বলেন, "উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।"