ETV Bharat / state

নামল পারদ, সোমবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা - state

মেঘ কাটতেই কমল তাপমাত্রা। প্রায় সব জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ-ছয় ডিগ্রি করে কমেছে। আগামী সোমবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

ঝড়-বৃষ্টির সম্ভাবনা
author img

By

Published : Mar 2, 2019, 12:52 PM IST

কলকাতা, ২ মার্চ : মেঘ কাটতেই কমল তাপমাত্রা। প্রায় সব জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ-ছয় ডিগ্রি করে কমেছে। আগামী সোমবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আকাশ পরিষ্কার হতেই গতকাল থেকে ঝকঝকে রোদের দেখা মিলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে পারদও নেমেছে বেশ খানিকটা। ফলে শীতের আমেজ ফিরে এসেছে রাজ্যে। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি, এটিও স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। পাশাপাশি শিলিগুড়িতে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, পুরুলিয়া ১১.৪ ডিগ্রি, ব্যারাকপুর ১৩ ডিগ্রি ও বাঁকুড়া ১৩.৭ ডিগ্রি ছিল বলে জানা গেছে।

আগামী সোমবার ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। বুধবার সিকিমসহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

undefined

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশা ও তার সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে কী জন্য এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি আবার তৈরি হচ্ছে তা আজ বিকেলের পর ভালোভাবে বোঝা যাবে বলে মনে করছে আবাহাওয়া অফিস।

কলকাতা, ২ মার্চ : মেঘ কাটতেই কমল তাপমাত্রা। প্রায় সব জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ-ছয় ডিগ্রি করে কমেছে। আগামী সোমবার থেকে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আকাশ পরিষ্কার হতেই গতকাল থেকে ঝকঝকে রোদের দেখা মিলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে পারদও নেমেছে বেশ খানিকটা। ফলে শীতের আমেজ ফিরে এসেছে রাজ্যে। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি, এটিও স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। পাশাপাশি শিলিগুড়িতে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, পুরুলিয়া ১১.৪ ডিগ্রি, ব্যারাকপুর ১৩ ডিগ্রি ও বাঁকুড়া ১৩.৭ ডিগ্রি ছিল বলে জানা গেছে।

আগামী সোমবার ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। বুধবার সিকিমসহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

undefined

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ওড়িশা ও তার সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে কী জন্য এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি আবার তৈরি হচ্ছে তা আজ বিকেলের পর ভালোভাবে বোঝা যাবে বলে মনে করছে আবাহাওয়া অফিস।

Intro:ময়দানের আশেপাশের ছবি। Body:ময়দানের আশেপাশের ছবি Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.