ETV Bharat / state

কমল তাপমাত্রার পারদ, মরশুমের শীতলতম দিন আজ - temperature came down

কমল তাপমাত্রার পারদ ৷ চলতি মরশুমের শীতলতম দিন আজ ৷ শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামল 15.9 ডিগ্রি সেলসিয়াসে ৷

image
কমল তাপমাত্রা
author img

By

Published : Dec 5, 2019, 12:01 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : আজ চলতি মরশুমের শীতলতম দিন । 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার পারদ । দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে 15.9 ডিগ্রি সেলসিয়াসে । তবে আবহওয়া দপ্তর সূত্রে খবর, এই শীতের আমেজ বেশিদিন থাকবে না । আগামী 24 ঘণ্টা শীতের আমেজ থাকলেও সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়তে পারে । কাল ও পরশু থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বাতাসের জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই ।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপমাত্রার পারদ কমেছে । একনজরে কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা - আসানসোল 13.8, বালুরঘাট 16.2, বাঁকুড়া 15.4, ব্যারাকপুর 15.1, বর্ধমান 15, পুরুলিয়া 14, পানাগড় 13.8, মালদা 15.8, কৃষ্ণনগর 16.8, দিঘা 16.6 ডিগ্রি সেলসিয়াস ৷

একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমেছে তাপমাত্রার পারদ ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 5.2 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 14.9, কালিম্পং 6.5, কোচবিহার 11.1, শিলিগুড়ি 12.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘণ্টা কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

কলকাতা, 5 ডিসেম্বর : আজ চলতি মরশুমের শীতলতম দিন । 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার পারদ । দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে 15.9 ডিগ্রি সেলসিয়াসে । তবে আবহওয়া দপ্তর সূত্রে খবর, এই শীতের আমেজ বেশিদিন থাকবে না । আগামী 24 ঘণ্টা শীতের আমেজ থাকলেও সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়তে পারে । কাল ও পরশু থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বাতাসের জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই ।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপমাত্রার পারদ কমেছে । একনজরে কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা - আসানসোল 13.8, বালুরঘাট 16.2, বাঁকুড়া 15.4, ব্যারাকপুর 15.1, বর্ধমান 15, পুরুলিয়া 14, পানাগড় 13.8, মালদা 15.8, কৃষ্ণনগর 16.8, দিঘা 16.6 ডিগ্রি সেলসিয়াস ৷

একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমেছে তাপমাত্রার পারদ ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 5.2 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 14.9, কালিম্পং 6.5, কোচবিহার 11.1, শিলিগুড়ি 12.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘণ্টা কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

Intro:আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেবে 15.9 সেলসিয়াসে। 16 ডিগ্রী সেলসিয়াস এর থেকে নিচে নামল কলকাতার পারদ। তবে এই শীতের আমেজ টানা থাকবে না। আগামী 24 ঘন্টা তো শীতের আমেজ থাকলেও সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসের জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।


Body:দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ তাপমাত্রার পারদ কমেছে। একনজরে কিছু জেলার সর্বনিম্ন তাপমাত্রা আসানসোল 13.8 বাঘাটি 15 বালুরঘাট 16.2 বাঁকুড়া 15.4 ব্যারাকপুর 15.1 বর্ধমান 15 শ্রীনিকেতন 12.5 পুরুলিয়া 14 পানাগর 13.8 মালদা 15.8 কৃষ্ণনগর 16.8 দিঘা 16.6


Conclusion:উত্তরবঙ্গের জেলাগুলো তে সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং 5.2 জলপাইগুড়ি 14.9 কালিম্পং 6.5 কোচবিহার 11.1 শিলিগুড়ি 12.2 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 24 ঘন্টা কলকাতা মূলত পরিষ্কার আকাশ থাকবে। আগামী 24 ঘন্টা কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতায় 15.9 ডিগ্রী সেলসিয়াস।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.