কলকাতা, 15 সেপ্টেম্বর : অভিভাবকের প্রত্যাশার চাপ সহ্য না করতে পেরে আরও একটি তাজা প্রাণ ঝরল । নিচু তলার পুলিশকর্মী বাবা চেয়েছিলেন মেয়ে IPS অফিসার হোক । তার জন্য চাপ দেওয়া শুরু হয়েছিল 13 বছর বয়স থেকেই । সেই চাপ নিতে পারেনি কিশোরী । আজ দুপুরে পুলিশ আবাসনের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে । ঘটনায় শোকের ছায়া পুলিশ আবাসনে ।
আজ দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানা লাগোয়া পুলিশ আবাসনে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায় । তড়িঘড়ি আবাসনের বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় তলায় পড়ে রয়েছে 13 বছরের অদ্রিজা মণ্ডল। সে ওই আবাসনেরই বাসিন্দা। সপ্তম শ্রেণীর ছাত্রী । তড়িঘড়ি তাকে NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ততক্ষণে খবর পেয়ে গেছেন লালবাজারের কম্পিউটার বিভাগে কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বাবা । হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তিনি । কিশোরী মেয়ে যে এমন ঘটনা ঘটাতে পারে ভাবতেও পারেনি ওই পুলিশ কর্মী । ঘটনার তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ।
থানা সূত্রে খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই উদ্ধার করেছেন সুইসাইড নোট । সেখানে অদ্রিজা লিখেছে, “অনেক চেষ্টা করেও পরীক্ষার ফল ভালো হয়নি । আমার মৃত্যুর কারণ অবসাদ । এটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি । দুঃখের বিষয়, আমি IPS হতে পারব না । আমার এই সিদ্ধান্তের জন্য দুঃখিত । বিদায় ।" এমন সুইসাইড-নোট থেকেই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন তার উপর IPS হওয়ার জন্য চাপ ছিল । যদিও এই সুইসাইড নোটের বিষয়টি সরকারিভাবে স্বীকার করেনি পুলিশ ।
IPS হওয়ার চাপ পুলিশকর্মী বাবার , আত্মঘাতী কিশোরী - আর্মহাস্ট স্ট্রিটের পুলিশ আবাসনের 10 তলা থেকে ঝাঁপ কিশোরীর
আজ দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানা লাগোয়া পুলিশ আবাসনে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায় ।
কলকাতা, 15 সেপ্টেম্বর : অভিভাবকের প্রত্যাশার চাপ সহ্য না করতে পেরে আরও একটি তাজা প্রাণ ঝরল । নিচু তলার পুলিশকর্মী বাবা চেয়েছিলেন মেয়ে IPS অফিসার হোক । তার জন্য চাপ দেওয়া শুরু হয়েছিল 13 বছর বয়স থেকেই । সেই চাপ নিতে পারেনি কিশোরী । আজ দুপুরে পুলিশ আবাসনের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে । ঘটনায় শোকের ছায়া পুলিশ আবাসনে ।
আজ দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানা লাগোয়া পুলিশ আবাসনে ভারী কিছু পড়ার আওয়াজ শোনা যায় । তড়িঘড়ি আবাসনের বাসিন্দারা দেখেন রক্তাক্ত অবস্থায় তলায় পড়ে রয়েছে 13 বছরের অদ্রিজা মণ্ডল। সে ওই আবাসনেরই বাসিন্দা। সপ্তম শ্রেণীর ছাত্রী । তড়িঘড়ি তাকে NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ততক্ষণে খবর পেয়ে গেছেন লালবাজারের কম্পিউটার বিভাগে কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বাবা । হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন তিনি । কিশোরী মেয়ে যে এমন ঘটনা ঘটাতে পারে ভাবতেও পারেনি ওই পুলিশ কর্মী । ঘটনার তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ।
থানা সূত্রে খবর, তদন্তকারীরা ইতিমধ্যেই উদ্ধার করেছেন সুইসাইড নোট । সেখানে অদ্রিজা লিখেছে, “অনেক চেষ্টা করেও পরীক্ষার ফল ভালো হয়নি । আমার মৃত্যুর কারণ অবসাদ । এটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি । দুঃখের বিষয়, আমি IPS হতে পারব না । আমার এই সিদ্ধান্তের জন্য দুঃখিত । বিদায় ।" এমন সুইসাইড-নোট থেকেই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন তার উপর IPS হওয়ার জন্য চাপ ছিল । যদিও এই সুইসাইড নোটের বিষয়টি সরকারিভাবে স্বীকার করেনি পুলিশ ।
TAGGED:
amharst street