ETV Bharat / state

অহিংস পথে প্রতিবাদের বার্তা নিয়ে পথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-পড়ুয়ারা - protest in kolkata against nrc and caa

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ ও আলিগড় ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর পুলিশের আক্রমণের ঘটনার দিনই মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদ মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তারপরের দিনও পার্কসার্কাস থেকে প্রতিবাদ মিছিল করেন তাঁরা । মিছিল থেকে অহিংস পথে প্রতিবাদ করার বার্তা দেন ৷

protest
প্রতিবাদ
author img

By

Published : Dec 17, 2019, 10:39 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: অহিংস পদ্ধতিতে প্রতিবাদ জানানোর বার্তা দিতে এগিয়ে এলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা । আজ তাঁরা পার্ক সার্কাসে আলিয়ার প্রধান ক্যাম্পাস থেকে মিছিল করেন লেডিস পার্ক পর্যন্ত । মিছিল থেকে তাঁরা অহিংস পদ্ধতিতে দুই আইনের বিরোধীতা করার আহ্বান জানান ৷ রাস্তার একধারে মানববন্ধন করে প্রতিবাদ জানান CAA, NRC-এর ৷ মিছিল থেকে জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতি সংহতিও জানান তাঁরা ।

bb
মিছিলে জমায়েত পড়ুয়া ও শিক্ষকদের

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ ও আলিগড় ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর পুলিশের আক্রমণের ঘটনার দিনই মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদ মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তারপরের দিনও পার্ক সার্কাস থেকে প্রতিবাদ মিছিল করেন তাঁরা । আজ পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদে সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা । আজ দুপুর দেড়টা নাগাদ ক্যাম্পাস থেকে একটি লাইন করে লেডিস পার্ক পর্যন্ত মিছিল করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা । মিছিলে স্লোগান দেওয়া হয়নি । তাঁদের হাতে ছিল দাবি লেখা প্ল্যাকার্ড । 'No NRC, No CAA', 'জাতীয়তাবাদ বজায় থাক', 'সাম্প্রদায়িকতা নিপাত যাক', লেখা ছিল প্ল্যাকার্ড । অনেকের হাতে ছিল মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি । ছিল ভারতের জাতীয় পতাকাও । সবমিলিয়ে CAA, NRC-র বিরোধিতা করলেও তা শান্তিপূর্ণভাবে করার বার্তা দেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-শিক্ষকরা ।

aa
মানববন্ধনে সামিল হয়েছেন সকলে

মিছিল থেকে মোট চারটি দাবি তোলা হয় । সেই দাবিগুলি নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ তাজুদ্দিন আহমেদ বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল আমরা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী বলেই মনে করছি । এতে একটি বিশেষ মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ‌। আমরাও সেই প্রতিবাদে শামিল হয়েছি ।" এছাড়াও NRC নিয়ে সারা দেশে যে আতঙ্ক তৈরি হয়েছে তারও প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে ৷ এছাড়াও অহিংস পথে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কথা বলেন তিনি ৷ তিনি আরও বলেন, "আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়াতে যে পুলিশি বর্বরতা আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত লজ্জাজনক ৷ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক । আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি।" সহমত পোষণ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালেয়র ইংরেজি বিভাগের এক ছাত্রীও ৷ ছাত্রী রিফাত বলেন, " আমরা সবাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী । এটা আমাদের সংবিধান বিরোধী ৷ একটা নির্দিষ্ট কমিউনিটিকে আলাদা করে দেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে হাত ধরে আমরা মানববন্ধন করছি । আমরা কঠোরভাবে জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর আক্রমণেরও নিন্দা করছি ৷

cc
প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ

লেডিস পার্ক থেকে আবার মিছিল করে ক্যাম্পাসে ফিরে যান অংশগ্রহণকারীরা । সেখানে জমায়েত করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা । গাওয়া হয় জাতীয় সংগীতও । এরপরে সকলে মিলে শপথ নেন তাঁরা ৷

aa
জাতীয় পতাকা হাতে প্রতিবাদে সামিল

কলকাতা, 17 ডিসেম্বর: অহিংস পদ্ধতিতে প্রতিবাদ জানানোর বার্তা দিতে এগিয়ে এলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা । আজ তাঁরা পার্ক সার্কাসে আলিয়ার প্রধান ক্যাম্পাস থেকে মিছিল করেন লেডিস পার্ক পর্যন্ত । মিছিল থেকে তাঁরা অহিংস পদ্ধতিতে দুই আইনের বিরোধীতা করার আহ্বান জানান ৷ রাস্তার একধারে মানববন্ধন করে প্রতিবাদ জানান CAA, NRC-এর ৷ মিছিল থেকে জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতি সংহতিও জানান তাঁরা ।

bb
মিছিলে জমায়েত পড়ুয়া ও শিক্ষকদের

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ ও আলিগড় ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর পুলিশের আক্রমণের ঘটনার দিনই মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদ মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । তারপরের দিনও পার্ক সার্কাস থেকে প্রতিবাদ মিছিল করেন তাঁরা । আজ পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদে সামিল হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা । আজ দুপুর দেড়টা নাগাদ ক্যাম্পাস থেকে একটি লাইন করে লেডিস পার্ক পর্যন্ত মিছিল করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা । মিছিলে স্লোগান দেওয়া হয়নি । তাঁদের হাতে ছিল দাবি লেখা প্ল্যাকার্ড । 'No NRC, No CAA', 'জাতীয়তাবাদ বজায় থাক', 'সাম্প্রদায়িকতা নিপাত যাক', লেখা ছিল প্ল্যাকার্ড । অনেকের হাতে ছিল মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি । ছিল ভারতের জাতীয় পতাকাও । সবমিলিয়ে CAA, NRC-র বিরোধিতা করলেও তা শান্তিপূর্ণভাবে করার বার্তা দেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-শিক্ষকরা ।

aa
মানববন্ধনে সামিল হয়েছেন সকলে

মিছিল থেকে মোট চারটি দাবি তোলা হয় । সেই দাবিগুলি নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ তাজুদ্দিন আহমেদ বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল আমরা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী বলেই মনে করছি । এতে একটি বিশেষ মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে ‌। আমরাও সেই প্রতিবাদে শামিল হয়েছি ।" এছাড়াও NRC নিয়ে সারা দেশে যে আতঙ্ক তৈরি হয়েছে তারও প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে ৷ এছাড়াও অহিংস পথে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কথা বলেন তিনি ৷ তিনি আরও বলেন, "আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়াতে যে পুলিশি বর্বরতা আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত লজ্জাজনক ৷ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক । আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি।" সহমত পোষণ করেছেন আলিয়া বিশ্ববিদ্যালেয়র ইংরেজি বিভাগের এক ছাত্রীও ৷ ছাত্রী রিফাত বলেন, " আমরা সবাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী । এটা আমাদের সংবিধান বিরোধী ৷ একটা নির্দিষ্ট কমিউনিটিকে আলাদা করে দেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে হাত ধরে আমরা মানববন্ধন করছি । আমরা কঠোরভাবে জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর আক্রমণেরও নিন্দা করছি ৷

cc
প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ

লেডিস পার্ক থেকে আবার মিছিল করে ক্যাম্পাসে ফিরে যান অংশগ্রহণকারীরা । সেখানে জমায়েত করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা । গাওয়া হয় জাতীয় সংগীতও । এরপরে সকলে মিলে শপথ নেন তাঁরা ৷

aa
জাতীয় পতাকা হাতে প্রতিবাদে সামিল
Intro:কলকাতা, 17 ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ‍্য। সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, রাস্তা অবরোধ, ভাঙচুর নিত‍্যদিনের ঘটনা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেও তা নিয়ে সহিংস নয়, অহিংস পদ্ধতিতে প্রতিবাদ জানানোর বার্তা দিতে এগিয়ে এলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। আজ তাঁরা পার্কসার্কাসে আলিয়ার প্রধান ক‍্যাম্পাস থেকে মিছিল করেন লেডিস পার্ক পর্যন্ত। সেখানে তাঁরা রাস্তার একধারে মানববন্ধন করে প্রতিবাদ জানান CAA, NRC-র বিরুদ্ধে। মিছিল থেকে জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতি সংহতিও জানান তাঁরা।


Body:জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণ ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর পুলিশের আক্রমণের ঘটনা ঘটার দিনই মধ‍্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদ মিছিল করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারপরের দিনও পার্কসার্কাস থেকে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। আজ পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদে সামিল হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারিরা। আজ দুপুর দেড়টা নাগাদ ক‍্যাম্পাস থেকে একটি লাইন করে শান্তভাবে লেডিস পার্ক পর্যন্ত মিছিল করেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা। মিছিলে স্লোগান পর্যন্ত দেওয়া হয়নি। তাঁদের হাতে ছিল দাবি লেখা প্ল‍্যাকার্ড। 'No NRC, No CAA', 'জাতীয়তাবাদ বজায় থাক', 'সাম্প্রদায়িকতা নিপাত যাক', এই রকমই দাবি লেখা ছিল প্ল‍্যাকার্ডে। অনেকের হাতে ছির মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ছিল ভারতের জাতীয় পতাকাও। সবমিলিয়ে CAA, NRC-র বিরোধিতা করলেও তা শান্তিপূর্ণভাবে করার বার্তা দেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-শিক্ষকরা।

আজকের মিছিল থেকে মোট চারটি দাবি তোলা হয়। সেই দাবিগুলি নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ‍্যাপক ডঃ তাজুদ্দিন আহমেদ বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল যেটা পাশ হয়েছে খুব সম্প্রতি সেটাকে আমরা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী বলেই মনে করি। এতে একটি বিশেষ মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে‌। গোটা দেশ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরাও সেই প্রতিবাদে শামিল হয়েছি। দ্বিতীয়ত, প্রস্তাবিত NRC নিয়ে সারা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা সেটারও প্রতিবাদ জানাচ্ছি। তৃতীয়ত, প্রতিবাদ ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে। আমরা চাই, সমস্ত রকম প্রতিবাদ শান্তিপূর্ণভাবে ও অহিংসভাবে হোক। হিংসার পথ দেখাবার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। চতুর্থত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়াতে যে পুলিশি বর্বরতা আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত লজ্জাজনক, গণতন্ত্রের পক্ষে বিপদজনক। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি।"

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী রিফাত বলেন, " আমরা সবাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী। এটা আমাদের সংবিধান বিরোধী যে, একটা নির্দিষ্ট কমিউনিটিকে আলাদা করে দেওয়া। এভাবে ভারত কাজ করতে পারে না। আজকে আমরা যে মিছিলটি করছি সেটা শান্তি মিছিল। সবাই মিলে একসঙ্গে হাত ধরে আমরা মানববন্ধন করছি। আমরা কঠোরভাবে নিন্দা করছি জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর আক্রমণের। পড়ুয়াদের উপর আক্রমণ করা হচ্ছে। ভারতের এই রকম হওয়া উচিত নয়। আমরা ভুলে যাচ্ছি নিরপেক্ষতা, গণতন্ত্র, যার উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে রয়েছে। সেটার জন্য আগেও আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি, আজকেও জানাচ্ছি‌।"

লেডিস পার্ক থেকে আবার মিছিল করে ক্যাম্পাসে ফিরে যান মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে জমায়েত করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা। গাওয়া হয় জাতীয় সংগীতও। তারপরে সকলে মিলে শপথ নেন, " আমরা কোনওভাবেই কোনও গুজবে কান দেব না, গুজব ছড়াবো না। আমরা কোনও ধরনের হিংসা বা তদজাতীয় কর্মে অংশগ্রহণ করব না। ছাত্র-ছাত্রীদের প্রতি যে নিপীড়ন হয়েছে তাকে আমরা ধিক্কার জানাই। CAA এবং NRC প্রত্যাহার করুন এই দাবি জানাই। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।" যদিও, সংবিধানের প্রস্তাবনা পাঠ করানোর পরে এক অধ‍্যাপিকা স্লোগান দেন, "জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।"তার সঙ্গে সঙ্গে এই স্লোগান আওড়ান পড়ুয়া ও অন‍্যান‍্য শিক্ষকরা।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.