কলকাতা , 26 জুন : ভাড়া বৃদ্ধি নিয়ে এবার প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিল ট্যাক্সি মালিক সংগঠনগুলি । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, ভাড়া বাড়ানো না হলে আর্থিক অনটনের মুখে পড়ে যদি কোনও চালক বা মালিক আত্মহত্যার পথ বেছে নেন তাহলে দায়ি থাকবে সরকার ।
লকডাউনের মাঝে ও পরে যাত্রীদের সুবিধার জন্য পুরানো ভাড়াতেই চলছে ট্যাক্সি । তবে যাত্রী খুব বেশি হচ্ছে না । তার উপর ঊর্ধ্বমুখী জ্বালানির দাম । এবার পেট্রলের চেয়ে দাম বেড়েছে ডিজ়েলের । এই পরিস্থিতিতে ট্যাক্সি মালিক সংগঠনগুলি ভাড়া বাড়ানোর দাবিতে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে 25 জুন পর্যন্ত মেয়াদ বেঁধে দিয়েছিল । এই প্রসঙ্গে বিমল কুমার গুহ বলেন , "আমরা পরিবহন মন্ত্রী , সচিব এবং অ্যাডিশনাল ডিরেক্টর অমিতাভ সেনগুপ্তকে চিঠিতে বলে দিয়েছিলাম 25 জুন থেকে যদি ভাড়া বৃদ্ধি না হয় তাহলে 26 জুন থেকে কোনও ট্যাক্সি চলবে না । "
তবে সেই মেয়াদ আবার 14 জুলাই পর্যন্ত বাড়ালেন তাঁরা । 14 জুলাইয়ের মধ্যে ভাড়া বাড়ানো না হলে ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে । এই বিষয়ে বিমল কুমার গুহ-র বক্তব্য , "বৃহস্পতিবার অমিতাভ সেনগুপ্ত মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট , বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন , প্রগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে আধিকারিকেরা আমাদের কাছে এক মাস সময় চেয়ে নিয়েছেন । সেই সময় আমরা দিয়েছি । তবে আমরা পরিষ্কার জানিয়েছি যে আগামী মাসের 14 তারিখের মধ্যে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও মীমাংসা না হলে 16 জুলাই থেকে আর একটিও ট্যাক্সি পথে নামবে না । তারপর আমরা বৃহত্তর আন্দোলনে নামব । যেভাবে তেলের দাম বাড়ছে তাতে আমরা আর ট্যাক্সি চালাতে পারছি না । "
তিনি আরও বলেন , "আগামী শনিবার সবকটি ট্যাক্সি সংগঠন নিজেদের মধ্যে ভিডিয়ো কনফারেন্স করবেন । সেখানে ভাড়া বৃদ্ধির খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে ।"
AITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক ও কনভেনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন , "লকডাউনের মধ্যেও নিজেদের কথা না ভেবেই চালক ও মালিকরা পরিষেবা দিয়ে গেছে । এই মাস থেকে যখন আবার পথে ট্যাক্সি নেমেছে তখন যাত্রী হচ্ছে না বললেই চলে । তার উপর দোসর হয়েছে তেলের ঊর্ধ্বমুখী দাম । আমাদের পক্ষে পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে উঠছে । তাই অবিলম্বে ট্যাক্সি ভাড়া না বাড়ালে পরিষেবা বন্ধ করে দিতে হবে ।"