ETV Bharat / state

Tathagata Roy on BJP: ‘‘নিচুতলার কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছে’’, বিস্ফোরক টুইট তথাগত'র

author img

By

Published : Nov 30, 2021, 12:52 PM IST

বিজেপির নিচুতলার বহু কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে ৷ আজ এক বিজেপি সমর্থকের বক্তব্যকে তুলে ধরে এমনই অভিযোগ করলেন তথাগত রায় (Tathagata Roys Tweet on Cause of BJPs Failure) ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, প্রশান্ত কিশোরের সংস্থার তরফে বেতন দিয়ে এমনই অনেককে বিজেপিতে ঢোকানো হয়েছে (BJPs Failure in Assembly Election) ৷

Tathagata Roys Tweet on Cause of BJPs Failure
‘‘নিচুতলার কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছে’’, বিস্ফোরক টুইট তথাগতর

কলকাতা, 30 নভেম্বর : রাজ্য বিজেপি থেকে আপাতত দূরে থাকার কথা বললেও, তথাগত রায় কাজে যে সেটা করতে পারছেন না ৷ তা আরও একবার স্পষ্ট হয়ে গেল তথাগতর টুইটার পোস্টে ৷ এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য টুইটারে তুলে ধরলেন তিনি (Tathagata Roys Tweet on Cause of BJPs Failure) ৷ যেখানে দাবি করা হয়েছে, বিজেপির নিচুতলায় বহু কর্মী রয়েছেন ৷ যাঁরা আসলে তৃণমূলের বেতনভুক ৷ ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাঁদের বেতন দেন, বিজেপিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷

বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভরাডুবির পর রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy on BJP) ৷ এমনকি দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির বহু শীর্ষনেতাকে সরাসরি আক্রমণও করেছেন তথাগত ৷ বারবার অভিযোগ করেছিলেন, দলের মধ্যে বহু বেনোজল ঢুকেছে (BJPs Failure in Assembly Election) ৷ এবার তাঁর সেই দাবির স্বপক্ষে এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরলেন তিনি ৷ অন্তত এমনটাই জানিয়েছেন তথাগত রায় ৷

  • পাশের গ্রামে বাড়ি তাকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনো নিচের তলায় এরকম অনেক PKর মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতা না খুবই অসম্ভব “|

    — Tathagata Roy (@tathagata2) November 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

ওই টুইটে তথাগত রায় লিখেছেন, ‘‘একজন বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া ৷’’ এর পরেই সরাসরি সেই বক্তব্য তুলে ধরেছেন তথাগত ৷ যেখানে লেখা, ‘‘স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না ৷ আমাদের এখানে পাশের গ্রামের একজন আমাকে বলছিল 2021 বিধানসভা ভোটের আগে PK’র টিম অনেকেই ফোন করছিল ৷ আমাদের এখানকার একজন শিক্ষিত যুবককে ফোন করেছিল ৷ আমাদের পাশের গ্রামে বাড়ি ৷ তাঁকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে, বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷ তাই আমার মনে হয় বিজেপিতে এখনও নিচের তলায় এ রকম অনেক PK’র মাইনে দেওয়া কর্মী আছে ৷ যতদিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপিকে জেতানো খুবই অসম্ভব ৷’’

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

তথাগত এই টুইট রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও ট্যাগ করেছেন ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে বিজেপির বিপর্যয় নিয়ে একাধিক কারণকে তুলে ধরেছিলেন তথাগত ৷ যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি মহিলা সঙ্গের অভিযোগ করেন তিনি ৷ আবার কখনও ভোটের আগে লাগামহীনভাবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের বিষয় নিয়েও শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন তথাগত ৷ এবার সেই তালিকায় যোগ হল বিজেপির নিচুতলার বহু কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে ৷

কলকাতা, 30 নভেম্বর : রাজ্য বিজেপি থেকে আপাতত দূরে থাকার কথা বললেও, তথাগত রায় কাজে যে সেটা করতে পারছেন না ৷ তা আরও একবার স্পষ্ট হয়ে গেল তথাগতর টুইটার পোস্টে ৷ এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য টুইটারে তুলে ধরলেন তিনি (Tathagata Roys Tweet on Cause of BJPs Failure) ৷ যেখানে দাবি করা হয়েছে, বিজেপির নিচুতলায় বহু কর্মী রয়েছেন ৷ যাঁরা আসলে তৃণমূলের বেতনভুক ৷ ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাঁদের বেতন দেন, বিজেপিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷

বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভরাডুবির পর রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy on BJP) ৷ এমনকি দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির বহু শীর্ষনেতাকে সরাসরি আক্রমণও করেছেন তথাগত ৷ বারবার অভিযোগ করেছিলেন, দলের মধ্যে বহু বেনোজল ঢুকেছে (BJPs Failure in Assembly Election) ৷ এবার তাঁর সেই দাবির স্বপক্ষে এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরলেন তিনি ৷ অন্তত এমনটাই জানিয়েছেন তথাগত রায় ৷

  • পাশের গ্রামে বাড়ি তাকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনো নিচের তলায় এরকম অনেক PKর মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতা না খুবই অসম্ভব “|

    — Tathagata Roy (@tathagata2) November 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

ওই টুইটে তথাগত রায় লিখেছেন, ‘‘একজন বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া ৷’’ এর পরেই সরাসরি সেই বক্তব্য তুলে ধরেছেন তথাগত ৷ যেখানে লেখা, ‘‘স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না ৷ আমাদের এখানে পাশের গ্রামের একজন আমাকে বলছিল 2021 বিধানসভা ভোটের আগে PK’র টিম অনেকেই ফোন করছিল ৷ আমাদের এখানকার একজন শিক্ষিত যুবককে ফোন করেছিল ৷ আমাদের পাশের গ্রামে বাড়ি ৷ তাঁকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে, বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷ তাই আমার মনে হয় বিজেপিতে এখনও নিচের তলায় এ রকম অনেক PK’র মাইনে দেওয়া কর্মী আছে ৷ যতদিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপিকে জেতানো খুবই অসম্ভব ৷’’

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

তথাগত এই টুইট রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও ট্যাগ করেছেন ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে বিজেপির বিপর্যয় নিয়ে একাধিক কারণকে তুলে ধরেছিলেন তথাগত ৷ যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি মহিলা সঙ্গের অভিযোগ করেন তিনি ৷ আবার কখনও ভোটের আগে লাগামহীনভাবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের বিষয় নিয়েও শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন তথাগত ৷ এবার সেই তালিকায় যোগ হল বিজেপির নিচুতলার বহু কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.