ETV Bharat / state

Chinese Garlic in Kolkata Market: নিষিদ্ধ চিনা রসুনে ছেয়েছে কলকাতার বাজার, খেলে হতে পারে ক্যানসার - নিষিদ্ধ চিনা রসুনে চেয়েছে কলকাতার বাজার

পেঁয়াজের দরদাম নিয়ন্ত্রণ করতে সোমবার গড়িয়াহাট বাজারে গিয়েছিলেন নবান্নের টাস্ক ফোর্সের আধিকারিকরা ৷ সেখানে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ ! বাজার ছেয়ে গিয়েছে নিষিদ্ধ চিনা রসুনে ৷

Etv Bharat
চিনা রসুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:43 PM IST

Updated : Nov 7, 2023, 6:37 AM IST

কলকাতার বাজারে চিনা রসুন

কলকাতা, 6 নভেম্বর: পেঁয়াজের দাম দেখতে গিয়ে চোখে পড়ল চিন থেকে আসা নিষিদ্ধ রসুন । কলকাতার গড়িয়াহাট বাজারে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ সেই রসুন। সেই ঘটনায় হাতেনাতে ধরলেন নবান্নের টাস্কফোর্সের কর্তারা । বিক্রি বন্ধ না-করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে, সোমবার বাজার পরিদর্শনে বেরিয়ে এমনটাই জানালেন টাস্ক ফোর্সের কর্তা রবীন্দ্রনাথ কোলে।

কলকাতার বাজারে হু হু করে বাড়ছিল পেঁয়াজের দাম ৷ ঊর্ধ্বমুখী আদা-রসুনও। লাগাতার বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম দিতে শুরু হয়েছে বাজারে-বাজারে টাস্কফোর্সের হানা। এদিন লেক মার্কেট ও গড়িয়াহাট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। লেক মার্কেটে সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও পেঁয়াজের দাম এখনও কমেনি । পাইকারি বাজারে 37 টাকা কেজি হলেও বিক্রেতারা চড়া দামে বিক্রি করছে ।

গড়িয়াহাট বাজারে ঢুকতেই দোকানে দোকানে পেঁয়াজের পাশেই রসুন দেখে চোখ কপালে ওঠে টাস্কফোর্স কর্তাদের । সস্তায় দেদার বিকোচ্ছে নিষিদ্ধ চিনা রসুন । দেশে উৎপাদিত রসুনের দাম এখন 300-350 টাকা কেজি । অন্যদিকে এই নিষিদ্ধ চিনা রসুন প্রায় অর্ধেক দাম মাত্র 160-180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে । এই সস্তার নিষিদ্ধ রসুন থেকে মারণ ক্যানসার রোগ হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা ।

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিকিৎসক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, "এই রসুনে নিম্নমানের সার ব্যবহার করা হয় । লালচে ভাব কাটাতে দেওয়া হয় রাসায়নিক । যার বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে মানবদেহে।"

এদিকে নিষিদ্ধ চিনা রসুন বিক্রেতাদের সতর্ক করে টাস্ক ফোর্সের সদস্যরা। তারা হুঁশিয়ারি দেন যাতে অবিলম্বে এই রসুন বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা । না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । এই বিষয়ে টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, গড়িয়াহাট মার্কেটে কিছু দোকানদার চিনা রসুন বিক্রি করছে । তাদের সতর্ক করা হয়েছে । চিনা রসুন খেলে ক্যানসার হাওয়ার সম্ভাবনা থাকে । তাই সেটা নিষিদ্ধ । সেটা বিক্রি করা যাবে না ।

আরও পড়ুন : পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে সংরক্ষণ জরুরি, দাবি চাষীদের

কলকাতার বাজারে চিনা রসুন

কলকাতা, 6 নভেম্বর: পেঁয়াজের দাম দেখতে গিয়ে চোখে পড়ল চিন থেকে আসা নিষিদ্ধ রসুন । কলকাতার গড়িয়াহাট বাজারে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ সেই রসুন। সেই ঘটনায় হাতেনাতে ধরলেন নবান্নের টাস্কফোর্সের কর্তারা । বিক্রি বন্ধ না-করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে, সোমবার বাজার পরিদর্শনে বেরিয়ে এমনটাই জানালেন টাস্ক ফোর্সের কর্তা রবীন্দ্রনাথ কোলে।

কলকাতার বাজারে হু হু করে বাড়ছিল পেঁয়াজের দাম ৷ ঊর্ধ্বমুখী আদা-রসুনও। লাগাতার বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম দিতে শুরু হয়েছে বাজারে-বাজারে টাস্কফোর্সের হানা। এদিন লেক মার্কেট ও গড়িয়াহাট বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। লেক মার্কেটে সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও পেঁয়াজের দাম এখনও কমেনি । পাইকারি বাজারে 37 টাকা কেজি হলেও বিক্রেতারা চড়া দামে বিক্রি করছে ।

গড়িয়াহাট বাজারে ঢুকতেই দোকানে দোকানে পেঁয়াজের পাশেই রসুন দেখে চোখ কপালে ওঠে টাস্কফোর্স কর্তাদের । সস্তায় দেদার বিকোচ্ছে নিষিদ্ধ চিনা রসুন । দেশে উৎপাদিত রসুনের দাম এখন 300-350 টাকা কেজি । অন্যদিকে এই নিষিদ্ধ চিনা রসুন প্রায় অর্ধেক দাম মাত্র 160-180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে । এই সস্তার নিষিদ্ধ রসুন থেকে মারণ ক্যানসার রোগ হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা ।

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিকিৎসক প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, "এই রসুনে নিম্নমানের সার ব্যবহার করা হয় । লালচে ভাব কাটাতে দেওয়া হয় রাসায়নিক । যার বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে মানবদেহে।"

এদিকে নিষিদ্ধ চিনা রসুন বিক্রেতাদের সতর্ক করে টাস্ক ফোর্সের সদস্যরা। তারা হুঁশিয়ারি দেন যাতে অবিলম্বে এই রসুন বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা । না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । এই বিষয়ে টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, গড়িয়াহাট মার্কেটে কিছু দোকানদার চিনা রসুন বিক্রি করছে । তাদের সতর্ক করা হয়েছে । চিনা রসুন খেলে ক্যানসার হাওয়ার সম্ভাবনা থাকে । তাই সেটা নিষিদ্ধ । সেটা বিক্রি করা যাবে না ।

আরও পড়ুন : পেঁয়াজের দামবৃদ্ধি রুখতে সংরক্ষণ জরুরি, দাবি চাষীদের

Last Updated : Nov 7, 2023, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.