ETV Bharat / state

দ্রুত বাড়ছে করোনা, টেলিমেডিসিনে টাস্কফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের

author img

By

Published : Apr 19, 2021, 7:12 AM IST

সারা রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ তা নিয়ন্ত্রণে আনতে টেলিমেডিসিনের আয়োজন করা হয়েছে ৷ তার জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷

দ্রুত বাড়ছে কোরোনা, টেলিমেডিসিনে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের
দ্রুত বাড়ছে কোরোনা, টেলিমেডিসিনে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের

কলকাতা, 19 এপ্রিল : করোনার সেকেন্ড ওয়েভে অত্যন্ত দ্রুত হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মৃত্যুও বাড়ছে । 18 এপ্রিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজারে পৌঁছে গিয়েছে । এই পরিস্থিতিতে টেলিমেডিসিনের জন্য টাস্কফোর্স গঠনের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর ।

গতবছর করোনা পরিস্থিতিতে অনেকে হাসপাতালে পৌঁছাতে পারছিলেন না । কারণ, একদিকে যেমন লকডাউন শুরু হয়েছিল । তেমনই অন্যদিকে বিভিন্ন হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল । এর ফলে সমস্যায় পড়েছিলেন নন-কোভিড রোগীরা ৷ এই ধরনের পরিস্থিতির জেরে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর । এবছর করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । আর, এই সেকেন্ড ওয়েভে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এরাজ্যেও অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ‌৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 8 হাজার 419 জন । এবং 28 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : 26 ঘণ্টা পর নিয়ন্ত্রণে বারাসতের স্বাস্থ্য দফতরের আগুন , পুড়ে নষ্ট করোনা কিটসহ বহু মূল্যমান ওষুধ

17 এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 7 হাজার 71, মৃত্যুর সংখ্যা ছিল 34 । এভাবে সংক্রমণ বেড়ে চলার জেরে এ বছর-ও যাতে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যে টেলি মেডিসিনের পরিষেবাকে রাজ্য স্বাস্থ্য দফতর এবছর ফের গুরুত্ব দিচ্ছে বলে জানা গিয়েছে ।

আর, এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনাতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর । ছয় সদস্যের এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি সঞ্জয় বনশল । টেলি মেডিসিন সংক্রান্ত বিষয়ে সঞ্জয় বনশলকে রাজ্যের নোডাল অফিসার হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছে । অবিলম্বে এই নির্দেশ কার্যকরের কথা বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর ।

কলকাতা, 19 এপ্রিল : করোনার সেকেন্ড ওয়েভে অত্যন্ত দ্রুত হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মৃত্যুও বাড়ছে । 18 এপ্রিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজারে পৌঁছে গিয়েছে । এই পরিস্থিতিতে টেলিমেডিসিনের জন্য টাস্কফোর্স গঠনের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর ।

গতবছর করোনা পরিস্থিতিতে অনেকে হাসপাতালে পৌঁছাতে পারছিলেন না । কারণ, একদিকে যেমন লকডাউন শুরু হয়েছিল । তেমনই অন্যদিকে বিভিন্ন হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল । এর ফলে সমস্যায় পড়েছিলেন নন-কোভিড রোগীরা ৷ এই ধরনের পরিস্থিতির জেরে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর । এবছর করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । আর, এই সেকেন্ড ওয়েভে দেশের বিভিন্ন অংশের পাশাপাশি এরাজ্যেও অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ ‌৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 8 হাজার 419 জন । এবং 28 জনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : 26 ঘণ্টা পর নিয়ন্ত্রণে বারাসতের স্বাস্থ্য দফতরের আগুন , পুড়ে নষ্ট করোনা কিটসহ বহু মূল্যমান ওষুধ

17 এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 7 হাজার 71, মৃত্যুর সংখ্যা ছিল 34 । এভাবে সংক্রমণ বেড়ে চলার জেরে এ বছর-ও যাতে নন-কোভিড রোগীদের চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যে টেলি মেডিসিনের পরিষেবাকে রাজ্য স্বাস্থ্য দফতর এবছর ফের গুরুত্ব দিচ্ছে বলে জানা গিয়েছে ।

আর, এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনাতে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর । ছয় সদস্যের এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি সঞ্জয় বনশল । টেলি মেডিসিন সংক্রান্ত বিষয়ে সঞ্জয় বনশলকে রাজ্যের নোডাল অফিসার হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছে । অবিলম্বে এই নির্দেশ কার্যকরের কথা বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.