ETV Bharat / state

Tapas Roy to Meet Madan Mitra: মদন 'বাণে' অস্বস্তিতে তৃণমূল, কামারহাটির বিধায়কের সঙ্গে কথা বলবেন তাপস রায় - সাগর দত্ত হাসপাতাল

সাগর দত্ত হাসপাতালে দালালরাজ নিয়ে সরবে অস্বস্তিতে তৃণমূল ৷ আলাদা করে কামারহাটির বিধায়কের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায় ৷

Tapas Roy
তাপস রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 1:35 PM IST

Updated : Sep 27, 2023, 3:55 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: বারংবার দালালরাজের কথা বলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে এনে দিচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই অবস্থায় আলাদা করে মদনের সঙ্গে কথা বললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় । এমনটাই জানালেন খোদ তাপস রায় ৷ এখানেই শেষ নয় ৷ তাপস আরও জানিয়েছেন, শীঘ্রই তিনি বিষয়টি নিয়ে মদন মিত্রের সঙ্গে বৈঠকেও বসছেন । এই বৈঠকে দলীয় স্তরে মদনের আচরণ নিয়ে শীর্ষ নেতৃত্বের ভাবনা কামারহাটির বিধায়কের সামনে তুলে ধরা হবে । তবে এক্ষেত্রে তাঁকে সতর্ক করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তাপস রায় ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সাগরদত্ত হাসপাতালের দালালরাজ নিয়ে সুর চড়াচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । মঙ্গলবার এই দালালরাজের বিরোধিতা করে হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তিনি ৷ তবে তাঁকে না-পেয়ে অধ্যক্ষকে একরকম 'হুমকি' দিতে দেখা যায় মদনকে। চলে উত্তপ্ত বাক্য বিনিময় ৷ সে সময় পার্থপ্রতিমকে 'হরিদাস পাল' বলেও কটাক্ষ করতে শোনা যায় কামারহাটির বিধায়ককে । আর তা নিয়েই এই মুহূর্তে চর্চা রাজ্য-রাজনীতিতে । বিশেষ করে মদনের এই আচরণ নিয়ে যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

এদিন ইটিভি ভারতের তরফ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি স্পষ্টতই জানান, ঘটনার পর কামারহাটি হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ একইসঙ্গে ফোনে কথা হয়েছে মদন মিত্রের সঙ্গেও । শীঘ্রই তিনি মদন মিত্রকে নিয়ে বসবেন ৷ এক্ষেত্রে যদি কোনও সমস্যা থাকে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা হবে ।

আরও পড়ুন: দালালরাজের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষকে হুঁশিয়ারি মদনের

উল্লেখ্য, গত দু'এক দিন ধরেই মদন মিত্র সাগর দত্ত হাসপাতালের দালালরাজকে কেন্দ্র করে বারবার সরব হয়েছেন । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি স্পষ্টই বলেছেন, যদি কেউ অপরাধ করে থাকে আইন আইনের পথে চলবে । একইসঙ্গে তিনি মদন মিত্র প্রসঙ্গে নাম না-করে বলেছিলেন, "আমরা কেউ কেউ কোনও একটা ঘটনা ঘটলে যেমন খুশি বলে দিচ্ছি । কিন্তু বিধায়ক বা জনপ্রতিনিধির কাছে না-এসেও বহু মানুষ হাসপাতালগুলিতে চিকিৎসা পায় । আর এই সংখ্যাটাই অনেক বেশি । তবে মদন মিত্র কী বলেছেন আমি জানি না । তাই এই নিয়ে কিছু বলতে পারব না ।"

কলকাতা, 27 সেপ্টেম্বর: বারংবার দালালরাজের কথা বলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে এনে দিচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ আর এতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই অবস্থায় আলাদা করে মদনের সঙ্গে কথা বললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় । এমনটাই জানালেন খোদ তাপস রায় ৷ এখানেই শেষ নয় ৷ তাপস আরও জানিয়েছেন, শীঘ্রই তিনি বিষয়টি নিয়ে মদন মিত্রের সঙ্গে বৈঠকেও বসছেন । এই বৈঠকে দলীয় স্তরে মদনের আচরণ নিয়ে শীর্ষ নেতৃত্বের ভাবনা কামারহাটির বিধায়কের সামনে তুলে ধরা হবে । তবে এক্ষেত্রে তাঁকে সতর্ক করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তাপস রায় ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সাগরদত্ত হাসপাতালের দালালরাজ নিয়ে সুর চড়াচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । মঙ্গলবার এই দালালরাজের বিরোধিতা করে হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তিনি ৷ তবে তাঁকে না-পেয়ে অধ্যক্ষকে একরকম 'হুমকি' দিতে দেখা যায় মদনকে। চলে উত্তপ্ত বাক্য বিনিময় ৷ সে সময় পার্থপ্রতিমকে 'হরিদাস পাল' বলেও কটাক্ষ করতে শোনা যায় কামারহাটির বিধায়ককে । আর তা নিয়েই এই মুহূর্তে চর্চা রাজ্য-রাজনীতিতে । বিশেষ করে মদনের এই আচরণ নিয়ে যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

এদিন ইটিভি ভারতের তরফ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি স্পষ্টতই জানান, ঘটনার পর কামারহাটি হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ একইসঙ্গে ফোনে কথা হয়েছে মদন মিত্রের সঙ্গেও । শীঘ্রই তিনি মদন মিত্রকে নিয়ে বসবেন ৷ এক্ষেত্রে যদি কোনও সমস্যা থাকে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা হবে ।

আরও পড়ুন: দালালরাজের অভিযোগ, সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষকে হুঁশিয়ারি মদনের

উল্লেখ্য, গত দু'এক দিন ধরেই মদন মিত্র সাগর দত্ত হাসপাতালের দালালরাজকে কেন্দ্র করে বারবার সরব হয়েছেন । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি স্পষ্টই বলেছেন, যদি কেউ অপরাধ করে থাকে আইন আইনের পথে চলবে । একইসঙ্গে তিনি মদন মিত্র প্রসঙ্গে নাম না-করে বলেছিলেন, "আমরা কেউ কেউ কোনও একটা ঘটনা ঘটলে যেমন খুশি বলে দিচ্ছি । কিন্তু বিধায়ক বা জনপ্রতিনিধির কাছে না-এসেও বহু মানুষ হাসপাতালগুলিতে চিকিৎসা পায় । আর এই সংখ্যাটাই অনেক বেশি । তবে মদন মিত্র কী বলেছেন আমি জানি না । তাই এই নিয়ে কিছু বলতে পারব না ।"

Last Updated : Sep 27, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.