ETV Bharat / state

শাহের ফ্লপ শোয়ের কলঙ্ক ঢাকতেই বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা বিজেপি'র: তাপস রায়

Tapas Roy slams BJP: ধর্মতলায় অমিত শাহের ফ্লপ শোয়ের কলঙ্ক ঢাকতেই বারবার বিজেপি জাতীয় সঙ্গীতের অবমাননা করছে ৷ বিধানসভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ৷

Amit Shah and Tapas Roy
অমিত শাহ ও তাপস রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 12:29 PM IST

Updated : Dec 1, 2023, 12:43 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: অমিত শাহের সভা ফ্লপ । সেই সভার কলঙ্ক ঢাকতে বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ।

এ দিন বিধানসভা অধিবেশনের আগেই প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করেন তিনি । সেখানে গত 48 ঘণ্টায় বিজেপির বিরুদ্ধে পরপর দু'বার জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করলেন তিনি । তাঁর অভিযোগ, দেশবিরোধী কাজ করেও বিজেপির কেন্দ্র বা রাজ্যের কোনও নেতাই ক্ষমা পর্যন্ত চাইলেন না ৷ একটা কদর্য কাজ করেছেন ৷ অমিত শাহের উচিত, এঁদের সতর্ক করা ও নিন্দা করা ৷ তাপস দাবি করেছেন, বিজেপির বিধায়কদের এই অমার্জনীয় অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে ।

তিনি বলেন, "এই স্পর্ধা, ঔদ্ধত্য দেখে অবাক হচ্ছি । বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে ৷ বিজেপির এই জঘন্য রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদ করছি ৷ মানুষ যেন তাদের সমুচিত জবাব দেয় ।"

জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে ইতিমধ্যেই দু'বার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । সেই প্রসঙ্গ তুলে এ দিন তাপস রায় বলেন, "আমরা সংবিধান সম্মত, আইনসম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছি । স্পিকার সচিবালয় মারফত জানিয়েছেন পুলিশকে । প্রয়োজনে প্রস্তাব নেওয়া হতে পারে । আগেরদিন 12 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল । গতকাল 6-7 জনের নামে অভিযোগ করেছি ৷"

এ দিন জাতীয় সঙ্গীতের অবমাননায় সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তাপস রায় বলেন, "সুমন কাঞ্জিলালের যাতায়াতের সময় বোধহয় কেউ ওদিকে দেখে ফেলে তাঁকে ৷ আমি যতদূর জানি, সুমন বোধহয় বিজেপিতে নেই ৷ পরিষদীয় দল ওর সঙ্গে কথা বলেছে ৷ অভিযোগ হলেই তদন্ত হয় ৷ সে ক্ষেত্রে নিশ্চয়ই উঠে আসবে ৷"

প্রসঙ্গত, গত বুধবার বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনার সময় বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, ধরনা কর্মসূচি শেষে দলের বিধায়কদের জাতীয় সঙ্গীত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জাতীয় সঙ্গীত চলাকালীনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা 'চোর চোর' বলে স্লোগান দেন বলে অভিযোগ । এমনকি বিজেপির বিধায়কেরা সেই সময় নিয়ম মেনে উঠেও দাঁড়াননি বলে অভিযোগ করেছে শাসকদল ৷ যদিও বিজেপি বিধায়করা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা জাতীয় সঙ্গীত শুনতেই পাননি ।

আরও পড়ুন:

  1. জাতীয় সংগীত অবমাননা মামলায় মমতাকে পাঠানো সমন খারিজ আদালতের
  2. বুধের পর বৃহস্পতিতেও 'চোর.. চোর' স্লোগানে উত্তপ্ত বিধানসভা
  3. বৃহত্তম অর্কেস্ট্রায় জন-গণ-মন, রিকি কেজের প্রশংসা মোদির

কলকাতা, 1 ডিসেম্বর: অমিত শাহের সভা ফ্লপ । সেই সভার কলঙ্ক ঢাকতে বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ।

এ দিন বিধানসভা অধিবেশনের আগেই প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করেন তিনি । সেখানে গত 48 ঘণ্টায় বিজেপির বিরুদ্ধে পরপর দু'বার জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করলেন তিনি । তাঁর অভিযোগ, দেশবিরোধী কাজ করেও বিজেপির কেন্দ্র বা রাজ্যের কোনও নেতাই ক্ষমা পর্যন্ত চাইলেন না ৷ একটা কদর্য কাজ করেছেন ৷ অমিত শাহের উচিত, এঁদের সতর্ক করা ও নিন্দা করা ৷ তাপস দাবি করেছেন, বিজেপির বিধায়কদের এই অমার্জনীয় অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে ।

তিনি বলেন, "এই স্পর্ধা, ঔদ্ধত্য দেখে অবাক হচ্ছি । বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে ৷ বিজেপির এই জঘন্য রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদ করছি ৷ মানুষ যেন তাদের সমুচিত জবাব দেয় ।"

জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে ইতিমধ্যেই দু'বার বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । সেই প্রসঙ্গ তুলে এ দিন তাপস রায় বলেন, "আমরা সংবিধান সম্মত, আইনসম্মত ও বিধানসভার রীতি মেনেই অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছি । স্পিকার সচিবালয় মারফত জানিয়েছেন পুলিশকে । প্রয়োজনে প্রস্তাব নেওয়া হতে পারে । আগেরদিন 12 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল । গতকাল 6-7 জনের নামে অভিযোগ করেছি ৷"

এ দিন জাতীয় সঙ্গীতের অবমাননায় সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তাপস রায় বলেন, "সুমন কাঞ্জিলালের যাতায়াতের সময় বোধহয় কেউ ওদিকে দেখে ফেলে তাঁকে ৷ আমি যতদূর জানি, সুমন বোধহয় বিজেপিতে নেই ৷ পরিষদীয় দল ওর সঙ্গে কথা বলেছে ৷ অভিযোগ হলেই তদন্ত হয় ৷ সে ক্ষেত্রে নিশ্চয়ই উঠে আসবে ৷"

প্রসঙ্গত, গত বুধবার বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনার সময় বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস । অভিযোগ, ধরনা কর্মসূচি শেষে দলের বিধায়কদের জাতীয় সঙ্গীত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জাতীয় সঙ্গীত চলাকালীনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা 'চোর চোর' বলে স্লোগান দেন বলে অভিযোগ । এমনকি বিজেপির বিধায়কেরা সেই সময় নিয়ম মেনে উঠেও দাঁড়াননি বলে অভিযোগ করেছে শাসকদল ৷ যদিও বিজেপি বিধায়করা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তাঁরা জাতীয় সঙ্গীত শুনতেই পাননি ।

আরও পড়ুন:

  1. জাতীয় সংগীত অবমাননা মামলায় মমতাকে পাঠানো সমন খারিজ আদালতের
  2. বুধের পর বৃহস্পতিতেও 'চোর.. চোর' স্লোগানে উত্তপ্ত বিধানসভা
  3. বৃহত্তম অর্কেস্ট্রায় জন-গণ-মন, রিকি কেজের প্রশংসা মোদির
Last Updated : Dec 1, 2023, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.