ETV Bharat / state

Tapas Roy: ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি হলেন তাপস রায়

উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এই তাপস রায়কে । এবার তাঁকে দেওয়া হল দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলার জেলা সভাপতির দায়িত্ব (Tapas Roy gets the post of Barrackpore Dum Dum Organizational District President TMC )।

Etv Bharat
Tapas Roy
author img

By

Published : Jan 4, 2023, 10:56 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: নতুন দায়িত্ব পেলেন তাপস রায় (Tapas Roy) । বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তাপস রায়কে দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলার জেলা সভাপতির (Barrackpore Dum Dum Organizational District President TMC) দায়িত্ব দেওয়া হয়েছে । পার্থ ভৌমিক (Partha Bhowmick) মন্ত্রী হওয়ার পর থেকেই এই জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পদ ফাঁকাই ছিল । তারপরেই এদিন এই পদে দায়িত্ব দেওয়া হয় বরানগরের বিধায়ক তাপস রায়কে (Barrackpore Dum Dum Organizational District President TMC) ।

প্রসঙ্গত, এর আগে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এই বর্ষীয়াণ নেতাকে । কিছুদিনের মধ্যেই তাঁকে সেই পথ থেকে সরিয়ে সেই পদে আনা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) । পরবর্তী সময়ে সুদীপ বনাম তাপসের সংঘাত কারও অজানা নয় । রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সংঘাতের পিছনে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা পরোক্ষে কাজ করেছিল ।

আরও পড়ুন: 'হাতি চলে বাজার'-এর পালটা, সুদীপকে 'সাদা হাতি' বলে আক্রমণ তাপসের

সুদীপ-তাপসের বিবাদ (Clash between Tapas Roy and Sudip Banerjee) দীর্ঘদিন ধরেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে ৷ তৃণমূল সূত্রের দাবি, দুই নেতার মধ্যে বিভেদ ঘোচানোর চেষ্টা করা হলেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ অথচ একেবারে বিপরীত দুই মেরুতে থাকা এই দু'জন মানুষকেই 'মিলিয়ে দিয়েছে' বড়দিন ! শেষ পর্যন্ত গত 25 ডিসেম্বর উত্তর কলকাতার এক তৃণমূল কাউন্সিলর আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পররকে কেক খাওয়াতে দেখা যায় । ওয়াকিবহাল মহলের ধারনা, দলের দুই শীর্ষ নেতার সংঘাত হয়তো কেকের মাধ্যমেই বদল হতে চলেছে ।

আরও পড়ুন: বিবাদ ভুলে ক্রিসমাস ইভে তাপসকে কেক খাওয়ালেন সুদীপ !

প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।

প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।

কলকাতা, 4 জানুয়ারি: নতুন দায়িত্ব পেলেন তাপস রায় (Tapas Roy) । বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তাপস রায়কে দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলার জেলা সভাপতির (Barrackpore Dum Dum Organizational District President TMC) দায়িত্ব দেওয়া হয়েছে । পার্থ ভৌমিক (Partha Bhowmick) মন্ত্রী হওয়ার পর থেকেই এই জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পদ ফাঁকাই ছিল । তারপরেই এদিন এই পদে দায়িত্ব দেওয়া হয় বরানগরের বিধায়ক তাপস রায়কে (Barrackpore Dum Dum Organizational District President TMC) ।

প্রসঙ্গত, এর আগে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এই বর্ষীয়াণ নেতাকে । কিছুদিনের মধ্যেই তাঁকে সেই পথ থেকে সরিয়ে সেই পদে আনা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) । পরবর্তী সময়ে সুদীপ বনাম তাপসের সংঘাত কারও অজানা নয় । রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সংঘাতের পিছনে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা পরোক্ষে কাজ করেছিল ।

আরও পড়ুন: 'হাতি চলে বাজার'-এর পালটা, সুদীপকে 'সাদা হাতি' বলে আক্রমণ তাপসের

সুদীপ-তাপসের বিবাদ (Clash between Tapas Roy and Sudip Banerjee) দীর্ঘদিন ধরেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে ৷ তৃণমূল সূত্রের দাবি, দুই নেতার মধ্যে বিভেদ ঘোচানোর চেষ্টা করা হলেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ অথচ একেবারে বিপরীত দুই মেরুতে থাকা এই দু'জন মানুষকেই 'মিলিয়ে দিয়েছে' বড়দিন ! শেষ পর্যন্ত গত 25 ডিসেম্বর উত্তর কলকাতার এক তৃণমূল কাউন্সিলর আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পররকে কেক খাওয়াতে দেখা যায় । ওয়াকিবহাল মহলের ধারনা, দলের দুই শীর্ষ নেতার সংঘাত হয়তো কেকের মাধ্যমেই বদল হতে চলেছে ।

আরও পড়ুন: বিবাদ ভুলে ক্রিসমাস ইভে তাপসকে কেক খাওয়ালেন সুদীপ !

প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।

প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.