কলকাতা, 4 জানুয়ারি: নতুন দায়িত্ব পেলেন তাপস রায় (Tapas Roy) । বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে তাপস রায়কে দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলার জেলা সভাপতির (Barrackpore Dum Dum Organizational District President TMC) দায়িত্ব দেওয়া হয়েছে । পার্থ ভৌমিক (Partha Bhowmick) মন্ত্রী হওয়ার পর থেকেই এই জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পদ ফাঁকাই ছিল । তারপরেই এদিন এই পদে দায়িত্ব দেওয়া হয় বরানগরের বিধায়ক তাপস রায়কে (Barrackpore Dum Dum Organizational District President TMC) ।
প্রসঙ্গত, এর আগে উত্তর কলকাতার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল এই বর্ষীয়াণ নেতাকে । কিছুদিনের মধ্যেই তাঁকে সেই পথ থেকে সরিয়ে সেই পদে আনা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) । পরবর্তী সময়ে সুদীপ বনাম তাপসের সংঘাত কারও অজানা নয় । রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সংঘাতের পিছনে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা পরোক্ষে কাজ করেছিল ।
আরও পড়ুন: 'হাতি চলে বাজার'-এর পালটা, সুদীপকে 'সাদা হাতি' বলে আক্রমণ তাপসের
সুদীপ-তাপসের বিবাদ (Clash between Tapas Roy and Sudip Banerjee) দীর্ঘদিন ধরেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে ৷ তৃণমূল সূত্রের দাবি, দুই নেতার মধ্যে বিভেদ ঘোচানোর চেষ্টা করা হলেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ অথচ একেবারে বিপরীত দুই মেরুতে থাকা এই দু'জন মানুষকেই 'মিলিয়ে দিয়েছে' বড়দিন ! শেষ পর্যন্ত গত 25 ডিসেম্বর উত্তর কলকাতার এক তৃণমূল কাউন্সিলর আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পররকে কেক খাওয়াতে দেখা যায় । ওয়াকিবহাল মহলের ধারনা, দলের দুই শীর্ষ নেতার সংঘাত হয়তো কেকের মাধ্যমেই বদল হতে চলেছে ।
আরও পড়ুন: বিবাদ ভুলে ক্রিসমাস ইভে তাপসকে কেক খাওয়ালেন সুদীপ !
প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।
প্রসঙ্গত, ওই ঘটনার পর তাৎপর্যপূর্ণভাবে এদিন তাপস রায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর নতুন বিতর্ক প্রকাশ্যে এসেছে । শোনা যাচ্ছে, উত্তর কলকাতার এই নেতাকে দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট উত্তর 24 পরগনার এক সাংসদ । ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে তাঁকে সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাপস রায়কে । স্বভাবতই সে কারণে তিনি খুশি নন ।