ETV Bharat / state

ময়নাতদন্তের রিপোর্টে খুন নয়, ধন্দ্বে পুলিশ - tangra murder case

ট্যাংরা চত্ত্বর এলাকা থেকে বৃদ্ধের দেহ উদ্ধার ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

tangra murder case is not established police puzzled
ময়নাতদন্তের রিপোর্টে খুন নয়
author img

By

Published : Sep 8, 2020, 11:58 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : বৃদ্ধের রহস্য মৃত্যুকে ঘিরে ট্যাংরা চত্ত্বরে চাঞ্চল্য ৷ বৃদ্ধের স্ত্রীর অভিযোগ, ওই বৃদ্ধ খুন হয়েছে ছেলের হাতে ৷ তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ ৷ মৃতের নাম বাবু দাস (60) ৷ অভিযুক্ত রাজা দাসকে আটক করেছে পুলিশ ৷

জানা গেছে, গতকাল সকালে ট্যাংরা থানা এলাকার 54/3/FDC দে রোডে বাড়ির মধ্যে পড়েছিল এক বৃদ্ধ ৷ প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বৃদ্ধের স্ত্রী শোভা দাস প্রাথমিক অভিযোগ করেন, ছেলে বাবাকে পিটিয়ে খুন করেছে ৷ তবে লিখিত অভিযোগে ছেলের নাম নেননি শোভাদেবী ৷ প্রতিবেশীরা জানায়, রাজার সঙ্গে বাবু দাসের রোজ রাতেই অশান্তি হতো ৷ অবশ্য রাজা বাবাকে খুন করেনি ৷ ঘর থেকে বারান্দায় বেরোতে গিয়ে কোনও ভাবে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে খুনের বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি ৷ মৃতের কিডনি, হার্ট ও লিভার সংক্রান্ত সমস্যা ছিল ৷ মৃতের বুকের দুটি হাড় ভেঙেছে ৷ যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই বৃদ্ধের হাড় অত্যন্ত দুর্বল ছিল ৷ অত্যন্ত ছোটো আঘাতেও সেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল ৷

ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই থানা থেকে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় ৷ বাবার পারলৌকিক কাজ করতে দেওয়ার অনুমতি দেয় পুলিশ ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : বৃদ্ধের রহস্য মৃত্যুকে ঘিরে ট্যাংরা চত্ত্বরে চাঞ্চল্য ৷ বৃদ্ধের স্ত্রীর অভিযোগ, ওই বৃদ্ধ খুন হয়েছে ছেলের হাতে ৷ তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ ৷ মৃতের নাম বাবু দাস (60) ৷ অভিযুক্ত রাজা দাসকে আটক করেছে পুলিশ ৷

জানা গেছে, গতকাল সকালে ট্যাংরা থানা এলাকার 54/3/FDC দে রোডে বাড়ির মধ্যে পড়েছিল এক বৃদ্ধ ৷ প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

বৃদ্ধের স্ত্রী শোভা দাস প্রাথমিক অভিযোগ করেন, ছেলে বাবাকে পিটিয়ে খুন করেছে ৷ তবে লিখিত অভিযোগে ছেলের নাম নেননি শোভাদেবী ৷ প্রতিবেশীরা জানায়, রাজার সঙ্গে বাবু দাসের রোজ রাতেই অশান্তি হতো ৷ অবশ্য রাজা বাবাকে খুন করেনি ৷ ঘর থেকে বারান্দায় বেরোতে গিয়ে কোনও ভাবে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷

অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে খুনের বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি ৷ মৃতের কিডনি, হার্ট ও লিভার সংক্রান্ত সমস্যা ছিল ৷ মৃতের বুকের দুটি হাড় ভেঙেছে ৷ যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই বৃদ্ধের হাড় অত্যন্ত দুর্বল ছিল ৷ অত্যন্ত ছোটো আঘাতেও সেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল ৷

ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই থানা থেকে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় ৷ বাবার পারলৌকিক কাজ করতে দেওয়ার অনুমতি দেয় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.