কলকাতা, 16 মার্চ: পরাধীন ভারতে 1911 সালে শুরু হয়েছিল টালা ট্যাঙ্ক (Tala Tank) । শতবর্ষ পেরিয়ে ঐতিহ্য বহন করে চলেছে এশিয়া মহাদেশের সব থেকে বড় জলাধার । নিজের সঙ্গেই জীর্ণ হয়েছিল টালা । তবে 80 কোটি খরচ ফের নবযৌবন পেল এই জলাধার । গোটা জলাধার ধাপে ধাপে সংস্কার হল । সেই কাজ শেষে আজ মেয়র ফিরহাদ হাকিম উপস্থিতিতে একটি প্রকোষ্ঠতে জল ছাড়া হল । মেয়র ছাড়াও ছিলেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) এক নম্বর বরো চেয়ারম্যান তরুণ সাহা, জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা ।
পৌরনিগম সূত্রে খবর, টালা জলাধারের 20 ফুট উচ্চতার মোট চারটি প্রকোষ্ঠ রয়েছে । মাটি থেকে এই জলাধারের উচ্চতা 110 ফুট । যেগুলির এক একটির জলধারণ ক্ষমতা প্রায় সাড়ে 22 লক্ষ গ্যালন । আর পুরো জলাধারের জলধারণ ক্ষমতা প্রায় 90 লক্ষ গ্যালন । এই জলাধারে ভারসাম্য রক্ষা করার প্রযুক্তি রয়েছে । ব্রিটিশরা টালা জলাধার তৈরির সময়ে তার মধ্যে প্রায় 50 মিটার বাই 50 মিটার আয়তনের চারটি প্রকোষ্ঠ করেছিল ৷ যাতে প্রয়োজনে মেরামতির জন্য একটি বন্ধ রাখলেও বাকি তিনটি চালু রাখা যায় । অর্থাৎ ট্যাঙ্কের কোনও অংশ বিপর্যয় হলে তারপরেও বাকি অংশ থেকে জলের পরিষেবা নিরবিচ্ছিন্ন থাকবে ।
উল্লেখ্য, 1907 সালের অগস্ট মাসে এই জলাধার তৈরির কাজ শুরু হয় ৷ সেই কাজ শেষ হয় 1909 সালের 18 নভেম্বর । সাত হাজার মেট্রিক টন ইস্পাত দিয়ে এই জলাধার তৈরি করে ব্রিটিশরা । বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক যে ইস্পাতে তৈরি হয়েছিল, তা দিয়েই গড়া হয়েছিল টালা জলাধার । এই জলাধারে এক লক্ষ 23 হাজার 585 বর্গফুট এলাকাজুড়ে ইস্পাতের পাত বসানো রয়েছে । 295টি লোহার স্তম্ভের উপরে 8500 টন লোহার ওই কাঠামোর প্রয়োজনীয় মেরামতির পাশাপাশি তাকে মজবুত করার কাজ হল । জল সরবরাহের প্রকোষ্ঠগুলির ভিতরে মরচে নিরোধক ফুড গ্রেড রঙের প্রলেপের পাশাপাশি পরের দফায় জলাধারের বাইরের দেওয়ালে অতিবেগুনি রশ্মি নিরোধক রঙের প্রলেপ দেওয়া হয়েছে । তার জন্য প্রায় এক লক্ষ 60 হাজার লিটার রঙ ব্যবহার হয় ।
এদিন মেয়র (Mayor) কেমন কাজ হল তা ঘুরে দেখেন । তাঁর উপস্থিতিতেই শেষ কাজ হওয়া প্রকোষ্ঠে জল ছাড়া হল বৃহস্পতিবার । ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, আপাতত 100 বছর নিশ্চিন্তে থাকবে জল সরবরাহ দফতর । গোটা কাজে ব্যবহার হওয়া ইস্পাত বিশেষভাবে অর্ডার দিয়ে আনা হয়েছে সরকারি সংস্থা সেইল থেকে । ব্রিজ অ্যান্ড রুফ এই গোটা কাজ করেছে কলকাতা পৌরনিগমের জল সরবরাহ বিভাগের তত্ত্বাবধানে (Tallah tank Renovation work completed) ।
আরও পড়ুন: টালায় তৈরি হচ্ছে ব্রিজ, বসছে নতুন পাইপলাইন; লক্ষ্য ভবিষ্যতের পানীয় জল সমস্যার সমাধান