ETV Bharat / state

টালা ব্রিজ : বন্ধ হল সরকারি বাসের 5টি রুট, বাকিদের গতিপথ ঘোষণা - টালা ব্রিজ : বন্ধ হল পাঁচ সরকারি বাসের রুট, বাকিদের গতিপথ ঘোষণা

টালা ব্রিজে বন্ধ হচ্ছে পাঁচটি সরকারি রুটের বাস । বিকল্প রাস্তা জানালো পরিবহন দপ্তর ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 28, 2019, 1:22 PM IST

Updated : Sep 28, 2019, 7:58 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : ঘোষণা হয়ে গেছিল গতকালই । সেই মতো আজ টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের গতিপথ পরিবর্তনের কথা জানিয়ে দিল রাজ্য প্রশাসন । পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুট বন্ধ করা হল । এগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58 । পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।

স্বাস্থ্যরক্ষার এবং সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ডানলপ থেকে শ্যামবাজার সংযোগকারী এই ব্রিজটি দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কম করে কয়েক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে । পুলিশ ও পরিবহন দপ্তরের সিদ্ধান্ত আপাতত বাস এবং ভারী যানবাহন চলবে না এই ব্রিজ দিয়ে । আজই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । পুলিশ ও পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়িকে আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে । আবার কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে ।

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল

বাস চলাচলের জন্য টালা ব্রিজের বিকল্প হিসেবে বেলগাছিয়া মেইন রোড, লেকটাউনের মতো রাস্তাগুলিও কাজে লাগানো হবে । আবার বেশ কিছু গাড়িকে সেভেন ট্যাঙ্কের পাশ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর । সন্দেহ নেই পুজোর মুখেই টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত উত্তর কলকাতার একটা বড় অংশ যানজটের মুখোমুখি হতে চলেছে । টালা বারোয়ারি, টালাপার্ক প্রত্যয় বা বাগবাজার সর্বজনীনের মতো বড় পুজোগুলো ওই এলাকাতেই । প্রতিবছরই এই পুজোগুলিকে কেন্দ্র করে ব্যাপক ভিড় হয় । স্বাভাবিকভাবেই টালা ব্রিজ দিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ায় বা অন্য পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যানজটের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন পথ চলতি মানুষজন । অর্থাৎ পুজোর দিনগুলিতে কলকাতা পুলিশ যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফের একটা বড়সড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে ।

Tala Bridge
কোন বাস কোন পথে

এই সংক্রান্ত আরও খবর : পুজোয় সচল থাকবে কলকাতা? ব্রিজ নিয়ে চিন্তায় লালবাজার

কলকাতা, 28 সেপ্টেম্বর : ঘোষণা হয়ে গেছিল গতকালই । সেই মতো আজ টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের গতিপথ পরিবর্তনের কথা জানিয়ে দিল রাজ্য প্রশাসন । পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে ব্রিজ বন্ধ থাকার সময়ে ওই পথ দিয়ে যাতায়াত করা পাঁচটি সরকারি বাসের রুট বন্ধ করা হল । এগুলি হল AC 17 C, 11 A, S14 C, M34, S58 । পাশাপাশি বেশকিছু বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ।

স্বাস্থ্যরক্ষার এবং সংস্কারের জন্য টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ডানলপ থেকে শ্যামবাজার সংযোগকারী এই ব্রিজটি দৈনন্দিন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ । কম করে কয়েক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে । পুলিশ ও পরিবহন দপ্তরের সিদ্ধান্ত আপাতত বাস এবং ভারী যানবাহন চলবে না এই ব্রিজ দিয়ে । আজই ব্রিজ পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । পুলিশ ও পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে ব্রিজ দিয়ে চলাচলকারী বেশ কিছু গাড়িকে আর জি কর রোড হয়ে শ্যামবাজারের দিকে যাবে । আবার কিছু বাস ফুলবাগান, কাঁকুরগাছি হয়ে যাতায়াত করবে ।

এই সংক্রান্ত আরও খবর : আগামীকাল থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল

বাস চলাচলের জন্য টালা ব্রিজের বিকল্প হিসেবে বেলগাছিয়া মেইন রোড, লেকটাউনের মতো রাস্তাগুলিও কাজে লাগানো হবে । আবার বেশ কিছু গাড়িকে সেভেন ট্যাঙ্কের পাশ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর । সন্দেহ নেই পুজোর মুখেই টালা ব্রিজ বন্ধের সিদ্ধান্ত উত্তর কলকাতার একটা বড় অংশ যানজটের মুখোমুখি হতে চলেছে । টালা বারোয়ারি, টালাপার্ক প্রত্যয় বা বাগবাজার সর্বজনীনের মতো বড় পুজোগুলো ওই এলাকাতেই । প্রতিবছরই এই পুজোগুলিকে কেন্দ্র করে ব্যাপক ভিড় হয় । স্বাভাবিকভাবেই টালা ব্রিজ দিয়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ায় বা অন্য পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় যানজটের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন পথ চলতি মানুষজন । অর্থাৎ পুজোর দিনগুলিতে কলকাতা পুলিশ যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফের একটা বড়সড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে ।

Tala Bridge
কোন বাস কোন পথে

এই সংক্রান্ত আরও খবর : পুজোয় সচল থাকবে কলকাতা? ব্রিজ নিয়ে চিন্তায় লালবাজার

Intro:কলকাতা, 28 সেপ্টেম্বর: ব্রিজের অবস্থা খুবই খারাপ। সেই সূত্রেই টালা ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। ইতিমধ্যেই কোনো পণ্যবাহী গাড়ি ব্রিজের উপর উঠতে দেওয়া হচ্ছে না। আগামীকাল থেকে বন্ধ হয়ে যাবে বাস চলাচল। সেই সূত্রে পাঁচটি সরকারি রুট বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন। রুট গুলি হল AC 17c,11 A, S14 c, M34,S-58। বেশ কয়েকটি বাসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাকি বাসগুলি অন্যপথে ঘুরিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।Body:বিস্তারিত আসছে...Conclusion:
Last Updated : Sep 28, 2019, 7:58 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.