ETV Bharat / state

21 July Tableau Tram: শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরে - 21 July Tableau Tram

দু'দিন পরেই 21 জুলাই । শহিদ দিবস । রাজ্য জুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস । সেই উপলক্ষ্যে মঙ্গলবার উদ্বোধন হল একটি ট্যাবলো ট্রাম । যেটি ঘুরবে শহরের পথে পথে (Tableau Trams will Travel Around City) ।

21 July Tableau Tram
শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরে
author img

By

Published : Jul 19, 2022, 10:14 PM IST

Updated : Jul 19, 2022, 10:43 PM IST

কলকাতা, 19 জুলাই: দু'বছর বন্ধ থাকার পর ধর্মতলায় এবছর আবার পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান । তাই সেই উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায় । মঙ্গলবার ট্রেনটি টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায় (Tableau Trams will Travel Around City)।

21 জুলাইয়ের স্মরণে আজ ও আগামিকাল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে ঘুরবে এই বর্নাঢ্য ট্রামটি । সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 1993 সালে যে 13 জন মারা গিয়েছিলেন সেই শহিদদের ছবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ সব ছবি । পাশাপাশি থাকবে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি । থাকবে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য ।

আরও পড়ুন : 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

ফুল মালা দিয়ে সুসজ্জিত এই ট্রামের গায়ে শহিদ দিবস কেন তার বিবরণ রয়েছে । পাশাপাশি, জাতীয় ও রাজ্যস্তরে বর্তমান আর্থ, সামাজিক, রাজনৈতিক নানা বিষয়ে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করা হয়েছে । তৃণমূল সুপ্রিমোর ছবির পাশাপাশি একুশে জুলাই সংক্রান্ত একাধিক ছবির কোলাজ দিয়ে সাজানো হয়েছে এই ট্রাম ।

শোভনদেব চট্টোপাধ‍্যায় বলেন, "গত দু'বছর করোনার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠান হয়েছে । তবে এই বছর আবার ধর্মতলায় পূর্ণাঙ্গ অনুষ্ঠান হবে । এই ট্রামের মাধ্যমে আগামী দু'দিন ধরে প্রচার চলবে । ট্রাম আমাদের ঐতিহ্য । তাই এই ঐতিহ্যই বহণ করবে 21 জুলাই-এর বার্তা ।"

কলকাতা, 19 জুলাই: দু'বছর বন্ধ থাকার পর ধর্মতলায় এবছর আবার পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান । তাই সেই উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায় । মঙ্গলবার ট্রেনটি টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায় (Tableau Trams will Travel Around City)।

21 জুলাইয়ের স্মরণে আজ ও আগামিকাল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে ঘুরবে এই বর্নাঢ্য ট্রামটি । সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 1993 সালে যে 13 জন মারা গিয়েছিলেন সেই শহিদদের ছবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ সব ছবি । পাশাপাশি থাকবে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি । থাকবে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য ।

আরও পড়ুন : 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

ফুল মালা দিয়ে সুসজ্জিত এই ট্রামের গায়ে শহিদ দিবস কেন তার বিবরণ রয়েছে । পাশাপাশি, জাতীয় ও রাজ্যস্তরে বর্তমান আর্থ, সামাজিক, রাজনৈতিক নানা বিষয়ে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করা হয়েছে । তৃণমূল সুপ্রিমোর ছবির পাশাপাশি একুশে জুলাই সংক্রান্ত একাধিক ছবির কোলাজ দিয়ে সাজানো হয়েছে এই ট্রাম ।

শোভনদেব চট্টোপাধ‍্যায় বলেন, "গত দু'বছর করোনার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠান হয়েছে । তবে এই বছর আবার ধর্মতলায় পূর্ণাঙ্গ অনুষ্ঠান হবে । এই ট্রামের মাধ্যমে আগামী দু'দিন ধরে প্রচার চলবে । ট্রাম আমাদের ঐতিহ্য । তাই এই ঐতিহ্যই বহণ করবে 21 জুলাই-এর বার্তা ।"

Last Updated : Jul 19, 2022, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.