কলকাতা, 24 জুন : কোরোনা আবহে চলা দীর্ঘ লকডাউনে একাধিকবার সোশাল মিডিয়ায় দ্রুত নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছিলেন আপার প্রাইমারির শিক্ষক পদপ্রার্থীরা । শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, হাইকোর্ট সকলের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানিয়েছেন নানাভাবে । এবার সেই দাবিতে অনশন কর্মসূচি চালালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘণ্টার ভার্চুয়াল অনশনে সামিল হন হাজার হাজার চাকরিপ্রার্থী ।
দীর্ঘ সাতবছর ধরে চলছে আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া । প্রক্রিয়ার প্রতিটি ধাপে উঠেছে অস্বচ্ছতার অভিযোগ । নথি যাচাই, ইন্টারভিউ, এমনকি হাইকোর্টের নির্দেশে প্রকাশিত মেধাতালিকা নিয়েও ওঠে ভুরি ভুরি অভিযোগ । অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টে হওয়া মামলায় নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট । পরে হাইকোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে মেধাতালিকা । আর সেই মেধাতালিকাতেও দেখা গেছে বিস্তর অসঙ্গতি । ইন্টারভিউতে অংশ নেওয়া সমস্ত প্রার্থীর নাম মেধাতালিকায় নেই । টেট ও অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রেও ভুরি ভুরি অনিয়ম নজরে এসেছে । আবেদনে নিজেকে অপ্রশিক্ষিত ঘোষণা করা প্রার্থীকেও প্রশিক্ষিত দেখিয়ে প্রশিক্ষণের নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে । বিষয় ও ক্যাটাগরি ভিত্তিক প্রার্থী ও শূন্যপদের 1:1.4 অনুপাত মানা হয়নি । সাত বছরের শূন্যপদ ও নতুন বিদ্যালয়গুলির অনুমোদিত 5,108টি শূন্যপদ ফাইনাল ভ্যাকেন্সিতে যুক্ত হয়নি । এই ধরনের একাধিক অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । এবার অসঙ্গতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে ও হাইকোর্টে চলা মামলার নিষ্পত্তি করে দ্রুত নিয়োগের দাবিতে প্রতীকী অনশনের ডাক দেয় আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চ ।
সেই ডাকে সাড়া দিয়ে আজ হাজার হাজার চাকরিপ্রার্থী সামিল হন 12 ঘণ্টার অনশন কর্মসূচিতে । গঠন করা হয় ভার্চুয়াল অনশন মঞ্চও । সেখানে অনশনকারী প্রার্থীদের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের মতো মানুষজনও সমর্থন জানান । আজকের অনশন মঞ্চ থেকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য সরকারকে একমাস সময় দিয়েছেন প্রার্থীরা । তাঁরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য অনশনের পথে হাঁটতে বাধ্য হবেন ।