ETV Bharat / state

কলকাতায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধা

কলকাতায় থাবা সোয়াইন ফ্লু'র। মারণ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কসবার বৃদ্ধা।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 13, 2019, 7:25 AM IST

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম স্নেহলতা দাস (৮৫)। সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, কসবার বাসিন্দা স্নেহলতাদেবী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। পরে তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে।

কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডের SBI হাউজ়িং কমপ্লেক্সের বাসিন্দা স্নেহলতাদেবীর চিকিৎসা চলছিল ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৬ ফেব্রুয়ারি তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্নেহলতাদেবীর মেয়ে চন্দনা দাস জানিয়েছেন, ওই দিন থেকেই তাঁর মায়ের চিকিৎসা শুরু হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে সোয়াইন ফ্লু।

সল্টলেকের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ অবস্থায় স্নেহলতাদেবী হাসপাতালে ভরতি হয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। চন্দনাদেবী জানিয়েছেন, সোমবার বেলা ১২টা ২ মিনিটে তাঁর মৃত্যু হয়। একইসঙ্গে তিনি বলেন, "প্রতিটি হাসপাতালে সোয়াইন ফ্লু'র পরীক্ষা বাধ্যতামূলক করা হোক।"

হাসপাতাল থেকে ইশু করা স্নেহলতাদেবীর ডেথ সার্টিফিকেটে সোয়াইন ফ্লু'র বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। নাম স্নেহলতা দাস (৮৫)। সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, কসবার বাসিন্দা স্নেহলতাদেবী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। পরে তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে।

কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডের SBI হাউজ়িং কমপ্লেক্সের বাসিন্দা স্নেহলতাদেবীর চিকিৎসা চলছিল ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে। গত ৬ ফেব্রুয়ারি তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্নেহলতাদেবীর মেয়ে চন্দনা দাস জানিয়েছেন, ওই দিন থেকেই তাঁর মায়ের চিকিৎসা শুরু হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ধরা পড়ে সোয়াইন ফ্লু।

সল্টলেকের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ অবস্থায় স্নেহলতাদেবী হাসপাতালে ভরতি হয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। চন্দনাদেবী জানিয়েছেন, সোমবার বেলা ১২টা ২ মিনিটে তাঁর মৃত্যু হয়। একইসঙ্গে তিনি বলেন, "প্রতিটি হাসপাতালে সোয়াইন ফ্লু'র পরীক্ষা বাধ্যতামূলক করা হোক।"

হাসপাতাল থেকে ইশু করা স্নেহলতাদেবীর ডেথ সার্টিফিকেটে সোয়াইন ফ্লু'র বিষয়টি উল্লেখ করা হয়েছে।


New Delhi, Feb 13 (ANI): After 17 people died in the fire at Hotel Arpit Palace in New Delhi's Karol Bagh, the police said it has transferred to Crime Branch the case in which hotel's general manager and manager has been arrested, and search is on for the owner who is on a run. "We have arrested hotel's GM and manager. Prima facie is their negligence; however, we are verifying the reports. Since the case needs specialized investigation, the case has been transferred to the Crime Branch," Mandeep Singh Randhawa, DCP, Central Delhi. On Tuesday morning, the top floor of the Karol Bagh was emitting smoke which later blown into a massive fire. Witnesses saw victims jumping from the hotel building to save themselves. The fire since then has claimed 17 lives.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.