কলকাতা, 16 এপ্রিল : লকডাউনের মাঝে মিষ্টির দোকান খোলা রাখার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বেঁধে দিয়েছিলেন 4 ঘণ্টা সময়। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুনে অনেকেই রে রে করে উঠেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এর ফলে মানুষের রাস্তায় বেরনোর প্রবণতা বেড়ে যাবে। তবে সমস্ত সমালোচনাকে সরিয়ে দিয়ে এবার থেকে আট ঘণ্টা মিষ্টির দোকান খোলা থাকবে বলে জানিয়ে দিল নবান্ন। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।
গরমের মধ্যে দুপুরে মিষ্টি কিনতে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই এমন অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। অন্তত আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তেমনটাই। তিনি বলেন, "গরমে মিষ্টি কিনতে যেতে অসুবিধা হচ্ছে। অনেকেই এই বিষয়ে আর্জি জানিয়েছিলেন। তাই সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।" মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আজ রাতে নবান্নর তরফে জারি হয়েছে নোটিফিকেশন। তাতে বলা হয়েছে, সাতসকালেই খুলে যাবে মিষ্টির দোকান। অর্থাৎ সকাল আটটা থেকে মিষ্টির দোকান খুলবে। খোলা থাকবে বিকেল চারটে পর্যন্ত।
এর আগে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল বেলা 12টা থেকে বিকেল চারটে পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে। বিষয়টি নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। বিরোধীদের তরফেও এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়। তাদের বক্তব্য ছিল, এতে রাস্তায় বেরনোর প্রবণতা বাড়বে মানুষের। বাড়তে পারে সংক্রমণে সম্ভাবনাও। বিরোধীদের একাংশ বলেছিল, অবিবেচকের মতো কাজ করেছে সরকার । আপাতত সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে মিষ্টির দোকান খোলা রাখার সময় আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।