ETV Bharat / state

টসিলিজুমাব উধাও কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ স্বাস্থ্য ভবনের

খোয়া যাওয়া টসিলিজুমাব ইনজেকশন কাণ্ডে অভিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে এবার বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন ।

টসিলিজুমাব উধাও কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন
টসিলিজুমাব উধাও কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন
author img

By

Published : Jun 11, 2021, 8:54 PM IST

কলকাতা, 11 জুন : কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হওয়া টসিলিজুমাব ইনজেকশন কাণ্ডে এবার বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন ।

প্রসঙ্গত, 2 জুন রহস্যজনকভাবে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে যায় করোনার জীবনদায়ী 26টি টসিলিজুমাব ইনজেকশন ৷ খোয়া যাওয়া ইনজেকশনগুলির আনুমানিক দাম 10 থেকে 11 লাখ টাকা । পুলিশের অনুমান, একাধিক চিকিৎসক নিজেদের প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সাহায্যে ওই জীবনদায়ী ওষুধগুলি বেহাত করেছেন । এই কাণ্ডে প্রথম সারির এক তৃণমূল নেতারও নাম জড়িয়েছে বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আগেই উচ্চপর্যায়ের এক কমিটি গঠন করা হয় ৷ ওই হাসপাতালের এক চিকিৎসককে এই কাণ্ডের সঙ্গে যুক্ত বলে দোষী সাব্যস্তও করা হয়েছে । এবার তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর । তাঁর বিরুদ্ধে এবার বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন ।

কলকাতা, 11 জুন : কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হওয়া টসিলিজুমাব ইনজেকশন কাণ্ডে এবার বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন ।

প্রসঙ্গত, 2 জুন রহস্যজনকভাবে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে যায় করোনার জীবনদায়ী 26টি টসিলিজুমাব ইনজেকশন ৷ খোয়া যাওয়া ইনজেকশনগুলির আনুমানিক দাম 10 থেকে 11 লাখ টাকা । পুলিশের অনুমান, একাধিক চিকিৎসক নিজেদের প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সাহায্যে ওই জীবনদায়ী ওষুধগুলি বেহাত করেছেন । এই কাণ্ডে প্রথম সারির এক তৃণমূল নেতারও নাম জড়িয়েছে বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আগেই উচ্চপর্যায়ের এক কমিটি গঠন করা হয় ৷ ওই হাসপাতালের এক চিকিৎসককে এই কাণ্ডের সঙ্গে যুক্ত বলে দোষী সাব্যস্তও করা হয়েছে । এবার তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর । তাঁর বিরুদ্ধে এবার বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন ।

আরও পড়ুন : কলকাতা মেডিক্যাল কলেজ থেকে খোয়া গেল করোনার ওষুধ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.