কলকাতা, 22 মে: প্রধানমন্ত্রী মৎস্য যোজনা নিয়ে রবিবারই রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে সোমবার সরাসরি কেন্দ্রীয় মৎস্য, পশুপালন মন্ত্রী পরষোত্তম রুপালাকে চিঠি দিলেন শুভেন্দু ৷ সেই চিঠিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ছত্রে ছত্রে অভিযোগ করেছেন তিনি ৷ সেইসঙ্গে, রাজ্য সরকার যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিচ্ছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আর্জি জেনিয়েছেন রাজ্যের বিরেধী দলনেতা ৷
রবিবার বিজেপির কার্যকারিনী অনুষ্ঠান থেকেই মৎস্য যোজনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শুভেন্দু অধিকেরী ৷ তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, কেন্দ্রীয় প্রকল্পের টেকে নিয়ে কেন্দ্রের দেওয়া নাম বদলে রাজ্য সরকার নিজেদের মতো নামকরণ করছে ৷ যার জেরে শুভেন্দু রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে কেন্দ্রকে চিঠি লিখে মৎস্য যোজনায় রাজ্যের জন্য বরাদ্দ টাকা বন্ধ করা দেওয়ার আর্জিও জানাবেন তিনি ৷ কথামতোই কাজ করলেন বিরোধী দলনেতা ৷ সোমবারই কেন্দ্রীয় মৎস্য মন্ত্রীকে চিঠি লিখলেন তিনি ৷ শুভেন্দু অধিকারী পরে টুইট করে সেই চিঠির বয়ানও প্রকাশ্যে এনেছেন ৷ চিঠিতে তিনি অভিযোগ করেছেন, রাজ্যের মৎস্য দফতর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদল করে দিচ্ছে ৷ রাজ্যের সেই অনৈতিক কাজ এবং নামকরণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করছেন তিনি ৷ বঙ্গ মৎস্য যোজনা হিসাবে কেন্দ্রের প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷
এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "আমি কেন্দ্রীয় মন্ত্রীকে পুঙ্খানুপুঙ্খভাবে সবটা জানিয়েছি ৷ কীভাবে পশ্চিমবঙ্গ সরকার অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের নাম পরিবর্তন করছে তাও জানিয়েছি । সবক্ষেত্রেই এটি একটি অভ্যাস হয়ে গিয়েছে রাজ্য সরকারের ৷ এর আগেও কেন্দ্রীয় মন্ত্রক এই অপরাধের জন্য আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ৷ আমি মন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের স্কিমের নাম রাজ্য পরিবর্তন করে যে প্রতারণা করছে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি ।" রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম রাজ্য সরকার বঙ্গ মৎস্য যোজনা করে দিয়েছে ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক