কলকাতা, 11 জুন: মতুয়াদের শ্রীধাম মন্দিরে হামলা চালিয়েছে তৃণমূল ৷ আর তা নিয়ে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
রবিবার নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরে মতুয়া ধাম পরিদর্শনে যান অভিষেক বন্দোপাধ্যায় ৷ আর তিনি যাওয়ার ঠিক আগেই তাঁকে ধিক্কার জানিয়ে স্লোগান উঠল ঠাকুরবাড়িতে। ক্ষমা না-চাইলে অভিষেককে ঠাকুর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছিল মতুয়া সমাজ। এমনকী অভিষেককে কালো পতাকা দেখানোর প্রস্তুতিও নেওয়া হয় মতুয়াদের তরফে ৷ যা ঘিরে রীতিমতো উতপ্ত হয়ে ওঠে ঠাকুরনগর। মতুয়াদের অভিযোগ, মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশে কটূক্তি এবং অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাই, তিনি ক্ষমা না-চাইলে তাঁর পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে ঠাকুর বাড়ির মতুয়া ধামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মতুয়া ভক্তরা। এদিন অভিষেককে কালো পতাকা দেখানোর কর্মসূচির সময়েই মতুয়া ভক্তদের উপর হামলা চালানোর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ৷
এদিন শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, "মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ি পবিত্র শ্রীধাম মন্দিরে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে ৷ আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি দয়া করে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করুন এবং সর্বভারতীয় মতুয়া মহাসংঘ ও মতুয়া সম্প্রদায়ের সদস্য, পদাধিকারীদের সুরক্ষা প্রদান করুন ৷" বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশের সামনেই মতুয়াদের উপর এই হামলা চালানো হয়েছে এদিন ।
আরও পড়ুন: তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র 'হোম ডেলিভারি' হচ্ছে ! টুইটারে দাবি শুভেন্দুর
জনসংযোগ যাত্রায় এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের প্রথম কর্মসূচিই ছিল ঠাকুরবাড়িতে মতুয়া ধাম দর্শন। এদিন দুপুরে তাঁর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগে থেকেই সেখানে মতুয়া ভক্তরা অভিষেক এবং মমতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এমনকী ধর্মীয় সভা থেকেই মমতা এবং অভিষেকের নাম করে হুঙ্কারও দিতে থাকেন মতুয়া ভক্তদের একাংশ। অভিযোগ, এরপরই মতুয়াদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ৷