ETV Bharat / state

Suvendu Adhikari Tweets: বিস্ফোরক টুইট শুভেন্দুর! আলিপুরদুয়ারে শাসক-সভায় 'হাজির' মাদারিহাটের ওসি

author img

By

Published : Jan 11, 2023, 8:06 AM IST

Updated : Jan 11, 2023, 8:48 AM IST

আসছে পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে তৃণমূল কংগ্রেসের সভায় বক্তৃতা দিচ্ছেন স্বয়ং পুলিশ আধিকারিক ৷ এমন ভিডিয়ো পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Police Official campaigns for TMC before Panchayat Election) ৷

TMC booth level meeting at Hantapara Alipurduar District
আলিপুরদুয়ারে নির্বাচনী প্রচারে পুলিশ আধিকারিক

আলিপুরদুয়ার, 11 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের বৈঠকে বক্তৃতা দিচ্ছেন মাদারিহাটের ওসি গৌরব হাঁসদা ৷ এমনই একটি ভিডিয়ো টুইট করলেন শুভেন্দু অধিকারী ৷ টুইটে বিরোধী দলনেতা লেখেন, "আলিপুরদুয়ার জেলার হান্টাপাড়ায় তৃণমূলের বুথ স্তরের বৈঠকে মাদারিহাটের ওসি শ্রী গৌরব হাঁসদাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে ৷ মনে হচ্ছে, তৃণমূলের ব্লক সভাপতির জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন ! মনে রাখতে হবে, রাজ্যে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রাজ্যের পুলিশপ্রশাসনের উপর আস্থা রেখেছে ৷"

এই ভিডিয়োর সঙ্গে তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সেখানেও এই পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে ৷ শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় পুলিশ আধিকারিক বলতে স্থানীয় একটি সেতু সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে । তাঁর কথায়, "ওই সেতুটি আমরা বানিয়েছি ৷ মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করতে পারছে ৷ এমন উন্নয়ন হবে হান্টাপাড়ায় হবে । প্রশাসনের তরফ থেকে আমি আপনাদের এটাই বলতে চাই- সরকারি কাজে কেউ কোনও বাধা দেবেন না ৷ এই কাজটা কারও ব্যক্তিগত কাজ নয়, সবার ৷ সব গ্রামবাসীর মঙ্গলের জন্য ৷ তাঁদের জন্য, যাঁরা গ্রামের ভালো চাইবেন ৷ যাঁরা এখান থেকে উপকৃত হবেন তাঁদের সবার জন্য ৷ আমরা সবাই এতে অংশগ্রহণ করব এবং এই কাজটাকে ভালো করে করব ৷"

  • OC Madarihat Shri Gourav Hasda can be seen speaking at a TMC booth level meeting at Hantapara; Alipurduar District.
    He seems to have taken on the mantle of TMC Block President!
    WB State Election Commission is relying on @WBPolice for conducting free & fair Panchayat Elections !!! pic.twitter.com/zq7vvI99QO

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এলিতেলি গঙ্গারামের' পালটা দিয়ে মিঠুনের 'গোপন কথা' ফাঁস কুণালের

এরপর পুলিশ আধিকারিক খানিকটা সতর্কতার সুরেই বলেন, "যদি কোনও ভাবে কেউ এই কাজে বাধা দেন, তাহলে সেটা আমি প্রশাসনিক দিক দিয়ে দেখব ৷ ব্য়ক্তিগত ভাবেও দেখব ৷ আমি এই কাজে কোনও বাধা চাই না ৷ সবাই একসঙ্গে কাজ করে একে সফল করবে ৷ মানুষ কাজ পাবেন, সুরাহা পাবেন ৷ এই কাজটা যেন থেমে না থাকে ৷ সবার একসঙ্গে কাজ করা উচিত ৷ "

খোলা মাঠে চেয়ার সাজিয়ে ছোটখাটো মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে পুলিশ আধিকারিক গৌরব হাঁসদা বক্তৃতা দিচ্ছেন ৷ তার পিছনেই তৃণমূল কংগ্রসের দলীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে ৷ পুলিশ আধিকারিকের পাশে আরও অনেকে বসে আছেন ৷ এমন ভিডিয়ো পোস্ট করে আরও একবার শাসক এবং পুলিশের নৈকট্য নিয়ে সরব হলেন শুভেন্দু ।

আলিপুরদুয়ার, 11 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের বৈঠকে বক্তৃতা দিচ্ছেন মাদারিহাটের ওসি গৌরব হাঁসদা ৷ এমনই একটি ভিডিয়ো টুইট করলেন শুভেন্দু অধিকারী ৷ টুইটে বিরোধী দলনেতা লেখেন, "আলিপুরদুয়ার জেলার হান্টাপাড়ায় তৃণমূলের বুথ স্তরের বৈঠকে মাদারিহাটের ওসি শ্রী গৌরব হাঁসদাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে ৷ মনে হচ্ছে, তৃণমূলের ব্লক সভাপতির জায়গায় তিনি দায়িত্ব নিয়েছেন ! মনে রাখতে হবে, রাজ্যে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন রাজ্যের পুলিশপ্রশাসনের উপর আস্থা রেখেছে ৷"

এই ভিডিয়োর সঙ্গে তিনি বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সেখানেও এই পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে ৷ শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় পুলিশ আধিকারিক বলতে স্থানীয় একটি সেতু সম্পর্কে কথা বলতে শোনা যাচ্ছে । তাঁর কথায়, "ওই সেতুটি আমরা বানিয়েছি ৷ মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করতে পারছে ৷ এমন উন্নয়ন হবে হান্টাপাড়ায় হবে । প্রশাসনের তরফ থেকে আমি আপনাদের এটাই বলতে চাই- সরকারি কাজে কেউ কোনও বাধা দেবেন না ৷ এই কাজটা কারও ব্যক্তিগত কাজ নয়, সবার ৷ সব গ্রামবাসীর মঙ্গলের জন্য ৷ তাঁদের জন্য, যাঁরা গ্রামের ভালো চাইবেন ৷ যাঁরা এখান থেকে উপকৃত হবেন তাঁদের সবার জন্য ৷ আমরা সবাই এতে অংশগ্রহণ করব এবং এই কাজটাকে ভালো করে করব ৷"

  • OC Madarihat Shri Gourav Hasda can be seen speaking at a TMC booth level meeting at Hantapara; Alipurduar District.
    He seems to have taken on the mantle of TMC Block President!
    WB State Election Commission is relying on @WBPolice for conducting free & fair Panchayat Elections !!! pic.twitter.com/zq7vvI99QO

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এলিতেলি গঙ্গারামের' পালটা দিয়ে মিঠুনের 'গোপন কথা' ফাঁস কুণালের

এরপর পুলিশ আধিকারিক খানিকটা সতর্কতার সুরেই বলেন, "যদি কোনও ভাবে কেউ এই কাজে বাধা দেন, তাহলে সেটা আমি প্রশাসনিক দিক দিয়ে দেখব ৷ ব্য়ক্তিগত ভাবেও দেখব ৷ আমি এই কাজে কোনও বাধা চাই না ৷ সবাই একসঙ্গে কাজ করে একে সফল করবে ৷ মানুষ কাজ পাবেন, সুরাহা পাবেন ৷ এই কাজটা যেন থেমে না থাকে ৷ সবার একসঙ্গে কাজ করা উচিত ৷ "

খোলা মাঠে চেয়ার সাজিয়ে ছোটখাটো মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে পুলিশ আধিকারিক গৌরব হাঁসদা বক্তৃতা দিচ্ছেন ৷ তার পিছনেই তৃণমূল কংগ্রসের দলীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে ৷ পুলিশ আধিকারিকের পাশে আরও অনেকে বসে আছেন ৷ এমন ভিডিয়ো পোস্ট করে আরও একবার শাসক এবং পুলিশের নৈকট্য নিয়ে সরব হলেন শুভেন্দু ।

Last Updated : Jan 11, 2023, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.