কলকাতা, 4 এপ্রিল: হুগলির রিষড়ায় সোমবার রাতে নতুন করে অশান্তি ছড়ানোয় দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তার পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চলে যান রিষড়ায় ৷ রাজ্য সরকারের কাছে এই নিয়ে রিপোর্টও তলব করেছেন তিনি ৷ তার পরও আনন্দ বোসের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বরং কী পদক্ষেপ করলে আনন্দ বোস বাংলার প্রাক্তন দুই রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ও জগদীপ ধনকড়ের মতো কাজ করছেন বলে মনে করবেন, সেটাও বলে দিয়েছেন শুভেন্দু ৷
মঙ্গলবার তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সব রাজ্যপালই স্মরণীয় ৷ এই ধরনের পরিস্থিতিতে গোপালকৃষ্ণ গান্ধির ভূমিকা, পরে জগদীপ ধনকড়ের ভূমিকা, স্মরণ করতে চাই ৷ বর্তমান রাজ্যপালের কাছ থেকে এখনও পর্যন্ত দেখতে পাইনি ৷’’ এর পরই তিনি রাজ্য সরকারের কাছ থেকে রাজ্যপালের তরফে চাওয়া রিপোর্টের প্রসঙ্গ তোলেন ৷ রিপোর্ট না চেয়ে আসলে রাজ্যপালের কী করা উচিত, সেটাও বলেদেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, ‘‘সাংবিধানিক প্রধান তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই সরকারের কাছ থেকে রিপোর্ট না চেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে জানাক, শিবপুর ও রিষড়া থানাকে 355-র ধারা অধীনে উপদ্রুত ঘোষণা করে থানাগুলির নিয়ন্ত্রণ একমাসের জন্য কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হোক ৷’’
শুভেন্দুর দাহি, ‘‘এই প্রস্তাব রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অবিলম্বে পাঠান ৷ তাহলে বলব রাজ্যপাল শুধুমাত্র প্রেস বাইট দেওয়ার জন্য নয় গোপালকৃষ্ণ গান্ধি, জগদীপ ধনকড়ের মতো কিছু করে দেখাতে চাইছেন পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য ৷’’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রামনবমীর সন্ধ্যায় অশান্ত হয়েছিল হাওড়ার শিবপুর ৷ তার পর রবিবার রাতে রামনবমীর মিছিলকে কেন্দ্রকে হুগলির রিষড়ায় উত্তেজনা ছড়ায় ৷ সোমবারও উত্তপ্ত ছিল ওই এলাকার পরিস্থিতি ৷ এই নিয়ে তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি ৷ পুরো পরিস্থিতির দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপির গুন্ডারা বাইরে থেকে অপরাধীদের নিয়ে এসে বাংলায় হিংসা ছড়াচ্ছে ৷ এদিন শুভেন্দু অধিকারীও পালটা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীকে ৷ পুরো ঘটনার দায় তিনি চাপিয়েছেন তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷
আরও পড়ুন: 'বাংলা মেরুকরণের রাজনৈতিক হিংসার শিকার', রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল