ETV Bharat / state

Suvendu Adhikari: তৃণমূলের দুর্নীতির ‘ভাব সম্প্রসারণ’ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari slams TMC: রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর তা নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আরও একবার পুরো তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন তিনি ৷ বাংলার শাসক দলকে বিঁধতে এবার শুভেন্দু হাতিয়ার করলেন রবি ঠাকুরের কবিতার দুটি লাইন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 2:30 PM IST

কলকাতা, 30 অক্টোবর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই কবিতার যে দু’টি লাইনকে প্রশ্নপত্রে ভাব সম্প্রসারণের জন্য দেওয়া হয়, সেই দু’টি লাইন একটু অদল-বদল করে পশ্চিমবঙ্গের শাসক দলকে সোমবার নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ এ দিন সকাল 10টা 3 মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই তিনি এই ভাবে কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের উদ্দেশ্য়ে ৷

সেই পোস্টের প্রথম লাইনে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে মনে হয়, ভবিষ্যতে পরীক্ষা'র খাতায় এই ধরনের প্রশ্নোত্তর দেখা যেতে পারে... ৷’’ এর পর প্রশ্নের জায়গায় তিনি লিখেছেন, ‘‘প্রশ্ন) ভাবসম্প্রসারণ করো - এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি; / বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি ।’’

উল্লেখ্য, রবি ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার দু’টি লাইন - ‘এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভূরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ ৷ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শুভেন্দু নিজের পোস্টে ‘রাজার’ বদলে বালু লিখে জ্য়োতিপ্রিয় মল্লিককে বুঝিয়েছেন ৷ আর ‘কাঙালের ধন’-এর জায়গায় বসিয়ে দিয়েছেন ‘রাজ্যবাসীর রেশন’ ৷ অর্থাৎ যে রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, এখানে সেটাই বোঝাতে চেয়েছেন বিরোধী দলনেতা ৷

  • পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে মনে হয়, ভবিষ্যতে পরীক্ষা'র খাতায় এই ধরনের প্রশ্নোত্তর দেখা যেতে পারে:-

    প্রশ্ন) ভাবসম্প্রসারণ করো -
    এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি;
    বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি।

    উত্তর) মূলভাব -
    বালুর সম্পদের প্রাচুর্য আছে, তাই সে… pic.twitter.com/iBrNiIiwGT

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই শেষ নয়, পরীক্ষায় ভাব সম্প্রসারণের প্রশ্ন আসে এই দু’টি লাইন দিয়ে ৷ সেখানে কবিতার লাইনের মূল অর্থ প্রথমে লিখতে হয় ৷ তার পর তার ভাব সম্প্রসারণ করতে হয় ৷ নিজের পোস্টে শুভেন্দু অধিকারীও কটাক্ষ মিশিয়ে উত্তরও লিখে দিয়েছেন ৷

বিরোধী দলনেতা উত্তরের ‘মূলভাব’-এ লিখেছেন, ‘‘বালুর সম্পদের প্রাচুর্য আছে, তাই সে চায় তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে । এতে সে নীতি নৈতিকতা বিসর্জন দিতেও কুন্ঠাবোধ করে না ।’’ তার পর সম্প্রসারিত ভাবের অংশে তিনি কটাক্ষ করে লিখেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা বেআইনিভাবে অর্থ রোজগারে দক্ষ ৷ তাঁরা এই ভাবে যত টাকা পান, তত তাঁদের অর্থের নেশা বাড়তে থাকে ৷

আরও পড়ুন: গ্রেফতার হয়ে অসুস্থ জ্যোতিপ্রিয়, চিঠি নিয়ে ইডি দফতরে দাদা দেবপ্রিয়

শুভেন্দু লিখেছেন, ‘‘তাদের 'যত পাই, তত চাই' অবস্থা । তারা সম্পদ বাড়ানাের নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে । ভালাে-মন্দ, হিত-অহিত, সত্য-মিথ্যা, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে নিজেদের নামে, আত্মীয় স্বজনদের নামে, "বান্ধবীদের" নামে কেবলই ধন-সম্পদ, সোনা হীরা, ফ্ল্যাট, খামার বাড়ি ইত্যাদি আহরণ করতে থাকে । ঐশ্বর্য ভান্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে ।’’

এখানে গরুপাচার, কয়লা পাচার, খাদান থেকে বালি-পাথর পাচার-সহ একাধিক দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে তুলেছেন বিরোধী দলনেতা ৷ চাকরি প্রার্থীদের আন্দোলনের কথাও এসেছে তাঁর পোস্টের এই অংশে ৷ তিনি লিখেছেন, ‘‘...মেধাবী ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে সরকারী চাকরী থেকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রি করে দেওয়া ও সাধারণ গরিব মানুষের রেশন এবং মিড ডে মিল পাওয়া শিশুদের খাদ্য শস্য চুরি করা থেকেও এরা বিরত থাকতে পারে না ।’’

তাঁর দাবি, তৃণমূল নেতাদের ‘লোভের’ কাছে সাধারণ মানুষের অধিকার হেরে যাচ্ছে ৷ ফলে অনেকে ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছেন ৷ যাঁরা যেতে পারছেন না, রেশন থেকে তাঁদের যা পাওয়ার কথা, সেগুলিও লুঠ করা হচ্ছে ৷

আরও পড়ুন: রেশন দুর্নীতির সামনের সারিতে ছিলেন জ্যোতিপ্রিয়, অভিযোগ শুভেন্দুর

কলকাতা, 30 অক্টোবর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাকে হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই কবিতার যে দু’টি লাইনকে প্রশ্নপত্রে ভাব সম্প্রসারণের জন্য দেওয়া হয়, সেই দু’টি লাইন একটু অদল-বদল করে পশ্চিমবঙ্গের শাসক দলকে সোমবার নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক ৷ এ দিন সকাল 10টা 3 মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেখানেই তিনি এই ভাবে কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের উদ্দেশ্য়ে ৷

সেই পোস্টের প্রথম লাইনে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে মনে হয়, ভবিষ্যতে পরীক্ষা'র খাতায় এই ধরনের প্রশ্নোত্তর দেখা যেতে পারে... ৷’’ এর পর প্রশ্নের জায়গায় তিনি লিখেছেন, ‘‘প্রশ্ন) ভাবসম্প্রসারণ করো - এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি; / বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি ।’’

উল্লেখ্য, রবি ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার দু’টি লাইন - ‘এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভূরি / রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ ৷ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শুভেন্দু নিজের পোস্টে ‘রাজার’ বদলে বালু লিখে জ্য়োতিপ্রিয় মল্লিককে বুঝিয়েছেন ৷ আর ‘কাঙালের ধন’-এর জায়গায় বসিয়ে দিয়েছেন ‘রাজ্যবাসীর রেশন’ ৷ অর্থাৎ যে রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, এখানে সেটাই বোঝাতে চেয়েছেন বিরোধী দলনেতা ৷

  • পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখে মনে হয়, ভবিষ্যতে পরীক্ষা'র খাতায় এই ধরনের প্রশ্নোত্তর দেখা যেতে পারে:-

    প্রশ্ন) ভাবসম্প্রসারণ করো -
    এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি;
    বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি।

    উত্তর) মূলভাব -
    বালুর সম্পদের প্রাচুর্য আছে, তাই সে… pic.twitter.com/iBrNiIiwGT

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই শেষ নয়, পরীক্ষায় ভাব সম্প্রসারণের প্রশ্ন আসে এই দু’টি লাইন দিয়ে ৷ সেখানে কবিতার লাইনের মূল অর্থ প্রথমে লিখতে হয় ৷ তার পর তার ভাব সম্প্রসারণ করতে হয় ৷ নিজের পোস্টে শুভেন্দু অধিকারীও কটাক্ষ মিশিয়ে উত্তরও লিখে দিয়েছেন ৷

বিরোধী দলনেতা উত্তরের ‘মূলভাব’-এ লিখেছেন, ‘‘বালুর সম্পদের প্রাচুর্য আছে, তাই সে চায় তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে । এতে সে নীতি নৈতিকতা বিসর্জন দিতেও কুন্ঠাবোধ করে না ।’’ তার পর সম্প্রসারিত ভাবের অংশে তিনি কটাক্ষ করে লিখেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা বেআইনিভাবে অর্থ রোজগারে দক্ষ ৷ তাঁরা এই ভাবে যত টাকা পান, তত তাঁদের অর্থের নেশা বাড়তে থাকে ৷

আরও পড়ুন: গ্রেফতার হয়ে অসুস্থ জ্যোতিপ্রিয়, চিঠি নিয়ে ইডি দফতরে দাদা দেবপ্রিয়

শুভেন্দু লিখেছেন, ‘‘তাদের 'যত পাই, তত চাই' অবস্থা । তারা সম্পদ বাড়ানাের নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে । ভালাে-মন্দ, হিত-অহিত, সত্য-মিথ্যা, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে নিজেদের নামে, আত্মীয় স্বজনদের নামে, "বান্ধবীদের" নামে কেবলই ধন-সম্পদ, সোনা হীরা, ফ্ল্যাট, খামার বাড়ি ইত্যাদি আহরণ করতে থাকে । ঐশ্বর্য ভান্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে ।’’

এখানে গরুপাচার, কয়লা পাচার, খাদান থেকে বালি-পাথর পাচার-সহ একাধিক দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে তুলেছেন বিরোধী দলনেতা ৷ চাকরি প্রার্থীদের আন্দোলনের কথাও এসেছে তাঁর পোস্টের এই অংশে ৷ তিনি লিখেছেন, ‘‘...মেধাবী ছাত্র ছাত্রীদের অন্যায়ভাবে সরকারী চাকরী থেকে বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রি করে দেওয়া ও সাধারণ গরিব মানুষের রেশন এবং মিড ডে মিল পাওয়া শিশুদের খাদ্য শস্য চুরি করা থেকেও এরা বিরত থাকতে পারে না ।’’

তাঁর দাবি, তৃণমূল নেতাদের ‘লোভের’ কাছে সাধারণ মানুষের অধিকার হেরে যাচ্ছে ৷ ফলে অনেকে ভিনরাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছেন ৷ যাঁরা যেতে পারছেন না, রেশন থেকে তাঁদের যা পাওয়ার কথা, সেগুলিও লুঠ করা হচ্ছে ৷

আরও পড়ুন: রেশন দুর্নীতির সামনের সারিতে ছিলেন জ্যোতিপ্রিয়, অভিযোগ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.