ETV Bharat / state

Suvendu Adhikari: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে বাংলায় বিজেপির সরকার হবে, দাবি শুভেন্দুর - BJP

রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) সঙ্গে দেখা করেন তিনি ৷ রাজভবনের বাইরে দাঁড়িয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ৷ একই সঙ্গে জানান, বিধায়ক ভাঙিয়ে নয় ৷ ভোটে জিতে বাংলায় বিজেপির সরকার হবে ৷

suvendu-adhikari-slams-mamata-banerjee-on-various-issues
Suvendu Slams Mamata: মুখ্যমন্ত্রী শুধু অভিযোগই করতে পারেন, কাজের কাজ পারেন না, সরব শুভেন্দু
author img

By

Published : Nov 23, 2022, 1:59 PM IST

Updated : Nov 23, 2022, 2:44 PM IST

কলকাতা, 23 নভেম্বর: বিভিন্ন রাজ্যে বিরোধী বিধায়কদের ভাঙিয়ে সরকার গড়ার অভিযোগ একাধিকবার উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে ৷ বাংলাতেও কী বিজেপি সেভাবে সরকার গড়বে ? বুধবার রাজভবনের বাইরে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বললেন, ‘‘আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না ৷ আমরা ভোটে জিতে সরকার করব ৷’’

গত কয়েকমাস ধরে বিজেপির বিভিন্ন নেতাদের মুখে ডিসেম্বর ডেডলাইনের কথা শোনা যাচ্ছে ৷ কিন্তু ডিসেম্বরে কী হবে রাজ্য রাজনীতিতে ? এই নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা ৷ বলেছেন, ‘‘আমি বলছি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে ৷ এই রাজ্যের সবচেয়ে বড় চোর তিনি যাবেন ৷’’

এর আগে অবশ্য তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারকে তাড়াতে কী করা উচিত ৷ তাঁর কথায়, ‘‘এই সরকারকে তাড়াতে গেলে দু’টো কাজ করতে হবে বিচারব্যবস্থার কাছে যেতে হবে ৷ আর রাস্তায় নেমে গণআন্দোলন করতে হবে ৷’’

প্রসঙ্গত, বুধবার শপথ নেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) ৷ সেখানে অনুপস্থিত ছিলেন শুভেন্দু ৷ কিন্তু পরে তিনি রাজভবনে (Rajbhawan) হাজির হন ৷ রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিযোগই করতে পারেন ৷ কাজের কাজ পারেন না ৷

এদিন আবার শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন (Suvendu Slams Mamata) ৷ তুলনা টেনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গেও ৷ নন্দীগ্রামের বিধায়ক বলেন, "উনি শুধু অভিযোগ করতে পারেন । আমাদের মুখ্যমন্ত্রী এত অপদার্থ যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের জাতীয় সড়কে ফাইটার জেট নামিয়ে দিলেন, আর আমাদের এখানে শিলিগুড়ি থেকে কলকাতা অবধি উনি এখনও জুড়তে পারলেন না ।"

আরও পড়ুন: রাজনীতির নামে বাংলার বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে, মমতার নিশানায় শুভেন্দু

কলকাতা, 23 নভেম্বর: বিভিন্ন রাজ্যে বিরোধী বিধায়কদের ভাঙিয়ে সরকার গড়ার অভিযোগ একাধিকবার উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে ৷ বাংলাতেও কী বিজেপি সেভাবে সরকার গড়বে ? বুধবার রাজভবনের বাইরে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বললেন, ‘‘আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না ৷ আমরা ভোটে জিতে সরকার করব ৷’’

গত কয়েকমাস ধরে বিজেপির বিভিন্ন নেতাদের মুখে ডিসেম্বর ডেডলাইনের কথা শোনা যাচ্ছে ৷ কিন্তু ডিসেম্বরে কী হবে রাজ্য রাজনীতিতে ? এই নিয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা ৷ বলেছেন, ‘‘আমি বলছি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে ৷ এই রাজ্যের সবচেয়ে বড় চোর তিনি যাবেন ৷’’

এর আগে অবশ্য তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারকে তাড়াতে কী করা উচিত ৷ তাঁর কথায়, ‘‘এই সরকারকে তাড়াতে গেলে দু’টো কাজ করতে হবে বিচারব্যবস্থার কাছে যেতে হবে ৷ আর রাস্তায় নেমে গণআন্দোলন করতে হবে ৷’’

প্রসঙ্গত, বুধবার শপথ নেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) ৷ সেখানে অনুপস্থিত ছিলেন শুভেন্দু ৷ কিন্তু পরে তিনি রাজভবনে (Rajbhawan) হাজির হন ৷ রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অভিযোগই করতে পারেন ৷ কাজের কাজ পারেন না ৷

এদিন আবার শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন (Suvendu Slams Mamata) ৷ তুলনা টেনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গেও ৷ নন্দীগ্রামের বিধায়ক বলেন, "উনি শুধু অভিযোগ করতে পারেন । আমাদের মুখ্যমন্ত্রী এত অপদার্থ যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের জাতীয় সড়কে ফাইটার জেট নামিয়ে দিলেন, আর আমাদের এখানে শিলিগুড়ি থেকে কলকাতা অবধি উনি এখনও জুড়তে পারলেন না ।"

আরও পড়ুন: রাজনীতির নামে বাংলার বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে, মমতার নিশানায় শুভেন্দু

Last Updated : Nov 23, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.