ETV Bharat / state

Suvendu Adhikari: রাজ্যের 'অদক্ষতায়' বাড়ছে ডেঙ্গি ! সুরাহার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

রাজ্য়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) ৷ এই বিষয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari sends Letter to Centre on Dengue Situation in West Bengal
Suvendu Adhikari: রাজ্য়ের 'অদক্ষতায়' বাড়ছে ডেঙ্গি ! সুরাহার দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর
author img

By

Published : Nov 7, 2022, 12:16 PM IST

Updated : Nov 7, 2022, 1:34 PM IST

কলকাতা, 7 নভেম্বর: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) নিয়ে এবার কেন্দ্রকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) চিঠি পাঠালেন তিনি ৷ টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন শুভেন্দু ৷

সোমবার নিজের ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে এই চিঠির ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সঙ্গে লিখেছেন, "পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতার জন্যই রাজ্যের ডেঙ্গি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ আমি সম্মানীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্যজিকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছি ৷ রাজ্য সরকারকে দিশা দেখানোর জন্য এবং আমজনতার সুবিধার্থে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন জানিয়েছি ৷"

  • Dengue situation in WB has spiralled out of control due to the inefficient WB Govt. I have written a letter to Hon'ble Union Health Minister; Dr. @mansukhmandviya Ji to send a Central Team of Doctors & Public Health Experts to guide the State Govt & provide relief to the people. pic.twitter.com/2lvjRNcZQL

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ডেঙ্গিতে বধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের

প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুধুমাত্র বিরোধী দলনেতা বা অন্য রাজনৈতিক নেতারাই নন, উদ্বেগ প্রকাশ করছে চিকিৎসক মহলও ৷ ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 50 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ মৃতের সংখ্যাও লাগাতার বাড়ছে ৷ ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি ধরা পড়েছে উত্তর 24 পরগনায় ৷ কলকাতাতেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একাদিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও চোখ রাঙাচ্ছে ক্রমশ বেড়ে চলা আক্রান্তের পরিসংখ্যান ৷ এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীকে পাঠানো চিঠিতে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন শুভেন্দুও ৷ তাঁর দাবি, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের হার যথাক্রমে 35, 23, 18 এবং 14 শতাংশ ৷ এছাড়া, মুর্শিদাবাদ ও হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷

পরিস্থিতি যে ভালো নয়, তা কার্যত মেনে নিয়েছে রাজ্য প্রশাসনও ৷ কিন্তু, ডেঙ্গি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ করার বদলে আমজনতার ঘাড়ে দায়িত্ব চাপিয়েই যেন দায় সারতে চেয়েছে তার ! রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমন বহুবার বলেছেন, পৌর কর্তৃপক্ষকে দোষ দিয়ে কোনও লাভ নেই ! মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষে ডেঙ্গি মোকাবিলা করা সম্ভব নয় ! মন্ত্রীর যুক্তি একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও ৷ কিন্তু, তা বলে সামগ্রিক সংক্রমণ প্রতিরোধের দায়ও সরকার আমজনতার উপরেই চাপিয়ে দেবে, এটা কাম্য নয় বলেও মনে করছেন তাঁরা ৷ আর এখানেই রাজ্যের 'অদক্ষতা'র বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন শুভেন্দু ৷ কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গেও সেকথা উল্লেখ করেছেন তিনি ৷

কলকাতা, 7 নভেম্বর: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) নিয়ে এবার কেন্দ্রকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) চিঠি পাঠালেন তিনি ৷ টুইটারে নিজেই সেকথা জানিয়েছেন শুভেন্দু ৷

সোমবার নিজের ভেরিফায়েড টুইটার অ্য়াকাউন্টে এই চিঠির ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সঙ্গে লিখেছেন, "পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতার জন্যই রাজ্যের ডেঙ্গি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ আমি সম্মানীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্যজিকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছি ৷ রাজ্য সরকারকে দিশা দেখানোর জন্য এবং আমজনতার সুবিধার্থে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন জানিয়েছি ৷"

  • Dengue situation in WB has spiralled out of control due to the inefficient WB Govt. I have written a letter to Hon'ble Union Health Minister; Dr. @mansukhmandviya Ji to send a Central Team of Doctors & Public Health Experts to guide the State Govt & provide relief to the people. pic.twitter.com/2lvjRNcZQL

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ডেঙ্গিতে বধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের

প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শুধুমাত্র বিরোধী দলনেতা বা অন্য রাজনৈতিক নেতারাই নন, উদ্বেগ প্রকাশ করছে চিকিৎসক মহলও ৷ ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 50 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ মৃতের সংখ্যাও লাগাতার বাড়ছে ৷ ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি ধরা পড়েছে উত্তর 24 পরগনায় ৷ কলকাতাতেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একাদিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও চোখ রাঙাচ্ছে ক্রমশ বেড়ে চলা আক্রান্তের পরিসংখ্যান ৷ এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীকে পাঠানো চিঠিতে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন শুভেন্দুও ৷ তাঁর দাবি, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের হার যথাক্রমে 35, 23, 18 এবং 14 শতাংশ ৷ এছাড়া, মুর্শিদাবাদ ও হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷

পরিস্থিতি যে ভালো নয়, তা কার্যত মেনে নিয়েছে রাজ্য প্রশাসনও ৷ কিন্তু, ডেঙ্গি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ করার বদলে আমজনতার ঘাড়ে দায়িত্ব চাপিয়েই যেন দায় সারতে চেয়েছে তার ! রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমন বহুবার বলেছেন, পৌর কর্তৃপক্ষকে দোষ দিয়ে কোনও লাভ নেই ! মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষে ডেঙ্গি মোকাবিলা করা সম্ভব নয় ! মন্ত্রীর যুক্তি একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও ৷ কিন্তু, তা বলে সামগ্রিক সংক্রমণ প্রতিরোধের দায়ও সরকার আমজনতার উপরেই চাপিয়ে দেবে, এটা কাম্য নয় বলেও মনে করছেন তাঁরা ৷ আর এখানেই রাজ্যের 'অদক্ষতা'র বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন শুভেন্দু ৷ কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গেও সেকথা উল্লেখ করেছেন তিনি ৷

Last Updated : Nov 7, 2022, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.