ETV Bharat / state

Suvendu Adhikari: সমাজ বিরোধীদের যোগী রাজ্যের মতো এনকাউন্টার হোক, দাবি শুভেন্দুর - Suvendu adhikari says encounters needed

Suvendu Adhikari Slams Mamata Banerjee: পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই অভিযোগ তুলে যোগী আদিত্যনাথের রাজ্যের মতো বাংলায় অপরাধীদের এনকাউন্টার করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:18 PM IST

বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 24 অগস্ট: যারা মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচার করেছে তাদের এনকাউন্টার করা উচিত । বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রয়োজন হলে উত্তরপ্রদেশেকে অনুসরণ করার কথাও বলেন তিনি ৷

তাঁর কথায়,"পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মতো একজনকে দায়িত্ব নিতে হবে । প্রয়োজন হলে এই সমস্ত সমাজ বিরোধীদের এনকাউন্টার করা উচিত । এই সমস্ত পাষণ্ড এবং ঘৃণ্যজীবদের সমাজে থাকা উচিত নয় ।"

রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখান । সেখানেই শিলিগুড়ির প্রবীণা মহিলার হত্যা, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি-সহ রাজ্য জুড়ে নাবালিকা ও মহিলাদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সরব হন তিনি ৷

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন ৷ তিনি বলেন, "যারা এই ধরনের বর্বরোচিত কাজ করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না । এখানে বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করেছে বলে তাদের উপর লাঠিচার্জ করা হয় । 11 জন ভিইচপি কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে । আর যারা বর্বরোচিত কাজ করল সেই আব্বাসের পরিবার এবং তার সঙ্গীদের গ্রেফতার করা হল না । কালিয়াগঞ্জের ঘটনায় জাবেদদের গ্রেফতার করা হল না । উলটে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করা হল ৷ এই ঘটনায় থানায় যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উপরে আক্রমণ শানানো হল ।"

আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর সভা আটকানোর প্রচেষ্টা, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

তিনি সওয়াল করেন, তাহলে এই রাজ্যে আগামী ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কী করে ৷ বিরোধী দলনেতা বলেন, "এমনকী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে । সঙ্গে সঙ্গে রাজ্যের শৈশবকেও সুরক্ষা দিতে ব্যর্থ । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে রাজ্য অপরাধী এবং খুনিদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে ৷"

বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 24 অগস্ট: যারা মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচার করেছে তাদের এনকাউন্টার করা উচিত । বৃহস্পতিবার এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রয়োজন হলে উত্তরপ্রদেশেকে অনুসরণ করার কথাও বলেন তিনি ৷

তাঁর কথায়,"পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মতো একজনকে দায়িত্ব নিতে হবে । প্রয়োজন হলে এই সমস্ত সমাজ বিরোধীদের এনকাউন্টার করা উচিত । এই সমস্ত পাষণ্ড এবং ঘৃণ্যজীবদের সমাজে থাকা উচিত নয় ।"

রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলা এবং নাবালিকাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখান । সেখানেই শিলিগুড়ির প্রবীণা মহিলার হত্যা, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি-সহ রাজ্য জুড়ে নাবালিকা ও মহিলাদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সরব হন তিনি ৷

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন ৷ তিনি বলেন, "যারা এই ধরনের বর্বরোচিত কাজ করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না । এখানে বিশ্ব হিন্দু পরিষদ মিছিল করেছে বলে তাদের উপর লাঠিচার্জ করা হয় । 11 জন ভিইচপি কার্যকর্তাকে গ্রেফতার করা হয়েছে । আর যারা বর্বরোচিত কাজ করল সেই আব্বাসের পরিবার এবং তার সঙ্গীদের গ্রেফতার করা হল না । কালিয়াগঞ্জের ঘটনায় জাবেদদের গ্রেফতার করা হল না । উলটে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করা হল ৷ এই ঘটনায় থানায় যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের উপরে আক্রমণ শানানো হল ।"

আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর সভা আটকানোর প্রচেষ্টা, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

তিনি সওয়াল করেন, তাহলে এই রাজ্যে আগামী ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কী করে ৷ বিরোধী দলনেতা বলেন, "এমনকী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে । সঙ্গে সঙ্গে রাজ্যের শৈশবকেও সুরক্ষা দিতে ব্যর্থ । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে রাজ্য অপরাধী এবং খুনিদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.