কলকাতা, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তারই প্রতিবাদে রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিরোধীরা নিন্দায় সরব হয়েছেন । তাই তাঁকে মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ থেকে সরাবার জন্যই রাজ্যপাল লা গণেশনের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করার সময় চেয়ে আগেই চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তবে এখনও সাক্ষাতের সময় না-মেলায় সোমবার সমস্ত বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন(CM Should Approach Governor for Akhil Giris Resignation)।
রাজভবনে দেওয়া বিজেপির ডেপুটেশনের কপি এদিন রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বলেন, "অখিল গিরির কুৎসিত মন্তব্যের 48 ঘণ্টা কেটে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে অখিল গিরির পদত্যাগের সুপারিশ করেননি । কিংবা দলের পক্ষ থেকে পদত্যাগ করার নির্দেশও দেননি । শনিবার থেকে মেলের পর মেল করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও আমরা তা পাইনি । তাই আজ 50 জন বিজেপি বিধায়কদের নিয়ে আমরা রাজভবনে এসে আমাদের দাবিপত্র ডেপুটেশনের মাধ্যমে দিয়ে গেলাম । আমরা ডেপুটেশনের মাধ্যমে জানিয়েছি যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন যেন অখিল গিরি অবিলম্বে পদত্যাগ করেন । রাজ্যপাল যেখানেই থাকুন না কেন মেলে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অখিল গিরির পদত্যাগের পরামর্শ দিন ।"
পাশাপাশি এই বিষয়ে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "গত তিনদিন ধরে আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইছি । এখনও আমাদের সময় দেওয়া হল না । অখিল গিরি দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে কুৎসিত কটাক্ষ করেছেন সেই বিষয়ে তিনি এখনও ক্ষমা চাননি । বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গ্লাভস পড়ে আদিবাসী মহিলাদের সঙ্গে লোক দেখাবার জন্য নাচ করেন । চা বাগানে যে আদিবাসী মা-বোনেরা কাজ করছে তাদের কোনও সুযোগ সুবিধা করে দেননি তিনি ।"
আরও পড়ুন : রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র