ETV Bharat / state

Suvendu on Show Cause: অভিযোগ স্পষ্ট নয়, শিশু সুরক্ষা কমিশনের শোকজে জবাব শুভেন্দুর - কয়লা ভাইপো

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিশু অধিকার সুরক্ষা কমিশনের (Commission for Protection of Child Rights) শোকজের জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Replies on Show Cause Notice) ৷ বিরোধী দলনেতার আইনজীবী জানিয়েছেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে করা অভিযোগগুলি স্পষ্ট নয় ৷

Suvendu Adhikari Replies on Show Cause Notice of Commission for Protection of Child Rights
Suvendu Adhikari Replies on Show Cause Notice of Commission for Protection of Child Rights
author img

By

Published : Nov 21, 2022, 11:24 AM IST

Updated : Nov 21, 2022, 12:57 PM IST

কলকাতা, 21 নভেনম্ব: শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশে যে অভিযোগগুলি তোলা হয়েছে, সেগুলি স্পষ্ট নয় ৷ শিশু সুরক্ষা কমিশনকে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী (Suvendu Adhikari Replies on Show Cause Notice) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ দায়ের হয় শুভেন্দুর বিরুদ্ধে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুকে শোকজ নোটিশ পাঠায় কমিশন (Commission for Protection of Child Rights) ৷

এদিন শুভেন্দু অধিকারী তাঁর শোকজের জবাবের একটি কপি টুইটারে শেয়ার করেছেন ৷ সেখানে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, ‘‘আমার মক্কেল একাধিকবার তাঁর 13 নভেম্বরের টুইট খতিয়ে দেখেছেন ৷ সেখানে কোথাও 3 বছরের শিশুর কথা উল্লেখ করা নেই...৷’’ এখানেই শেষ নয় ৷ শুভেন্দুর আইনজীবী শোকজের জবাবে লিখেছেন, ‘‘13 নভেম্বরের টুইটে আমার মক্কেল ‘কয়লা ভাইপোর ছেলে’ উল্লেখ করেছেন ৷ কিন্তু, সেখানে কোথাও 3 বছরের বাচ্চার কথা লেখা হয়নি ৷ এটাও দয়া করে স্পষ্ট করবেন, কে ‘কয়লা ভাইপো’ তা আপনারা কীভাবে বুঝলেন এবং অভিযোগকারী বা কীভাবে বুঝলেন যে, ‘কয়লা ভাইপো’ কে ৷ আর এটাও বোঝা গেল না যে, আপনারা বা অভিযোগকারী কীভাবে বুঝলেন যে, আমার মক্কেলের উল্লেখ করা ‘কয়লা ভাইপোর ছেলে’র বয়স 18 বছরের নিচে ৷’’

  • Grand Celebrations tonight at Taj Bengal !!!

    Security has been beefed up for the Birthday Party of Koyla Bhaipo’s son.
    Over 500 Policemen, Bomb Squad & Dog Squad have been deployed to Guard the venue. Door Frame Metal Detectors & Hand-held Metal Detectors are in place.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত 13 নভেম্বর দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের ছেলের জন্মদিন পালন করা হয় ৷ আর সেইদিনেই শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তাজ বেঙ্গলে আজ রাতে গ্র্যান্ড সেলিব্রেশন !!! কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে ৷ 500’র বেশি পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড অনুষ্ঠান স্থলের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে ৷ ডর ফ্রেমের মেটাল ডিডেক্টর ও হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টরও রয়েছে ৷’’

  • My lawyer's response to the Show Cause Notice of the WB Commission for Protection of Child Rights dated 18/11/22:
    a) the allegations are vague
    b) the Commission should clarify who they have understood to be 'Koyla Bhaipo'
    c) how did they assume that Koyla Bhaipo's son is a minor pic.twitter.com/DineqOWqO9

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে টুইট ! শুভেন্দুকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের

শুভেন্দুর এই টুইটের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয় ৷ যে অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে একটি শোকজ নোটিশ পাঠায় কমিশন ৷ এদিন সেই চিঠির জবাবে, শুভেন্দুর আইনজীবী উল্লেখ করলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি স্পষ্ট নয় ৷

কলকাতা, 21 নভেনম্ব: শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিশে যে অভিযোগগুলি তোলা হয়েছে, সেগুলি স্পষ্ট নয় ৷ শিশু সুরক্ষা কমিশনকে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী (Suvendu Adhikari Replies on Show Cause Notice) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ দায়ের হয় শুভেন্দুর বিরুদ্ধে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দুকে শোকজ নোটিশ পাঠায় কমিশন (Commission for Protection of Child Rights) ৷

এদিন শুভেন্দু অধিকারী তাঁর শোকজের জবাবের একটি কপি টুইটারে শেয়ার করেছেন ৷ সেখানে একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, ‘‘আমার মক্কেল একাধিকবার তাঁর 13 নভেম্বরের টুইট খতিয়ে দেখেছেন ৷ সেখানে কোথাও 3 বছরের শিশুর কথা উল্লেখ করা নেই...৷’’ এখানেই শেষ নয় ৷ শুভেন্দুর আইনজীবী শোকজের জবাবে লিখেছেন, ‘‘13 নভেম্বরের টুইটে আমার মক্কেল ‘কয়লা ভাইপোর ছেলে’ উল্লেখ করেছেন ৷ কিন্তু, সেখানে কোথাও 3 বছরের বাচ্চার কথা লেখা হয়নি ৷ এটাও দয়া করে স্পষ্ট করবেন, কে ‘কয়লা ভাইপো’ তা আপনারা কীভাবে বুঝলেন এবং অভিযোগকারী বা কীভাবে বুঝলেন যে, ‘কয়লা ভাইপো’ কে ৷ আর এটাও বোঝা গেল না যে, আপনারা বা অভিযোগকারী কীভাবে বুঝলেন যে, আমার মক্কেলের উল্লেখ করা ‘কয়লা ভাইপোর ছেলে’র বয়স 18 বছরের নিচে ৷’’

  • Grand Celebrations tonight at Taj Bengal !!!

    Security has been beefed up for the Birthday Party of Koyla Bhaipo’s son.
    Over 500 Policemen, Bomb Squad & Dog Squad have been deployed to Guard the venue. Door Frame Metal Detectors & Hand-held Metal Detectors are in place.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত 13 নভেম্বর দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের ছেলের জন্মদিন পালন করা হয় ৷ আর সেইদিনেই শুভেন্দু অধিকারী একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘তাজ বেঙ্গলে আজ রাতে গ্র্যান্ড সেলিব্রেশন !!! কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে ৷ 500’র বেশি পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড অনুষ্ঠান স্থলের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে ৷ ডর ফ্রেমের মেটাল ডিডেক্টর ও হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টরও রয়েছে ৷’’

  • My lawyer's response to the Show Cause Notice of the WB Commission for Protection of Child Rights dated 18/11/22:
    a) the allegations are vague
    b) the Commission should clarify who they have understood to be 'Koyla Bhaipo'
    c) how did they assume that Koyla Bhaipo's son is a minor pic.twitter.com/DineqOWqO9

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে টুইট ! শুভেন্দুকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের

শুভেন্দুর এই টুইটের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয় ৷ যে অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে একটি শোকজ নোটিশ পাঠায় কমিশন ৷ এদিন সেই চিঠির জবাবে, শুভেন্দুর আইনজীবী উল্লেখ করলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি স্পষ্ট নয় ৷

Last Updated : Nov 21, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.