ETV Bharat / state

Suvendu on Abhishek Review Meeting: শুধু ডায়মন্ড হারবারের জন্য প্রশাসনিক বৈঠক কেন ? মুখ্যসচিবকে প্রশ্ন শুভেন্দুর

ডায়মন্ড হারবার লোকসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক নিয়ে এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu on Abhishek Review Meeting) ৷ মুখ্যসচিবকে উল্লেখ্য করে এনিয়ে একটি টুইট করলেন বিরোধী দলনেতা ৷

Suvendu on Abhishek Review Meeting ETV BHARAT
Suvendu on Abhishek Review Meeting
author img

By

Published : Jan 29, 2023, 11:02 AM IST

Updated : Jan 29, 2023, 11:40 AM IST

কলকাতা, 29 জানুয়ারি: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গতকাল প্রশাসনিক বৈঠক করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Review Meeting for Diamond Harbour Constituency) ৷ তা নিয়ে এবার মুখ্যসচিবকে উল্লেখ্য একটি টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মুখ্যসচিবের কাছে তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি কোনও গণতন্ত্র আছে ? না কি কর্তৃত্ববাদীদের শাসন চলছে ? এনিয়ে ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ আর এই টুইটে তিনি বিজেপির সকল সাংসদদেরও ট্যাগ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

শনিবার ডায়মন্ড হারবার লোকসভায় প্রশাসনিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবারের অন্তর্গত সবক’টি গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের সদস্য, পৌরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিও, সাত বিধানসভার বিধায়ক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ আর এই প্রশাসনিক সভার আয়োজন করেছিলেন খোদ দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ সেখানেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ৷ মখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে টুইটে উল্লেখ করে তাঁর প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্র রয়েছে ৷ তাহলে, বাকিদের কী হবে ?’’

জেলাশাসকের তরফে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার জন্য সকলকে একটি চিঠি দেওয়া হয়েছিল ৷ সেই চিঠি এবং সকলের নামের তালিকা টুইটারে পোস্ট করেন শুভেন্দু ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সম্মানিয় মুখ্যসচিব, পশ্চিমবঙ্গে আদউ কোনও গণতন্ত্র আছে, না কি কর্তৃত্ববাদীদের শাসন চলছে ? আমি ধন্দে রয়েছি ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য প্রশাসনিক সভার আয়োজন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্র রয়েছে ৷ তাহলে, বাকিদের কী হবে ?’’

  • Hon'ble Chief Secretary,
    I'm in a quandary about whether there's Democracy in WB or Authoritarian Monarchy.
    The South 24 Parganas DM arranged a Review Meeting for Diamond Harbour Parliamentary Constituency.
    There are 42 Parliamentary Constituencies in WB, what about the others? pic.twitter.com/D6rX1pTiFq

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়ে কি অপরাধ করেছে রাজ্য ?' শুভেন্দুকে পালটা চাপ অভিষেকের

এই পোস্টে তিনি তৃণমূল ও বিজেপির একাধিক সাংসদকে ট্যাগ করেছেন ৷ যে তালিকায় অভিনেতা তথা সাংসদ দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, খলিলুর রহমান, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, আবু হাসেম খান চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, খগেন মুর্মু, মোহন জাটুয়া, দিলীপ ঘোষ-সহ একাধিক সাংসদের নাম সেখানে উল্লেখ্য করেছেন ৷ আর এর মূল উদ্দেশ্য, তাঁদের লোকসভা কেন্দ্রে কেন এমন প্রশাসনিক বৈঠক হবে না, সেই প্রশ্নই ঘুরিয়ে তুলতে চেয়েছেন বিরোধী দলনেতা ৷

কলকাতা, 29 জানুয়ারি: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গতকাল প্রশাসনিক বৈঠক করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Review Meeting for Diamond Harbour Constituency) ৷ তা নিয়ে এবার মুখ্যসচিবকে উল্লেখ্য একটি টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মুখ্যসচিবের কাছে তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি কোনও গণতন্ত্র আছে ? না কি কর্তৃত্ববাদীদের শাসন চলছে ? এনিয়ে ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ আর এই টুইটে তিনি বিজেপির সকল সাংসদদেরও ট্যাগ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷

শনিবার ডায়মন্ড হারবার লোকসভায় প্রশাসনিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবারের অন্তর্গত সবক’টি গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের সদস্য, পৌরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিও, সাত বিধানসভার বিধায়ক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷ আর এই প্রশাসনিক সভার আয়োজন করেছিলেন খোদ দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ সেখানেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ৷ মখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে টুইটে উল্লেখ করে তাঁর প্রশ্ন, ‘‘পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্র রয়েছে ৷ তাহলে, বাকিদের কী হবে ?’’

জেলাশাসকের তরফে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার জন্য সকলকে একটি চিঠি দেওয়া হয়েছিল ৷ সেই চিঠি এবং সকলের নামের তালিকা টুইটারে পোস্ট করেন শুভেন্দু ৷ সেখানে তিনি লেখেন, ‘‘সম্মানিয় মুখ্যসচিব, পশ্চিমবঙ্গে আদউ কোনও গণতন্ত্র আছে, না কি কর্তৃত্ববাদীদের শাসন চলছে ? আমি ধন্দে রয়েছি ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য প্রশাসনিক সভার আয়োজন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ৷ পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্র রয়েছে ৷ তাহলে, বাকিদের কী হবে ?’’

  • Hon'ble Chief Secretary,
    I'm in a quandary about whether there's Democracy in WB or Authoritarian Monarchy.
    The South 24 Parganas DM arranged a Review Meeting for Diamond Harbour Parliamentary Constituency.
    There are 42 Parliamentary Constituencies in WB, what about the others? pic.twitter.com/D6rX1pTiFq

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়ে কি অপরাধ করেছে রাজ্য ?' শুভেন্দুকে পালটা চাপ অভিষেকের

এই পোস্টে তিনি তৃণমূল ও বিজেপির একাধিক সাংসদকে ট্যাগ করেছেন ৷ যে তালিকায় অভিনেতা তথা সাংসদ দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, খলিলুর রহমান, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, আবু হাসেম খান চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, খগেন মুর্মু, মোহন জাটুয়া, দিলীপ ঘোষ-সহ একাধিক সাংসদের নাম সেখানে উল্লেখ্য করেছেন ৷ আর এর মূল উদ্দেশ্য, তাঁদের লোকসভা কেন্দ্রে কেন এমন প্রশাসনিক বৈঠক হবে না, সেই প্রশ্নই ঘুরিয়ে তুলতে চেয়েছেন বিরোধী দলনেতা ৷

Last Updated : Jan 29, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.