ETV Bharat / state

তৃণমূল ছাড়লেন শুভেন্দু - Suvendu send resignation letter to Mamata Banerjee

মন্ত্রিত্ব , বিধায়ক পদের পর এবার তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী ।

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 17, 2020, 2:35 PM IST

Updated : Dec 17, 2020, 3:36 PM IST

কলকাতা , 17 ডিসেম্বর : এবার দলও ছাড়লেন শুভেন্দু অধিকারী ৷ আজ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন শুভেন্দু। তবে, চিঠিতে দল ছাড়ার কোনও কারণ তিনি দেখাননি।

গতকালই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য সেইসময় বিধানসভায় ছিলেন না। তাই রিসিভ সেকশনে পদত্যাগপত্র জমা করেন শুভেন্দু। পাশাপাশি অধ্যক্ষকে পদত্যাগপত্র ইমেল করেন। এর আগে মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু ৷

আরও পড়ুন , শুভেন্দু বিশ্বাসঘাতক, বললেন সৌগত ও কল্যাণ


শুভেন্দু অধিকারী নিয়ে জল্পনা আজ নয় । মাসাধিক সময় পেরিয়ে গেছে । যেদিন থেকে তিনি অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন , সেদিন থেকেই তাঁর দলের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা শুরু হয় । একে একে মন্ত্রিত্বের পদ , এইচআরবিসি-র পদ থেকে ইস্তফা জল্পনাকে আরও উসকে দেয় । এরপর যে কোনও মুহূর্তে তিনি বিধায়ক পদও ছেড়ে দেবেন বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল । গতকাল তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা সমস্ত জল্পনার অবসান ঘটায় ।

Suvendu Adhikari resignation letter
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পদত্যাগপত্র পাঠিয়ে আজ ইস্তফা দেন শুভেন্দু অধিকারী

এবার তৃণমূলের সদস্য়পদ থেকেও ইস্তফা দিলেন তিনি । সেক্ষেত্রে এখনও আর একটা প্রশ্ন উঠছে । তৃণমূল ছাড়ার পর কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু ? এখন এই উত্তরের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল ।

কলকাতা , 17 ডিসেম্বর : এবার দলও ছাড়লেন শুভেন্দু অধিকারী ৷ আজ তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন শুভেন্দু। তবে, চিঠিতে দল ছাড়ার কোনও কারণ তিনি দেখাননি।

গতকালই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য সেইসময় বিধানসভায় ছিলেন না। তাই রিসিভ সেকশনে পদত্যাগপত্র জমা করেন শুভেন্দু। পাশাপাশি অধ্যক্ষকে পদত্যাগপত্র ইমেল করেন। এর আগে মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু ৷

আরও পড়ুন , শুভেন্দু বিশ্বাসঘাতক, বললেন সৌগত ও কল্যাণ


শুভেন্দু অধিকারী নিয়ে জল্পনা আজ নয় । মাসাধিক সময় পেরিয়ে গেছে । যেদিন থেকে তিনি অরাজনৈতিক ব্যানারে সভা করছিলেন , সেদিন থেকেই তাঁর দলের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা শুরু হয় । একে একে মন্ত্রিত্বের পদ , এইচআরবিসি-র পদ থেকে ইস্তফা জল্পনাকে আরও উসকে দেয় । এরপর যে কোনও মুহূর্তে তিনি বিধায়ক পদও ছেড়ে দেবেন বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল । গতকাল তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা সমস্ত জল্পনার অবসান ঘটায় ।

Suvendu Adhikari resignation letter
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পদত্যাগপত্র পাঠিয়ে আজ ইস্তফা দেন শুভেন্দু অধিকারী

এবার তৃণমূলের সদস্য়পদ থেকেও ইস্তফা দিলেন তিনি । সেক্ষেত্রে এখনও আর একটা প্রশ্ন উঠছে । তৃণমূল ছাড়ার পর কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু ? এখন এই উত্তরের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল ।

Last Updated : Dec 17, 2020, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.