কলকাতা, 7 সেপ্টেম্বর: এক ধাক্কায় প্রায় 40 হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বৃদ্ধির বিষয়ে ঘোষণা করেছেন । কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বেতন বৃদ্ধিকে সমর্থন করেন না । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই বেতন বৃদ্ধিকে আমরা সমর্থন করি না । আমরা সমকাজে সমবেতন চাই ।"
এই বিষয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, "আমরা চাই শিক্ষক, পুলিশ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা আগে দেওয়া হোক । আমরা চাই পাঁচশো-হাজার ভাগাভাগি না করে পশ্চিমবঙ্গের সমস্ত মাতৃ সম্প্রদায়কে 2 হাজার টাকা করে দেওয়া হোক । আমরা আমাদের ভাতা বৃদ্ধি চাই না । উনি যখন এটা ঘোষণা করেছেন, তখন আমরা হাউসে ছিলাম না । এটা ওঁর একতরফা ঘোষণা ।"
উল্লেখ্য, 2018 সালে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয়েছিল ৷ তারপর থেকে বাজারদর অনেক বাড়লেও তাঁদের ভাতা বৃদ্ধি হয়নি ৷ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বিধায়করা আগে মাসে 10 হাজার টাকা করে বেতন পেতেন ৷ সেই বেতন বাড়িয়ে 50 হাজার টাকা করা হচ্ছে ৷ আর প্রতিমন্ত্রীরা মাসে বেতন পেতেন 10 হাজার 900 টাকা ৷ তাঁদের বেতন বাড়িয়ে 50 হাজার 900 টাকা করা হচ্ছে ৷ আর পূর্ণমন্ত্রীরা মাসে বেতন 11 হাজার টাকা পেতেন ৷ সেটা বেড়ে হচ্ছে 51 হাজার টাকা ৷
এ দিন বিধানসভায় 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবি দেওয়া ও পশ্চিমবঙ্গের মানচিত্র আঁকা বিশেষ পোশাক পড়ে বিধানসভা অধিবেশনে যোগ দেন বিজেপি বিধায়করা । সেই বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আপত্তি তোলেন । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মাননীয় স্পিকার এই বিষয়ে আপত্তি করলেও আইনগত কোনও অসুবিধা বা আইন ভঙ্গের কারণ নেই । আমাদের সংবিধান আমাদের খাদ্যাভাস, আমাদের পোশাকের অধিকার দিয়েছে ৷ ফলে ওঁরা চাইলেও কিছু করতে পারেন না । আমাদের ঐক্যবদ্ধতাই আমাদেরকে এগিয়ে দিয়েছে ।"
আরও পড়ুন: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর