কলকাতা, 21 সেপ্টেম্বর: ঝড়-জলের পরোয়া না-করে দিনের পর দিন এসএসসি ও এসএলএলটি-র মেধাতালিকা ভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা গান্ধি মূর্তির পাদদেশে বসে রয়েছেন ৷ নিজেদের হকের পাওনা বুঝে নিতে লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা ৷ বুধবার বিধানসভা থেকে বেরিয়ে অবস্থানরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷
ধরনা মঞ্চে এসে তিনি বলেন, "বিধানসভায়ও শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত নিয়োগের দাবি তোলা হয়েছে। অন্যদিকে, এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) পুজোর আগে 900-র উপর শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করার রায় দিয়েছেন ৷ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।"
আরও পড়ুন: শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির
চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দিয়ে বলেন, "আপনাদের লড়াই ন্যায্য লড়াই। আমাদের বিশ্বাস, আজ না-হোক কাল, আপনারা নিয়োগ পাবেন।" পাশাপাশি চাকরিপ্রার্থীদের স্লোগানের সঙ্গে গলা মেলান শুভেন্দু অধিকারীরা। তিনি পাশে থাকায় আশ্বস্ত হন আন্দোলনরত চাকরিপ্রার্থীরাও।