নয়াদিল্লি, 20 ডিসেম্বর: পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ মঙ্গলবার শাহের অফিসে প্রায় 30 মিনিট কথা হয় দুই নেতার ৷ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের এই বৈঠককে গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল ৷ এদিন বৈঠক শেষে এক টুইটে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের একাধিক বিষয় নিয়ে এদিন তাঁদের মধ্যে আলোচনা হয়েছে (Suvendu Adhikari meets Amit Shah in Delhi)৷
-
It's an honour to meet the Hon'ble Union Minister Shri @AmitShah Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I thank him for meeting me for almost 30 minutes at his Office in the Parliament. We discussed several issues of West Bengal and the way forward. pic.twitter.com/GxkgLnbQTa
">It's an honour to meet the Hon'ble Union Minister Shri @AmitShah Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2022
I thank him for meeting me for almost 30 minutes at his Office in the Parliament. We discussed several issues of West Bengal and the way forward. pic.twitter.com/GxkgLnbQTaIt's an honour to meet the Hon'ble Union Minister Shri @AmitShah Ji.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2022
I thank him for meeting me for almost 30 minutes at his Office in the Parliament. We discussed several issues of West Bengal and the way forward. pic.twitter.com/GxkgLnbQTa
উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজ্যে এসেছিলেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ সেদিন রাতেই দলের রাজ্য দফতরে তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন ৷ পরের দিন অর্থাৎ শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় অঞ্চলিক পরিষদের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই বৈঠক শেষে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার ৷ সেদিনই শুভেন্দু জানিয়েছিলেন, সোমবার রাজ্যের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করবে শীর্ষ নেতৃত্ব ৷ সেই বৈঠকে তিনিও থাকবেন ৷ পরের দিন তিনি দেখা করবেন অমিত শাহের সঙ্গে (Suvendu Adhikari and Amit Shah meeting)৷
আরও পড়ুন: উদয়ন গুহকে প্রশ্ন করার জের ! বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ইউনিট সভাপতির পদ থেকে সরানো হল ছাত্রনেতাকে
অন্যদিকে, মঙ্গলবার সকালে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও টুইটারে ছবি পোস্ট করে জানান, রাজ্যের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷