ETV Bharat / state

Suvendu Adhikari allegedly gives death threat: শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তাঁরই দলের বিধায়কের - শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ

বিধানসভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari allegedly gives death threat)৷ অভিযোগ তাঁরই দলের বিধায়কের (Suvendu Adhikari news)৷

low demand of traditional holi sweet mothh, makers facing problem
দোলের পুজোয় আবশ্যিক হলেও মঠের চাহিদা তলানিতে
author img

By

Published : Mar 17, 2022, 12:46 PM IST

কলকাতা, 17 মার্চ: বেনজির অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে (Suvendu Adhikari allegedly gives death threat) ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তাঁরই দলের বিধায়ক (Suvendu Adhikari news)৷

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁরই দলের বিধায়ক (তৃণমূলে যোগ দিলেও, বিধানসভায় তাঁদের পরিচয় বিজেপি বিধায়কই)। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী । এই নিয়ে বুধবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি । বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তাঁদের আয়কর নোটিস ধরানোর হুমকি দিচ্ছেন ।

মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বারবার বাধা দিচ্ছিলেন বিরোধী দলের সদস্যরা (Bengali Assembly news)। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তাঁরা । তাতে বিরোধী বিধায়কদের নিরস্ত্র করা যায়নি ৷ উল্টে বিধানসভা কক্ষ থেকে ওয়াক-আউটের সময় বিরোধী দলনেতা তাঁদের আয়কর দফতরের নোটিস পাঠানোর বন্দোবস্ত করছেন বলে হুমকি দিয়ে যান বলে অভিযোগ ।

আরও পড়ুন: Suvendu Reacts to Jay Prakash-Rajib : 'কুকুরের কাজ কুকুর করেছে', সত্যেন্দ্রনাথের কবিতায় জয়প্রকাশ-রাজীবকে পাল্টা শুভেন্দুর

প্রসঙ্গত, বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari allegedly gives death threat)। সেই সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়কেরা । তাতে সুর মেলান বিজেপির চার বিধায়ক সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস । শুভেন্দুকে থামানোর চেষ্টা করেন তাঁরা । এর মাঝেই অগ্নিমিত্রা পাল এগিয়ে এসে ওই চার বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

পরে মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন বিজেপি বিধায়করা ওয়াক-আউট করেন । সেই সময় শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন । দেখা যায়, দু’জনের মধ্যে বচসা হচ্ছিল ।

বিজেপির চার বিধায়ক অভিযোগ করেন, তাঁদের প্রাণে মারার এবং আয়কর হানার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা । এই অভিযোগ শুনে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি বিষয়টি অধ্যক্ষের নজরে আনার পরামর্শ দেন । অধ্যক্ষ এই ঘটনার কড়া নিন্দা করে চার বিধায়কের নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছেন । একইসঙ্গে অভিযোগ অনুযায়ী বিরোধী দলনেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তাও খতিয়ে দেখছেন তিনি ।

কলকাতা, 17 মার্চ: বেনজির অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে (Suvendu Adhikari allegedly gives death threat) ৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তাঁরই দলের বিধায়ক (Suvendu Adhikari news)৷

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁরই দলের বিধায়ক (তৃণমূলে যোগ দিলেও, বিধানসভায় তাঁদের পরিচয় বিজেপি বিধায়কই)। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের দাবি, তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী । এই নিয়ে বুধবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি । বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তাঁদের আয়কর নোটিস ধরানোর হুমকি দিচ্ছেন ।

মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বারবার বাধা দিচ্ছিলেন বিরোধী দলের সদস্যরা (Bengali Assembly news)। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তাঁরা । তাতে বিরোধী বিধায়কদের নিরস্ত্র করা যায়নি ৷ উল্টে বিধানসভা কক্ষ থেকে ওয়াক-আউটের সময় বিরোধী দলনেতা তাঁদের আয়কর দফতরের নোটিস পাঠানোর বন্দোবস্ত করছেন বলে হুমকি দিয়ে যান বলে অভিযোগ ।

আরও পড়ুন: Suvendu Reacts to Jay Prakash-Rajib : 'কুকুরের কাজ কুকুর করেছে', সত্যেন্দ্রনাথের কবিতায় জয়প্রকাশ-রাজীবকে পাল্টা শুভেন্দুর

প্রসঙ্গত, বিধানসভায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari allegedly gives death threat)। সেই সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়কেরা । তাতে সুর মেলান বিজেপির চার বিধায়ক সৌমেন রায়, কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস । শুভেন্দুকে থামানোর চেষ্টা করেন তাঁরা । এর মাঝেই অগ্নিমিত্রা পাল এগিয়ে এসে ওই চার বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ।

পরে মুখ্যমন্ত্রী যখন বলতে ওঠেন, তখন বিজেপি বিধায়করা ওয়াক-আউট করেন । সেই সময় শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীর দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলেন । দেখা যায়, দু’জনের মধ্যে বচসা হচ্ছিল ।

বিজেপির চার বিধায়ক অভিযোগ করেন, তাঁদের প্রাণে মারার এবং আয়কর হানার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা । এই অভিযোগ শুনে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি বিষয়টি অধ্যক্ষের নজরে আনার পরামর্শ দেন । অধ্যক্ষ এই ঘটনার কড়া নিন্দা করে চার বিধায়কের নিরাপত্তার ব্যবস্থা করার কথা বলেছেন । একইসঙ্গে অভিযোগ অনুযায়ী বিরোধী দলনেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তাও খতিয়ে দেখছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.