ETV Bharat / state

Suvendu Adhikari: 3 ডিসেম্বর কাঁথিতে তৃণমূলের জনসভা, মাইক বাজিয়ে হেনস্থার আশঙ্কায় আদালতে শুভেন্দু

আগামী 3 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সভা ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির 100 মিটারের মধ্যে এই জনসভার বিরুদ্ধে আদালতে গেলেন বিজেপি নেতা (Suvendu Adhikari to file plea against 3 December TMC public meeting) ৷

Suvendu Adhikari
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 1:14 PM IST

Updated : Dec 1, 2022, 2:16 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: বাড়ির সামনে মাইক বাজিয়ে তাঁকে হেনস্থা করা হতে পারে এমন আশঙ্কায় আাদলতের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ 3 ডিসেম্বর তৃণমূলের সভা হওয়ার কথা রয়েছে ৷ এতে কয়েক হাজার লোকের জমায়েতের সম্ভাবনা রয়েছে ৷ এই সভা শুভেন্দুর বাড়ির 100 মিটারের মধ্যে। বিধানসভার বিরোধী দলনেতার দাবি, এসপি, ওসিকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই বিচারপতি রাজাশেখার মান্থার বেঞ্চে মামলা দায়েরের অনুমতির আবেদন চাইলেন বিরোধী দলনেতা । আজ বেলা দুটোয় শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷

এর আগে তাঁর বাড়ির সামনে স্বাস্থ্য শিবিরের নামে মাইক বাজিয়ে শাসকদল তাঁকে হেনস্থা করেছে দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা একের পর এক পুলিশি অভিযোগ নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: 'গেট ওয়েল সুন' মেসেজ, 1100 মোবাইল নম্বরের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ শুভেন্দুর

আদালত নির্দেশ দিয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না । তারপরেও খুব সামান্য বিষয়ের উপরেও মামলা রুজু করছে পুলিশ এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি একুশের বিধানসভা-নির্বাচন পরবর্তী 5 মে থেকে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে '1956' শীর্ষক বই প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: বিধানসভা ভোট-পরবর্তী মামলা, আজ '1956' বই প্রকাশ শুভেন্দুর

কলকাতা, 1 ডিসেম্বর: বাড়ির সামনে মাইক বাজিয়ে তাঁকে হেনস্থা করা হতে পারে এমন আশঙ্কায় আাদলতের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ 3 ডিসেম্বর তৃণমূলের সভা হওয়ার কথা রয়েছে ৷ এতে কয়েক হাজার লোকের জমায়েতের সম্ভাবনা রয়েছে ৷ এই সভা শুভেন্দুর বাড়ির 100 মিটারের মধ্যে। বিধানসভার বিরোধী দলনেতার দাবি, এসপি, ওসিকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই বিচারপতি রাজাশেখার মান্থার বেঞ্চে মামলা দায়েরের অনুমতির আবেদন চাইলেন বিরোধী দলনেতা । আজ বেলা দুটোয় শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷

এর আগে তাঁর বাড়ির সামনে স্বাস্থ্য শিবিরের নামে মাইক বাজিয়ে শাসকদল তাঁকে হেনস্থা করেছে দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা একের পর এক পুলিশি অভিযোগ নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: 'গেট ওয়েল সুন' মেসেজ, 1100 মোবাইল নম্বরের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ শুভেন্দুর

আদালত নির্দেশ দিয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না । তারপরেও খুব সামান্য বিষয়ের উপরেও মামলা রুজু করছে পুলিশ এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ সম্প্রতি একুশের বিধানসভা-নির্বাচন পরবর্তী 5 মে থেকে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে '1956' শীর্ষক বই প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: বিধানসভা ভোট-পরবর্তী মামলা, আজ '1956' বই প্রকাশ শুভেন্দুর

Last Updated : Dec 1, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.