কলকাতা, 8 জানুয়ারি: শাহজাহানের বিরুদ্ধে তিন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় এবার সিবিআই কিংবা এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু সোমবার জানান, সন্দেশখালিতে 2019 সালের 6 জুন তিন জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে তাঁদের লোপাট করা হয়েছিল। তাঁরা হলেন প্রদীপ, দেবদাস এবং সুকান্ত মণ্ডল। দু'টো এফআইআর হয়। যাঁরা এই এফআইআর করেন তাঁরা হলেন, সুপ্রিয়া মণ্ডল ও পদ্মা মণ্ডল। আদালতের নির্দেশেই সিআইডি তদন্ত হয়। দু'টি মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ। একটাতে 28 জন এবং অন্যটাতে 24 জন মোট আসামী ছিলেন।
তাঁর কথায়, "দু'টি মামলাতেই শাহজাহান শেখের নামে চার্জশিট জমা করা হয়নি। পরে চার্জশিট দেওয়া হয়। পরে কয়েকজন আসামী জামিন পেয়ে যায়। শেখ শাহজাহান বাংলাদেশ গেলেও আমাদের যারা তদন্তকারী অফিসার আছে তারা যথেষ্ট যোগ্য তাকে খুঁজে আনার ক্ষেত্রে ৷" জানা গিয়েছে, সোমবার সুপ্রিয়া মণ্ডল ও পদ্মা মণ্ডল ফের হাইকোর্টে মামলা করেছেন। ওই চার্জশিটকে চ্যালেঞ্জ করে। সিবিআই ও ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন তাঁরা।
তাঁদের দু'জনের নিরাপত্তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি বলে, জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতা এদিন আরও বলেন, "আমাদের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা আশা করব, এই জঙ্গি, রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধু রেশন দুর্নীতি নয়; তিন তিনটে দেহ লোপাট করে মমতা পুলিশের আশ্রয়ে দু'টি মামলা থেকে চার্জশিট মুক্ত হয়েছে। পুনরায় যাতে ওই পরিবার ন্যায় বিচার পায় তার জন্য আজ হাইকোর্টের দ্বারস্থ হলাম ৷"
কুণাল ঘোষকে এদিন শুভেন্দু কটাক্ষ করে বলেন, "একটা নর্দমার কিট, সাড়ে তিন বছর জেল খাটা মাল, মমতার চাকর, ভাইপোর পে-রোলে থাকা মাল। এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। অনুব্রত মণ্ডলের মতো শাহজাহান শেখের একই পরিণতি হবে।"
আরও পড়ুন: