কলকাতা, 9 মার্চ: আগামিকাল, শুক্রবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাম-সহ একাধিক সরকারি কর্মচারী ইউনিয়ন । বৃহস্পতিবার সেই দাবিকে পূর্ণ সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) যে দাবি রাজ্য সরকারি কর্মচারীরা করছেন, তার ন্যায্য এবং বাস্তবসম্মত । এতে পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের ।
তিনি আরও জানান, এই সরকার যদি আগামিকাল ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য কোনও সরকারি কর্মচারীদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে তাঁদের সব রকম আইনি সাহায্য দেবে বিজেপি (BJP) । তিনি বলেন, ‘‘আগেই দলের রাজ্য সভাপতির তরফ থেকে কর্মচারীদের এই পদক্ষেপকে সমর্থন জানানো হয়েছে । এবার পরিষদীয় দলের তরফ থেকে এই ন্যায্য আন্দোলনকে পূর্ণ সমর্থন জানানো হল ।’’
তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের এই কর্মসূচি ব্যর্থ করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে । আমি বলছি, আপনারা ভয় পাবেন না । যাঁরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দাবি করেন এবং যাঁরা মনে করেন মহার্ঘ ভাতা ভিক্ষা নয় অধিকার, তাঁরা ভয়-ভীতি উপেক্ষা করে আগামিকাল ধর্মঘটে অংশগ্রহণ করুন । আপনাদের শারীরিক-মানসিক ও আইনিভাবে কোনও সাহায্য লাগলে আমরা পাশে আছি ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা কাউকে জোর করছি না । কাউকে জোর করে ধর্মঘট করতে বাধা দেওয়া হলে, আমরা তাঁর পাশে দাঁড়াব ।’’ এদিন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্টভাবেই মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন । এবং তাঁরা যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি ।
এদিকে বৃহস্পতিবার নবান্নেও সরকারি অফিসগুলিতে এই ধর্মঘট রুখতে তৎপর প্রসাশন । সূত্রের খবর, এদিন ধর্মঘট মোকাবিলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তিনি প্রত্যেক জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন, এই কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে ৷ কোথাও যেন এই কর্মসূচিতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।
গত 20 ও 21 ফেব্রুয়ারি, সরকারি কর্মচারীদের কর্মসূচিকে ব্যর্থ করতে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । এদিন দুপুর পর্যন্ত খবর, এখনও সেই ধরনের কোনও বিজ্ঞপ্তি নবান্নের তরফ থেকে জারি করা হয়নি । তবে এই কর্মবিরতি তথা ধর্মঘটকে কেন্দ্র করে সরকারি স্তরে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে । এখন দেখার এই ধর্মঘট মোকাবিলায় শেষ পর্যন্ত 20 ও 21 ফেব্রুয়ারির মতো নবান্ন কোনও কড়া পদক্ষেপ নেয় কি না !
আরও পড়ুন: ডিএ-র দাবিতে ধর্মঘটের দিনেই এসএফআই-এর বিধানসভা অভিযান, জোড়া চাপে সরকার !