কলকাতা, 4 মার্চ: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারি নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিরোধী দলনেতা হিসেবে তিনি এই গ্রেফতারির প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন শুভেন্দু (Koustav Bagchi Arrested) ৷ কৌস্তভের গ্রেফতারিকে স্বৈরতান্ত্রিক মানসিকতা বলে দাবি করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কটাক্ষ,"ভবানীপুর উপ-নির্বাচনে প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিল কংগ্রেস ৷ উনি এখন তার প্রতিদান দিচ্ছেন কংগ্রেসকে ৷"
শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, "এই ধরনের দমনপীড়ন এবং স্বৈরতন্ত্রের আমরা বিরোধী । তবে আমি কংগ্রেসকে স্মরণ করাতে চাই, 2021 সালে বিধানসভা ভোটে যখন নন্দীগ্রামের জনগণ আমাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিল তারপরে ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন, এমএলএ হওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী পদ বাঁচানোর জন্য । তখন এই প্রদেশ কংগ্রেস প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সময় কংগ্রেসকে তার প্রতিদান দিচ্ছেন ।"
কংগ্রেসের বেশকিছু আইনজীবী নেতা তৃণমূলের হয়ে মামলা লড়ছে একথা উল্লেখ্য করে শুভেন্দু এদিন জানান, তিনি আশা করবেন কৌস্তভ বাগচীকে তাঁরা দ্রুত জামিন পাইয়ে দেবেন ৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, সম্প্রতি দুর্নীতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজ্যে যে'কটি যুব কন্ঠ সোচ্চার হয়েছে তাদের মধ্যে কৌস্তুভ বাগচী অন্যতম । কৌস্তভের এই প্রতিবাদী লড়াইতে তাঁর সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ বলেছেন,"রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে না থেকে এর বিরুদ্ধে আমি সরব হব ৷ রাত তিনটের সময় একজন তরুণ আইনজীবীর বাড়িতে যেভাবে পুলিশকে দিয়ে হামলা চালান হয়েছে এর প্রতিবাদ হওয়া প্রয়োজন আছে ।"
উল্লেখ্য, বৃহস্পতিবার সাগরদিঘি উপ-নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশ্ন তুলেছিলেন অধীরের মেয়ে ও তাঁর গাড়ির চালকের মৃত্যু নিয়ে ৷ এর পালটা কংগ্রেসের তরফে কৌস্তভ বাগচী শুক্রবার জানান, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষের বই ছড়িয়ে দেবেন (Koustav Bagchi comment on Mamata Banerjee) ৷
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছেন', দাবি ধৃত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর
এরপরেই, গতকাল রাত 11 টার সময় কৌস্তভ বাগচীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় ৷ ভোর রাত 3 টের সময় এই কংগ্রেস নেতার বাড়িতে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ তাঁকে দীর্ঘ কয়েক ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় ৷ কৌস্তভের এই গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি ৷ বাম-কংগ্রেসের অভিযোগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে পুলিশকে দিয়ে এই কাজ করাচ্ছে তৃণমূল ৷ কৌস্তভ কোনও দুষ্কৃতী নন, তাহলে ভোর রাতে কেন পুলিশ দিয়ে বাড়ি ঘিরে তাঁকে গ্রেফতার করা হল সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷