কলকাতা, 27 এপ্রিল: পুলিশের বিরুদ্ধে কালিয়াগঞ্জে 33 বছর বয়সি রাজবংশী যুবককে নির্মমভাবে হত্যা করার অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ওই যুবকের নাম মৃত্যুঞ্জয় বর্মন ৷ বিজেপি নেতার দাবি, তাঁদের দলের পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে বুধবার মধ্যরাতে 2:30 টা নাগাদ পুলিশ অভিযান চালায় ৷ তাঁকে সেখানে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই রাজবংশী যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে টুইটে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক ।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, "কালিয়াগঞ্জে 33 বছরের এক রাজবংশী যুবককে নির্মমভাবে হত্যা করেছে মমতার পুলিশ । রাজ্যের পুলিশ 27 এপ্রিল 2023 মধ্যরাতে 2:30 টায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে অভিযান চালায় ৷ কিন্তু তাঁকে খুঁজে পায়নি । এরপর মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই রাজবংশী যুবককে তারা নির্মমভাবে গুলি করে হত্যা করে ৷ তাঁর বাবার নাম রবীন্দ্রনাথ বর্মন ।"
বিরোধী দলনেতা এই ঘটনার রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ সম্রাট নিরোর সঙ্গে মমতার তুলনা করেন ৷ তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাট নিরোর মতো আনন্দ করছেন ৷ যখন তাঁর রাজ্য জ্বলছে এবং নাগরিকরা অস্থির পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ৷ এটি স্বেচ্ছাচারতন্ত্র এবং রাজ্যে সন্ত্রাস ভয়াবহ আকার ধারন করেছে ।"
শুভেন্দু আরও লেখেন, "গতকাল বিকেলে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাঁর কথা মতো কাজ করে । রাজ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের দায় তাঁকে নিতে হবে । জনগণের উচিত গণতান্ত্রিকভাবে এ ধরনের সন্ত্রাস ও রক্তপাতের বিরুদ্ধে সোচ্চার হওয়া ।"
প্রসঙ্গত, গত শুক্রবার কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এরপরেই রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির ৷ ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত কিশোরীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ ওই ঘটনার আঁচ ঠান্ডা হতে না হতে এদিন টুইটে শুভেন্দু অধিকারী রাজবংশী যুবককে হত্যার অভিযোগ আনলেন রাজ্য পুলিশের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: কালিয়াগঞ্জে মৃতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েও মুখ্যমন্ত্রীর মুখে ভালোবাসার তত্ত্ব