ETV Bharat / state

Suvendu over Shibpur Incident: রামনবমীতে শিবপুর-ডালখোলা কাণ্ডে সিবিআই তদন্ত, হাইকোর্টে শুভেন্দু - Calcutta High Court

রামনবমীর দিন হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরে ইসলামপুরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ৷ এই দু'টি ঘটনার জন্য পুলিশকে দায়ী করে বিজেপি ৷ শুক্রবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দু'টি ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Mar 31, 2023, 12:47 PM IST

কলকাতা, 31 মার্চ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী ৷ রামনবমী দিনে মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা ৷ এরপর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ৷ শুক্রবার তাঁর পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভাট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷

আজ সেই মামলা করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আগামী সোমবার শুনানির সম্ভাবনা ৷ বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে করে হাওড়ার শিবপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এসে সামাল দেয় ৷ এখনও এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে ৷ এই ঘটনার পাশাপাশি উত্তর দিনাজপুরের ইসলামপুরে দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয় ৷ 5-6 জন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশের দাবি, ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

রামনবমীতে সন্ধ্যায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবপুর ও ইসলামপুরের ঘটনার প্রসঙ্গ তোলেন ৷ তিনি এই ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ তিনি বলেন, "আমি সব পক্ষকে বলেছিলাম শান্তিপূর্ণভাবে করতে ৷" তিনি জানান, একদিকে রমজান চলছে, অন্যদিকে অন্নপূর্ণা পুজা ৷ তিনি বিজেপি শিবিরের বিরুদ্ধে রুট বদলের অভিযোগ তোলেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, বিরোধী দলনেতা পালটা রাজ্যের উপর চাপসৃষ্টির কৌশল হিসাবেই শুক্রবার জনস্বার্থ মামলা করেছেন ৷ কারণ শিবপুর ও ডালখোলার ঘটনায় শাসকদলের কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রীর বলেছেন, "বেআইনি ভাবে রুট পরিবর্তন করা হয়েছে । ইচ্ছে করে অনুমোদিত রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যাওয়া হল কেন ?"

আরও পড়ুন: হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 31 মার্চ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী ৷ রামনবমী দিনে মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা ৷ এরপর ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা ৷ শুক্রবার তাঁর পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভাট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷

আজ সেই মামলা করার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আগামী সোমবার শুনানির সম্ভাবনা ৷ বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে করে হাওড়ার শিবপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এসে সামাল দেয় ৷ এখনও এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে ৷ এই ঘটনার পাশাপাশি উত্তর দিনাজপুরের ইসলামপুরে দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয় ৷ 5-6 জন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশের দাবি, ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷

রামনবমীতে সন্ধ্যায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবপুর ও ইসলামপুরের ঘটনার প্রসঙ্গ তোলেন ৷ তিনি এই ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ তিনি বলেন, "আমি সব পক্ষকে বলেছিলাম শান্তিপূর্ণভাবে করতে ৷" তিনি জানান, একদিকে রমজান চলছে, অন্যদিকে অন্নপূর্ণা পুজা ৷ তিনি বিজেপি শিবিরের বিরুদ্ধে রুট বদলের অভিযোগ তোলেন ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, বিরোধী দলনেতা পালটা রাজ্যের উপর চাপসৃষ্টির কৌশল হিসাবেই শুক্রবার জনস্বার্থ মামলা করেছেন ৷ কারণ শিবপুর ও ডালখোলার ঘটনায় শাসকদলের কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রীর বলেছেন, "বেআইনি ভাবে রুট পরিবর্তন করা হয়েছে । ইচ্ছে করে অনুমোদিত রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যাওয়া হল কেন ?"

আরও পড়ুন: হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.