ETV Bharat / state

Suvendu and Sukanta on Duttapukur Blast: দত্তপুকুরের বিস্ফোরণে শাহকে চিঠি সুকান্ত'র, এনআইএ চাইলেন শুভেন্দু - Sukanta Majumder

Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি এনআইএ তদন্তের দাবি জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:28 AM IST

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়াল বিজেপি ৷ রাজ্যস্তরের বিজেপির দুই শীর্ষনেতা, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী আসরে নামলেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠি লিখলেন রাজ্য সভাপতি সুকান্ত ৷ অন্যদিকে, এনআইএ তদন্তের দাবি জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ৷

  • An explosion ripped through a house today in Duttapukur; Barasat; North 24 Parganas district. 8 people are feared dead and several injured. There's a chance that the count may increase.

    This is a very serious matter as it adds on to the series of "Serial Blasts" which keeps on…

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শুভেন্দু অধিকারী টুইট করে জানালেন, "দত্তপুকুর বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ এই সংখ্যাটা বাড়ারও সম্ভাবনা রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় কারণ এটি ধারাবাহিক বিস্ফোরণ যা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটতেই থাকে। মে মাসে তালিকায় ছিল এগরা, বজবজ ও দুবরাজপুর। এরপর গত 1 জুন নদিয়া জেলার মহেশনগর এমন বিস্ফোরণ হয়। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আমি রাজ্যের পরিস্থিতি এবং বিস্ফোরণের পুনরাবৃত্তির ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই আমি আগামিকাল (আজ, সোমবার) কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

এরপর তিনি লেখেন, "আমি একটি জনস্বার্থ মামলা দায়ের করে এ বিষয়ে এনআইএ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব। আমি বিজেপি বিধায়কদের সঙ্গে এই বিষয়ে আগামিকাল (আজ, সোমবার) বিধানসভায় 'মুলতবি প্রস্তাব' আনব এবং সরকারের কাছে জানতে চাইব, কেন তারা এই ধরনের বেআইনি বাজি কারখানাতে নিয়ন্ত্রণ করতে পারছে না। পরবর্তী সময়ে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধানসভা থেকে দত্তপুকুরের বিস্ফোরণস্থলে যাবে এবং সেখানের পরিস্থিতি খতিয়ে দেখবে ৷ পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলা হবে ৷"

অন্যদিকে, সুকান্ত মজুমদার রবিবার টুইটে লেখেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি ৷ দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের অনুরোধ জানাচ্ছি ৷ সেইসঙ্গে এই সমস্ত অবৈধ কারখানার পিছনে কি কোনও ভারতবিরোধী শক্তি আছে? আর এইসমস্ত কারখানা থেকে উপার্জিত টাকা যাচ্ছে কোথায়, সেটাও জানা দরকার।"

আরও পড়ুন: বাজি কারখানা মানেই বেআইনি নয়, দত্তপুকুর বিস্ফোরণে সাফাই কুণালের

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য প্রশাসনের উপর চাপ আরও বাড়াল বিজেপি ৷ রাজ্যস্তরের বিজেপির দুই শীর্ষনেতা, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী আসরে নামলেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠি লিখলেন রাজ্য সভাপতি সুকান্ত ৷ অন্যদিকে, এনআইএ তদন্তের দাবি জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ৷

  • An explosion ripped through a house today in Duttapukur; Barasat; North 24 Parganas district. 8 people are feared dead and several injured. There's a chance that the count may increase.

    This is a very serious matter as it adds on to the series of "Serial Blasts" which keeps on…

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শুভেন্দু অধিকারী টুইট করে জানালেন, "দত্তপুকুর বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন ৷ এই সংখ্যাটা বাড়ারও সম্ভাবনা রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় কারণ এটি ধারাবাহিক বিস্ফোরণ যা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটতেই থাকে। মে মাসে তালিকায় ছিল এগরা, বজবজ ও দুবরাজপুর। এরপর গত 1 জুন নদিয়া জেলার মহেশনগর এমন বিস্ফোরণ হয়। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আমি রাজ্যের পরিস্থিতি এবং বিস্ফোরণের পুনরাবৃত্তির ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই আমি আগামিকাল (আজ, সোমবার) কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷"

এরপর তিনি লেখেন, "আমি একটি জনস্বার্থ মামলা দায়ের করে এ বিষয়ে এনআইএ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব। আমি বিজেপি বিধায়কদের সঙ্গে এই বিষয়ে আগামিকাল (আজ, সোমবার) বিধানসভায় 'মুলতবি প্রস্তাব' আনব এবং সরকারের কাছে জানতে চাইব, কেন তারা এই ধরনের বেআইনি বাজি কারখানাতে নিয়ন্ত্রণ করতে পারছে না। পরবর্তী সময়ে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল বিধানসভা থেকে দত্তপুকুরের বিস্ফোরণস্থলে যাবে এবং সেখানের পরিস্থিতি খতিয়ে দেখবে ৷ পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলা হবে ৷"

অন্যদিকে, সুকান্ত মজুমদার রবিবার টুইটে লেখেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি ৷ দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের অনুরোধ জানাচ্ছি ৷ সেইসঙ্গে এই সমস্ত অবৈধ কারখানার পিছনে কি কোনও ভারতবিরোধী শক্তি আছে? আর এইসমস্ত কারখানা থেকে উপার্জিত টাকা যাচ্ছে কোথায়, সেটাও জানা দরকার।"

আরও পড়ুন: বাজি কারখানা মানেই বেআইনি নয়, দত্তপুকুর বিস্ফোরণে সাফাই কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.