ETV Bharat / state

Suspected IS Militant: আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশি গোপন বৈঠক করেছিল ভিন রাজ্যে, দাবি এসটিএফের

মধ্যপ্রদেশ থেকে আইএস জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে ধরা পড়েছে কুরেশি নামে এক ব্যক্তি ৷ তাকে জেরা করে একাধিক বৈঠকের খবর পেয়েছেন তদন্তকারীরা (STF interrogates suspected IS militant Qureshi) ৷

ETV Bharat
আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশি
author img

By

Published : Jan 13, 2023, 7:29 PM IST

আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশি প্রসঙ্গে বিভিন্ন তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে

কলকাতা, 13 জানুয়ারি: সদ্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে মধ্যপ্রদেশ থেকে ধৃত আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশিকে (suspected IS militant Qureshi) জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ জানা গিয়েছে ভোপাল এবং ঝাড়খণ্ডে একাধিকবার গোপন বৈঠক করেছে কুরেশি । সূত্রের খবর, সেই বৈঠকগুলিতে উপস্থিত ছিল আইএসআইএস-এর একাধিক জঙ্গি নেতা । তবে এই বৈঠকের বিষয়ে কী কী তথ্য মিলেছে সে বিষয়ে মুখ খুলতে চাননি গোয়েন্দারা ৷

তবে ভিন রাজ্য থেকে এই রাজ্যের আইএস জঙ্গিদের লজেস্টিক সাপোর্ট কীভাবে পাওয়া সম্ভব সেই বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে করেশিকে জেরার পর প্রাথমিকভাবে অনুমান করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গেয়েন্দারা (STF of Kolkata Police) ৷ লালবাজার সূত্রের খবর হাওড়া থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই যুবক গ্রেফতারের পর এসটিএফ গোয়েন্দাদের বেশ কয়েকটি দল কয়েক ভাগে ভাগ হয়ে ভিন রাজ্যে গিয়েছে ৷

সেইরকমই একটি দলের হাতে মধ্যপ্রদেশ থেকে ধরা পড়েছে কুরেশি ৷ সূত্রের খবর, এখনও অনেক জঙ্গি নেতাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । উল্লেখ্য, গত শনিবার হাওড়া টিকিয়াপাড়ার দুই যুবককে আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতদের নাম সাদ্দাম এবং সাইদ । খিদিরপুর এলাকায় একটি গোপন বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাদের গ্রেফতার করে এসটিএফ (STF arrested suspected IS militant) ৷

আরও পড়ুন: বেকার যুবদের দলে টানার দায়িত্বে ছিল ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি কুরেশি

ধৃতদের হাওড়া টিকিয়া পাড়ার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, পেনড্রাইভ, ল্যাপটপ, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয় ৷ একাধিক বই ও বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা । তারপর থেকে ধৃতদের জেরা করে ও নানা জায়গায় তল্লাশি চালিয়ে ও তথ্য ঘেঁটে নানা এরাজ্যে জঙ্গি মডিউল বিষয়ে নানা তথ্য জানতে পেরেছেন গেয়েন্দারা ৷

আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশি প্রসঙ্গে বিভিন্ন তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে

কলকাতা, 13 জানুয়ারি: সদ্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে মধ্যপ্রদেশ থেকে ধৃত আইএস জঙ্গি সন্দেহে ধৃত কুরেশিকে (suspected IS militant Qureshi) জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ জানা গিয়েছে ভোপাল এবং ঝাড়খণ্ডে একাধিকবার গোপন বৈঠক করেছে কুরেশি । সূত্রের খবর, সেই বৈঠকগুলিতে উপস্থিত ছিল আইএসআইএস-এর একাধিক জঙ্গি নেতা । তবে এই বৈঠকের বিষয়ে কী কী তথ্য মিলেছে সে বিষয়ে মুখ খুলতে চাননি গোয়েন্দারা ৷

তবে ভিন রাজ্য থেকে এই রাজ্যের আইএস জঙ্গিদের লজেস্টিক সাপোর্ট কীভাবে পাওয়া সম্ভব সেই বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে করেশিকে জেরার পর প্রাথমিকভাবে অনুমান করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গেয়েন্দারা (STF of Kolkata Police) ৷ লালবাজার সূত্রের খবর হাওড়া থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই যুবক গ্রেফতারের পর এসটিএফ গোয়েন্দাদের বেশ কয়েকটি দল কয়েক ভাগে ভাগ হয়ে ভিন রাজ্যে গিয়েছে ৷

সেইরকমই একটি দলের হাতে মধ্যপ্রদেশ থেকে ধরা পড়েছে কুরেশি ৷ সূত্রের খবর, এখনও অনেক জঙ্গি নেতাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । উল্লেখ্য, গত শনিবার হাওড়া টিকিয়াপাড়ার দুই যুবককে আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতদের নাম সাদ্দাম এবং সাইদ । খিদিরপুর এলাকায় একটি গোপন বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাদের গ্রেফতার করে এসটিএফ (STF arrested suspected IS militant) ৷

আরও পড়ুন: বেকার যুবদের দলে টানার দায়িত্বে ছিল ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গি কুরেশি

ধৃতদের হাওড়া টিকিয়া পাড়ার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, পেনড্রাইভ, ল্যাপটপ, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয় ৷ একাধিক বই ও বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা । তারপর থেকে ধৃতদের জেরা করে ও নানা জায়গায় তল্লাশি চালিয়ে ও তথ্য ঘেঁটে নানা এরাজ্যে জঙ্গি মডিউল বিষয়ে নানা তথ্য জানতে পেরেছেন গেয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.