ETV Bharat / state

ইয়েচুরির নামে অপপ্রচার , সাইবার ক্রাইমে অভিযোগ - cpim_complain_to_cyber_crime

সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে কুৎসা করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু মানুষ একাজ করছে ৷ এমনটাই বললেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

sitaram yechury
সীতারাম ইয়েচুরির নামে অপপ্রচার
author img

By

Published : Aug 8, 2020, 8:33 PM IST

কলকাতা, 8 অগাস্ট : কয়েকদিন ধরে CPI(M) - এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সোশাল মিডিয়ায় । ' ইন্ডিয়া র‍্যাগ ' লোগো ব্যবহার করে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নামে সাম্প্রদায়িক অপপ্রচারের উদ্দেশ্যে ছবিটি প্রচার করা হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি জানিয়েছেন, সাইবার ক্রাইমে তিনি এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন ।

এবিষয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, " সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে কুৎসা করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু মানুষ একাজ করছে ৷ সোশাল মিডিয়ার ওই ছবিটিতে লেখা রয়েছে , ' হিন্দুরা কখনও শান্তিপ্রিয় হতে পারে না । হিন্দুরা হিংস্র ! আর সেটার প্রমাণ রামায়ণ মহাভারতেই পাওয়া যায় ৷ ' এই বক্তব্যটি সীতারাম ইয়েচুরির নামে ছাপানো হয়েছে ওই প্রচারপত্রে ৷ "

সমগ্র বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডেপুটি কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র । দ্রুত অভিযুক্তকে সনাক্ত করার আবেদন জানানো হয়েছে । কী কারণে হঠাৎ করে এমন একটি হিন্দুবিদ্বেষী প্রচার পার্টির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে প্রচার চালানো হচ্ছে ৷ সেই বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে পুলিশকে । ফেসবুক পেজে CPI(M) - এর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে মনে করছেন দলের নেতৃত্বরা । সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, " কারা করেছে, কী উদ্দেশ্য নিয়ে করেছে সবটাই পুলিশের তদন্ত সাপেক্ষ ৷ "

কলকাতা, 8 অগাস্ট : কয়েকদিন ধরে CPI(M) - এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে সোশাল মিডিয়ায় । ' ইন্ডিয়া র‍্যাগ ' লোগো ব্যবহার করে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নামে সাম্প্রদায়িক অপপ্রচারের উদ্দেশ্যে ছবিটি প্রচার করা হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । তিনি জানিয়েছেন, সাইবার ক্রাইমে তিনি এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন ।

এবিষয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, " সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে কুৎসা করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অসাধু মানুষ একাজ করছে ৷ সোশাল মিডিয়ার ওই ছবিটিতে লেখা রয়েছে , ' হিন্দুরা কখনও শান্তিপ্রিয় হতে পারে না । হিন্দুরা হিংস্র ! আর সেটার প্রমাণ রামায়ণ মহাভারতেই পাওয়া যায় ৷ ' এই বক্তব্যটি সীতারাম ইয়েচুরির নামে ছাপানো হয়েছে ওই প্রচারপত্রে ৷ "

সমগ্র বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের ডেপুটি কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন সূর্যকান্ত মিশ্র । দ্রুত অভিযুক্তকে সনাক্ত করার আবেদন জানানো হয়েছে । কী কারণে হঠাৎ করে এমন একটি হিন্দুবিদ্বেষী প্রচার পার্টির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে প্রচার চালানো হচ্ছে ৷ সেই বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে পুলিশকে । ফেসবুক পেজে CPI(M) - এর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে মনে করছেন দলের নেতৃত্বরা । সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, " কারা করেছে, কী উদ্দেশ্য নিয়ে করেছে সবটাই পুলিশের তদন্ত সাপেক্ষ ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.